MGI ONLINE QUIZ

MGI ONLINE QUIZ

“MGI ONLINE QUIZ” -মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি নতুন পদক্ষেপ। এখন আপনি অনলাইন কুইজে অংশগ্রহণ করে জিততে পারেন ১০০ টাকা পর্যন্ত পেটিএম ক্যাশ (শর্তাবলী প্রযোজ্য)। তাই আর দেরি নয় কুইজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।

প্রতি রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নেওয়া হবে “MGI ONLINE QUIZ”। প্রত্যেক রবিবার ভূগোলের একটি নির্দিষ্ট টপিকের উপর কুইজ নেওয়া হবে এবং তা আগে থেকে আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। তাই এখনই ফেসবুকে গিয়ে আমাদের “Mission Geography India” ফেসবুক পেজটি Like করুন ও Follow তে ক্লিক করে “See First” করে রাখুন, যাতে আপনি কোনো পোস্ট মিস না করেন।

অনলাইন কুইজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ জানকারিঃ
1. অনলাইন কুইজ লাইভ থাকবে কেবলমাত্র প্রতি রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।

2. অনলাইন কুইজের মেরিট লিস্ট দেখতে পারবেন সেইদিন রবিবার রাত ১১টা থেকে পরের রবিবার সকাল ৮টা পর্যন্ত।

3. প্রত্যেক রবিবার ভূগোলের একটি নির্দিষ্ট টপিকের উপর কুইজ নেওয়া হবে এবং তা আগে থেকে আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

4. “MGI ONLINE QUIZ” -এ মোট ১০টি MCQ প্রশ্ন থাকবে এবং সময় দেওয়া হবে ১২০ সেকেন্ড অর্থাৎ ২ মিনিট।

MGI ONLINE QUIZ

অনলাইন কুইজের শর্তাবলী♦

1. একজন ব্যক্তি প্রতি রবিবার কেবলমাত্র একবার অনলাইন কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

2. একজন ব্যক্তি সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত পেটিএম ক্যাশ পাবে।

3. যদি অনলাইন কুইজে একই নম্বর অধিক সংখ্যক ব্যক্তি পাই তাহলে বিজয়ী ব্যক্তিদের মধ্যে সেই অর্থ ভাগ করে দেওয়া হবে।

4. যদি আপনার পেটিএম নম্বর না থাকে, তাহলে সরাসরি BHIM UPI -এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

5. কুইজ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে বিজয়ীদের জেতা অর্থ Transfer করে দেওয়া হবে।

6. যে বা যারা কুইজে বিজয়ী হবে তাদের মোবাইল নম্বরে SMS অথবা Email করে জানিয়ে দেওয়া হবে।

♦অনলাইন কুইজের নিয়মাবলী♦

শুরু করবেন কিভাবে?- অনলাইন কুইজের জন্য এই পেজে এসে নীচে দেওয়া ‘Start Quiz’ বোতামে ক্লিক করে অনলাইন কুইজ শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়-

প্রশ্ন সংখ্যাঃ প্রশ্ন মোট 10 টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)।

প্রশ্ন মানঃ প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর করে আপনি পাবেন। 10 টি প্রশ্নের জন্য 10 নম্বর। অর্থাৎ সর্বোমোট 10 নম্বরের জন্য আপনি এই অনলাইন কুইজ দিচ্ছেন।

অনলাইন কুইজের সময়ঃ 10 টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।

সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নম্বর জেনে নিতে পারেন।

বিশেষ ঘোষণাঃ অনলাইন কুইজ শেষে মেরিট লিস্টে আপনার নাম নতিভূক্ত করার জন্য আপনার নাম এবং ইমেল (গোপনীয়তা বজায় থাকবে) দিয়ে লগ ইন করে নেবেন। মেরিট লিস্ট ও প্রশ্নের সঠিক উত্তর দেখতে পাবেন রাত ১১টার পর। 

বিঃ দ্রঃ- আমাদের উদ্যোগ ভালো লাগলে আপনার বন্ধু/বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ দেখুন।

MGI ONLINE QUIZ: 20/01/2019

Topic: Indian Geography
Total Questions: 10 (MCQ Type)
Total Point: 10
Time: 2min

♦MGI ONLINE QUIZ: 20/01/2019 Answers Key: Download PDF 

Winners: Pachu Das, Suman Choudhary (Murshidabad), Rakesh Biswas (Nadia)। সকলের প্রাপ্ত নম্বর: 6

বিঃদ্রঃ যারা 10pm-এর পরে কুইজ দিয়েছেন তাদের উত্তর বাতিল করা হয়েছে। যারা কোনো কারণ বশত Merit List এ নিজের নাম নথিভুক্ত করতে পারেনি কিন্তু কুইজ শুরু হওয়ার আগে ফর্মটি ঠিকঠাক ফিলাপ করলে তাদের উত্তর গ্রহণ করা হয়েছে। 

♦বিশেষ ঘোষণা♦

Next Quiz: 27/01/2019 Sunday at 8pm to 10pm
Topic: West Bengal Geography

♦অনলাইন কুইজের মেরিট লিস্টে♦

Leaderboard: MGI ONLINE QUIZ-1

maximum of 10 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available

♦পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস ইবুক♦

পশ্চিমবঙ্গের ভূগোল


SLST GEOGRAPHY E-BOOK (₹20)

SLST GEOGRAPHY STUDY MATERIAL

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত