SLST GEOGRAPHY PRIME ONLINE MOCK TEST: REGIONAL GEOGRAPHY OF INDIA
SLST GEOGRAPHY PRIME ONLINE MOCK TEST
♦REGIONAL GEOGRAPHY OF INDIA♦
আপনি স্কুল সার্ভিস ভূগোলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার শিক্ষক/শিক্ষিকা হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।
টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ।
মক টেস্টের নিয়মাবলী
শুরু করবেন কিভাবে?- মক টেস্টের জন্য এই পেজে এসে নীচে দেওয়া ‘Start Quiz’ বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়-
প্রশ্ন সংখ্যাঃ প্রশ্ন মোট 30 টি থাকবে এবং চারটি করে অপশন দেওয়া থাকবে। আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)।
প্রশ্ন মানঃ প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর করে আপনি পাবেন। 30 টি প্রশ্নের জন্য 30 নম্বর। অর্থাৎ সর্বোমোট 30 নম্বরের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।
মক টেস্টের সময়ঃ 30 টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি 30 মিনিট সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে।
সর্বোশেষ পর্যায়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি ‘Finish Exam’ বোতামে ক্লিক করে আপনার প্রাপ্ত নম্বর জেনে নিতে পারেন।
এরপর যদি আপনি প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে ‘View Question’ বোতামে ক্লিক করে সকল প্রশ্নের উত্তর একসাথে দেখে নিতে পারবেন।
বিশেষ ঘোষণাঃ MGI SLST GEOGRAPHY PRIME ONLINE MOCK TEST কেবলমাত্র PRIME MEMBER দের জন্য। যারা আমাদের ওয়েবসাইটে Registration করেছেন তারা কেবলমাত্র এই মকটেস্ট দিতে পারবেন।
বিঃ দ্রঃ- আমাদের উদ্যোগ ভালো লাগলে আপনার বন্ধু/বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ দেখুন।
♦মকটেস্ট দেওয়ার আগে Email/Username ও Password দিয়ে Login করে নিনঃ Click Here for Login
Quiz-summary
0 of 30 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
Information
SLST GEOGRAPHY PRIME ONLINE MOCK TEST
Topic: Regional Geography of India
Mock Test: 9
Total Questions: 30
Total Point: 30
Time: 30min
Question Type: MCQ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 30 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- Answered
- Review
-
Question 1 of 30
1. Question
1 pointsবর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সংখ্যা কয়টি ?
Correct
নভেম্বর, 2000 এর পূর্বে ভারতে 25 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল ছিল, ঐ বছর মধ্যপ্রদেশ ভেঙ্গে ছত্তিশগড়, উত্তর প্রদেশ ভেঙ্গে উত্তরাখণ্ড (2007 এ নামকরণ হয়, এর পূর্বে উত্তরাঞ্চল নামে রাজ্যটি গঠিত হয়) এবং বিহার ভেঙ্গে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ফলে 28 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল আত্মপ্রকাশ করে । 2 June 2014 তে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা গঠিত হলে 29 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল গড়ে ওঠে । 5 August 2019 এ জম্মু-কাশ্মীর কে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামক দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার পর বর্তমানে ভারতে 28 টি রাজ্য এবং 9 টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, এটি সাংবিধানিক স্বীকৃতি পায় 31 শে অক্টোবর 2019 এ ।
Incorrect
নভেম্বর, 2000 এর পূর্বে ভারতে 25 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল ছিল, ঐ বছর মধ্যপ্রদেশ ভেঙ্গে ছত্তিশগড়, উত্তর প্রদেশ ভেঙ্গে উত্তরাখণ্ড (2007 এ নামকরণ হয়, এর পূর্বে উত্তরাঞ্চল নামে রাজ্যটি গঠিত হয়) এবং বিহার ভেঙ্গে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ফলে 28 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল আত্মপ্রকাশ করে । 2 June 2014 তে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা গঠিত হলে 29 টি রাজ্য এবং 7 টি কেন্দ্র শাসিত অঞ্চল গড়ে ওঠে । 5 August 2019 এ জম্মু-কাশ্মীর কে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামক দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার পর বর্তমানে ভারতে 28 টি রাজ্য এবং 9 টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, এটি সাংবিধানিক স্বীকৃতি পায় 31 শে অক্টোবর 2019 এ ।
-
Question 2 of 30
2. Question
1 pointsনিম্নের কোন রাজ্যের উপর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রবাহিত হয়নি ?
Correct
Note :- ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা (82 ডিগ্রি 30 মিনিট পূঃ) উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও অন্ধ্র এই পাঁচটি রাজ্যের উপর এবং কর্কট ক্রান্তি রেখা যথাক্রমে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে l মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এর উপর উভয় রেখাই প্রবাহিত হয়েছে ।
Incorrect
Note :- ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা (82 ডিগ্রি 30 মিনিট পূঃ) উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও অন্ধ্র এই পাঁচটি রাজ্যের উপর এবং কর্কট ক্রান্তি রেখা যথাক্রমে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে l মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এর উপর উভয় রেখাই প্রবাহিত হয়েছে ।
-
Question 3 of 30
3. Question
1 pointsকালি ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিঃমিঃ বিস্তৃত অংশ কি নামে পরিচিত ?
Correct
আঞ্চলিক বৈশিষ্টের উপর ভিত্তি করে স্যার সিডনি ব্রাবার্ড হিমালয়কে চারটি অঞ্চলে ভাগ করেছেন, যথাঃ A) পঞ্জাব হিমালয় :- সিন্ধু ও সৎলজ নদী মধ্যবর্তী বিস্তৃত 560 কিঃমিঃ অংশ । B) কুমায়ুন হিমালয় :- সৎলজ ও কালি নদী মধ্যবর্তী অঞ্চল C) মধ্য বা নেপাল হিমালয় :- কালি ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিঃমিঃ বিস্তৃত অংশ । D) বহিঃ হিমালয় :- তিস্তা ও ব্রহ্মপুত্র নদী মধ্যবর্তী 720 কিঃমিঃ বিস্তৃত অংশ ।
Incorrect
আঞ্চলিক বৈশিষ্টের উপর ভিত্তি করে স্যার সিডনি ব্রাবার্ড হিমালয়কে চারটি অঞ্চলে ভাগ করেছেন, যথাঃ A) পঞ্জাব হিমালয় :- সিন্ধু ও সৎলজ নদী মধ্যবর্তী বিস্তৃত 560 কিঃমিঃ অংশ । B) কুমায়ুন হিমালয় :- সৎলজ ও কালি নদী মধ্যবর্তী অঞ্চল C) মধ্য বা নেপাল হিমালয় :- কালি ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিঃমিঃ বিস্তৃত অংশ । D) বহিঃ হিমালয় :- তিস্তা ও ব্রহ্মপুত্র নদী মধ্যবর্তী 720 কিঃমিঃ বিস্তৃত অংশ ।
-
Question 4 of 30
4. Question
1 pointsভৌগোলিক অবস্থানের দিক থেকে নিম্নের কোন ভূমিভাগ টি পৃথক ?
Correct
প্রকৃতি গত ভাবে পঞ্জাব সমভূমি চারভাগে বিভক্ত, যথাঃ তরাই (Tarai) :- শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত আর্দ্র নিম্নভূমি তরাই নামে অভিহিত l ভাবর (Bhabar) :- উঃ-পশ্চিম ভারতে হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তর খণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে পঞ্জাবি ভাষায় ভাবর বলে l খাদার (Khadar) :- পূঃ রাজস্থানের নদী তীরবর্তী নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলে l বাঙ্গর (Bangar) :- পাঞ্জাব সমভূমির নদী অববাহিকার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল বাঙ্গর নামে অভিহিত l নিপানী (Nipani) :- দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে তামাক চাষ উপযোগী মহারাষ্ট্রের কোলহাপুর ও কর্নাটকের বেলগাঁও জেলার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিপানী অঞ্চল নামে পরিচিত ।
Incorrect
প্রকৃতি গত ভাবে পঞ্জাব সমভূমি চারভাগে বিভক্ত, যথাঃ তরাই (Tarai) :- শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত আর্দ্র নিম্নভূমি তরাই নামে অভিহিত l ভাবর (Bhabar) :- উঃ-পশ্চিম ভারতে হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তর খণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে পঞ্জাবি ভাষায় ভাবর বলে l খাদার (Khadar) :- পূঃ রাজস্থানের নদী তীরবর্তী নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলে l বাঙ্গর (Bangar) :- পাঞ্জাব সমভূমির নদী অববাহিকার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল বাঙ্গর নামে অভিহিত l নিপানী (Nipani) :- দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে তামাক চাষ উপযোগী মহারাষ্ট্রের কোলহাপুর ও কর্নাটকের বেলগাঁও জেলার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিপানী অঞ্চল নামে পরিচিত ।
-
Question 5 of 30
5. Question
1 pointsউপদ্বীপিয় উচ্চভূমির পার্বত্যাঞ্চলের (Highland Of Peninsular Upland) নিম্নের কোন অংশে মালব মালভূমি অবস্থিত ?
Correct
Note :- ভারতের তৃতীয় প্রাকৃতিক বিভাগ উপদ্বীপিয় উচ্চভূমি (The Peninsular Uplands) এর প্রধান দুটি বিভাগ হল যথাক্রমে A) উপদ্বীপিয় উচ্চভূমির পার্বত্যাঞ্চল (Highland Of Peninsular Upland) ও B) উপদ্বীপিয় মালভূমি (Peninsular Plateau) । উপদ্বীপিয় উচ্চভূমির পার্বত্যাঞ্চলকে আবার চার ভাগে ভাগ করা হয় যথাঃ i) উত্তর-মধ্য উচ্চভূমি, ii) দঃ-মধ্য উচ্চভূমি, iii) পূর্বের মালভূমি এবং iv) মেঘালয়-মিকির মালভূমি । মালব মালভূমি অঞ্চলটি (Malwa Plateau) দঃ-মধ্য উচ্চভূমি অংশে 21 ডিগ্রি 47 মিঃ উত্তর থেকে 25 ডিগ্রি 10 মিঃ উত্তর এবং 73 ডিগ্রি 45 মিঃ পূর্ব থেকে 79 ডিগ্রি 14 মিঃ পূর্ব অংশে 1,50,000 বঃ কিঃমিঃ অংশ জুড়ে অবস্থিত l এর পূঃ-পশ্চিমে বিস্তার প্রায় 530 কিঃমিঃ এবং উঃ-দক্ষিণে 390 কিঃমিঃ l অঞ্চলটি উত্তরে আরাবল্লী, দক্ষিণে বিন্ধ পর্বত এবং পূর্বে বুন্দেলখণ্ড মালভূমি দ্বারা আবদ্ধ l
Incorrect
Note :- ভারতের তৃতীয় প্রাকৃতিক বিভাগ উপদ্বীপিয় উচ্চভূমি (The Peninsular Uplands) এর প্রধান দুটি বিভাগ হল যথাক্রমে A) উপদ্বীপিয় উচ্চভূমির পার্বত্যাঞ্চল (Highland Of Peninsular Upland) ও B) উপদ্বীপিয় মালভূমি (Peninsular Plateau) । উপদ্বীপিয় উচ্চভূমির পার্বত্যাঞ্চলকে আবার চার ভাগে ভাগ করা হয় যথাঃ i) উত্তর-মধ্য উচ্চভূমি, ii) দঃ-মধ্য উচ্চভূমি, iii) পূর্বের মালভূমি এবং iv) মেঘালয়-মিকির মালভূমি । মালব মালভূমি অঞ্চলটি (Malwa Plateau) দঃ-মধ্য উচ্চভূমি অংশে 21 ডিগ্রি 47 মিঃ উত্তর থেকে 25 ডিগ্রি 10 মিঃ উত্তর এবং 73 ডিগ্রি 45 মিঃ পূর্ব থেকে 79 ডিগ্রি 14 মিঃ পূর্ব অংশে 1,50,000 বঃ কিঃমিঃ অংশ জুড়ে অবস্থিত l এর পূঃ-পশ্চিমে বিস্তার প্রায় 530 কিঃমিঃ এবং উঃ-দক্ষিণে 390 কিঃমিঃ l অঞ্চলটি উত্তরে আরাবল্লী, দক্ষিণে বিন্ধ পর্বত এবং পূর্বে বুন্দেলখণ্ড মালভূমি দ্বারা আবদ্ধ l
-
Question 6 of 30
6. Question
1 pointsভেম্বনাদ কয়াল অবস্থিত নিম্নের কোন ভূমিভাগে ?
Correct
Note :- পশ্চিম উপকূলীয় সমভূমি (West Coastal Plain) তিনটি অংশে বিভক্ত, যথাঃ i) কঙ্কণ উপকূলীয় সমভূমি, ii) কর্নাটক উপকূলীয় সমভূমি এবং iii) মালাবার উপকূলীয় সমভূমি । মালাবার উপকূল কর্ণাটকের দক্ষিণাংশ থেকে দক্ষিণে কন্যা কুমারীকা পর্যন্ত 550 কিঃমিঃ দীর্ঘ এবং 20-100 কিঃমিঃ প্রশস্থ l উপকূল ভাগটির উত্তর ও দক্ষিণ অংশ সংকীর্ণ এবং মধ্যভাগ চওড়া l উপকূল অংশটির অন্যতম বৈশিষ্ট হল লেগুন বা Back Water যা স্থানীয় ভাষায় কয়াল নামে অভিহিত l ভেম্বনাদ কয়াল এই উপকূলের দীর্ঘতম l
কঙ্কণ উপকূল ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল । কর্নাটক উপকূলে সারাবতী নদীর গেরসোপ্পা জলপ্রপাত (275 মিঃ) অবস্থিত । উৎকল উপকূল পূর্ব উপকূলীয় সমভূমির (East Coastal Plain) একটি প্রধান বিভাগ । এই উপকূল ভাগেই ভারতের বৃহত্তম (65 কিঃমিঃ X 8 কিঃমিঃ; 780-1144 বর্গ কিঃমিঃ ; Winter -Monsoon Mouth) চিল্কা অবস্থিত lIncorrect
Note :- পশ্চিম উপকূলীয় সমভূমি (West Coastal Plain) তিনটি অংশে বিভক্ত, যথাঃ i) কঙ্কণ উপকূলীয় সমভূমি, ii) কর্নাটক উপকূলীয় সমভূমি এবং iii) মালাবার উপকূলীয় সমভূমি । মালাবার উপকূল কর্ণাটকের দক্ষিণাংশ থেকে দক্ষিণে কন্যা কুমারীকা পর্যন্ত 550 কিঃমিঃ দীর্ঘ এবং 20-100 কিঃমিঃ প্রশস্থ l উপকূল ভাগটির উত্তর ও দক্ষিণ অংশ সংকীর্ণ এবং মধ্যভাগ চওড়া l উপকূল অংশটির অন্যতম বৈশিষ্ট হল লেগুন বা Back Water যা স্থানীয় ভাষায় কয়াল নামে অভিহিত l ভেম্বনাদ কয়াল এই উপকূলের দীর্ঘতম l
কঙ্কণ উপকূল ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল । কর্নাটক উপকূলে সারাবতী নদীর গেরসোপ্পা জলপ্রপাত (275 মিঃ) অবস্থিত । উৎকল উপকূল পূর্ব উপকূলীয় সমভূমির (East Coastal Plain) একটি প্রধান বিভাগ । এই উপকূল ভাগেই ভারতের বৃহত্তম (65 কিঃমিঃ X 8 কিঃমিঃ; 780-1144 বর্গ কিঃমিঃ ; Winter -Monsoon Mouth) চিল্কা অবস্থিত l -
Question 7 of 30
7. Question
1 pointsথর মরুভূমির কত শতাংশ ভারতের অন্তর্গত ?
Correct
Note :- পাঞ্জাব সমভূমি এবং আরাবল্লী পর্বতের পশ্চিমদিকে রাজস্থানের পশ্চিমাংশ জুড়ে মরু অঞ্চল অবস্থিত l সমগ্র মরু অঞ্চলটির 85% অংশ ভারতের এবং 15% অংশ পাকিস্তানের অন্তর্গত, সমগ্র থর মরুভূমির 60% অংশ আবার রাজস্থানের অন্তর্গত l অঞ্চলটি 640 কিঃমিঃ দীর্ঘ, 300 কিঃমিঃ প্রশস্ত এবং এর আয়তন 1,70,000 বঃ কিঃমিঃ l ভারতের প্রায় 5%(~4.56%) এলাকা এই মরুভূমির অন্তর্গত । আয়তনে পৃথিবীর 17 তম বৃহৎ মরুভূমি হল থর এবং উপক্রান্তিয় অঞ্চলের মরুভূমির মধ্যে নবম বৃহত্তম ।
Incorrect
Note :- পাঞ্জাব সমভূমি এবং আরাবল্লী পর্বতের পশ্চিমদিকে রাজস্থানের পশ্চিমাংশ জুড়ে মরু অঞ্চল অবস্থিত l সমগ্র মরু অঞ্চলটির 85% অংশ ভারতের এবং 15% অংশ পাকিস্তানের অন্তর্গত, সমগ্র থর মরুভূমির 60% অংশ আবার রাজস্থানের অন্তর্গত l অঞ্চলটি 640 কিঃমিঃ দীর্ঘ, 300 কিঃমিঃ প্রশস্ত এবং এর আয়তন 1,70,000 বঃ কিঃমিঃ l ভারতের প্রায় 5%(~4.56%) এলাকা এই মরুভূমির অন্তর্গত । আয়তনে পৃথিবীর 17 তম বৃহৎ মরুভূমি হল থর এবং উপক্রান্তিয় অঞ্চলের মরুভূমির মধ্যে নবম বৃহত্তম ।
-
Question 8 of 30
8. Question
1 pointsনিম্নের কোন ভারতীয় অংশ অত্যধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (250 সেমিঃ এর অধিক) এর অন্তর্গত নয় ?
Correct
Note :- দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ মাঝারি বৃষ্টিপাত যুক্ত (50-100 সেমিঃ) অঞ্চলের অন্তর্গত ।
Incorrect
Note :- দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ মাঝারি বৃষ্টিপাত যুক্ত (50-100 সেমিঃ) অঞ্চলের অন্তর্গত ।
-
Question 9 of 30
9. Question
1 pointsনিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Correct
Note :- পশ্চিমঘাট পর্বতের শীর্ষদেশ, কার্ডামম ও নিলিগিরি পার্বত্যাঞ্চলে প্রধান্য রয়েছে – ল্যাটেরাইট মৃত্তিকার । এবং রেগুর মৃত্তিকার প্রধান্য রয়েছে – মহারাষ্ট্র মালভূমি, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, কর্নাটকের উত্তরভাগ প্রভৃতি অংশে ।
Incorrect
Note :- পশ্চিমঘাট পর্বতের শীর্ষদেশ, কার্ডামম ও নিলিগিরি পার্বত্যাঞ্চলে প্রধান্য রয়েছে – ল্যাটেরাইট মৃত্তিকার । এবং রেগুর মৃত্তিকার প্রধান্য রয়েছে – মহারাষ্ট্র মালভূমি, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, কর্নাটকের উত্তরভাগ প্রভৃতি অংশে ।
-
Question 10 of 30
10. Question
1 pointsনিম্নের কোন নদীটি অব-হিমালয়ের নদীর মধ্যে পড়ে না ?
Correct
Note :- হিমালয়ের নদীগুলোকে বৃহৎ ভাবে চারটি ভাগে ভাগ করা যায়, যথাঃ A) প্রাক হিমালয় যুগের নদী সমূহ :- যেমনঃ অরুণ, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র নদ ইত্যাদি । B) গ্রেট হিমালয়ের নদী সমূহ :- গঙ্গা, কালি, ঘর্ঘরা, গণ্ডক, তিস্তা ইত্যাদি । C) অব-হিমালয়ের নদী সমূহ :- বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, ঝিলাম, চন্দ্রভাগা ইত্যাদি । D) শিবালিক পর্বতের নদী সমূহ :- হিন্দন ও সোলানি ইত্যাদি । এই নদীগুলো হিমালয়ের দ্বিতীয় অভ্যুত্থানের সময় সৃষ্টি হয়েছে ।
Incorrect
Note :- হিমালয়ের নদীগুলোকে বৃহৎ ভাবে চারটি ভাগে ভাগ করা যায়, যথাঃ A) প্রাক হিমালয় যুগের নদী সমূহ :- যেমনঃ অরুণ, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র নদ ইত্যাদি । B) গ্রেট হিমালয়ের নদী সমূহ :- গঙ্গা, কালি, ঘর্ঘরা, গণ্ডক, তিস্তা ইত্যাদি । C) অব-হিমালয়ের নদী সমূহ :- বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, ঝিলাম, চন্দ্রভাগা ইত্যাদি । D) শিবালিক পর্বতের নদী সমূহ :- হিন্দন ও সোলানি ইত্যাদি । এই নদীগুলো হিমালয়ের দ্বিতীয় অভ্যুত্থানের সময় সৃষ্টি হয়েছে ।
-
Question 11 of 30
11. Question
1 pointsনিম্নের কোন ভূমিভাগটি খোয়াই দ্বারা ক্ষয়প্রাপ্ত নয় ?
Correct
Note :- জল প্রবাহের রিলক্ষয় ও খাতক্ষয়ের দ্বারা সংঘটিত বিশেষ ধরনের এক মৃত্তিকা ক্ষয়কে বলা হয় খোয়াই । মাটির আলগা গঠণ, কৃষিক্ষেত্রে জল প্রবাহের অনুপ্রবেশ ইত্যাদি খোয়াই এর নিয়ন্ত্রক । চম্বল উপত্যকা, আরাবল্লীর পূর্বাংশ এবং পশ্চিমবঙ্গের বীরভূমের কিয়দাংশ এই ক্ষয়ের অন্তর্গত । দাক্ষিণাত্য মালভূমি কঠিন আগ্নেয়শিলা দ্বারা গঠিত হওয়ায় এই ক্ষয় প্রভাব বিস্তার করে না ।
Incorrect
Note :- জল প্রবাহের রিলক্ষয় ও খাতক্ষয়ের দ্বারা সংঘটিত বিশেষ ধরনের এক মৃত্তিকা ক্ষয়কে বলা হয় খোয়াই । মাটির আলগা গঠণ, কৃষিক্ষেত্রে জল প্রবাহের অনুপ্রবেশ ইত্যাদি খোয়াই এর নিয়ন্ত্রক । চম্বল উপত্যকা, আরাবল্লীর পূর্বাংশ এবং পশ্চিমবঙ্গের বীরভূমের কিয়দাংশ এই ক্ষয়ের অন্তর্গত । দাক্ষিণাত্য মালভূমি কঠিন আগ্নেয়শিলা দ্বারা গঠিত হওয়ায় এই ক্ষয় প্রভাব বিস্তার করে না ।
-
Question 12 of 30
12. Question
1 pointsনিম্নের নদী ও জলপ্রপাত জোড়গুলির মধ্যে কোনটি পৃথক ?
Correct
Note :- শিবসমুদ্রম, যোগ ও ইয়ানা জলপ্রপাত মূলতঃ দক্ষিণ ভারতের তিনটি নদীতে গঠিত জলপ্রপাত । অন্যদিকে ধুঁয়াধার জলপ্রপাত পশ্চিম বাহিনী নর্মদা নদীতে গঠিত হয়েছে যে নদীটি উত্তর ও ও দক্ষিণ ভারতের জল বিভাজক রেখায় অবস্থিত ।
Incorrect
Note :- শিবসমুদ্রম, যোগ ও ইয়ানা জলপ্রপাত মূলতঃ দক্ষিণ ভারতের তিনটি নদীতে গঠিত জলপ্রপাত । অন্যদিকে ধুঁয়াধার জলপ্রপাত পশ্চিম বাহিনী নর্মদা নদীতে গঠিত হয়েছে যে নদীটি উত্তর ও ও দক্ষিণ ভারতের জল বিভাজক রেখায় অবস্থিত ।
-
Question 13 of 30
13. Question
1 pointsOperation Flood কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?
Correct
Note :- সবুজ বিপ্লবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে 1970 এর দশকে National Dairy Development Board শ্বেত বিপ্লবের সূচনা করেন যা দুগ্ধ উৎপাদনের প্রকল্প । এই প্রকল্পে i. Operation Flood-1 (1970-79) ii. Operation Flood-2 (1980-85) এবং iii. Operation Flood-3 (1985-93) এই তিনটি পর্যায়ে ভারতের 22 টি রাজ্যের 250 টি জেলায় Mother Dairy স্থাপন, দুগ্ধ বাজার স্থাপন এবং পশু সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয় ।
Incorrect
Note :- সবুজ বিপ্লবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে 1970 এর দশকে National Dairy Development Board শ্বেত বিপ্লবের সূচনা করেন যা দুগ্ধ উৎপাদনের প্রকল্প । এই প্রকল্পে i. Operation Flood-1 (1970-79) ii. Operation Flood-2 (1980-85) এবং iii. Operation Flood-3 (1985-93) এই তিনটি পর্যায়ে ভারতের 22 টি রাজ্যের 250 টি জেলায় Mother Dairy স্থাপন, দুগ্ধ বাজার স্থাপন এবং পশু সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয় ।
-
Question 14 of 30
14. Question
1 pointsমেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমি নিম্নের কোন প্রকৃতির ?
Correct
Note :- ভারতে প্রধানতঃ তিন ধরনের তৃণভূমি রয়েছে যথাঃ A) উত্তরের পার্বত্য তৃণভূমি, B) সাভানা তৃণভূমি :- উপদ্বীপিয় ভারত ও উত্তর ভারতীয় সমভূমির শুষ্কতর অংশে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । এবং C) দাক্ষিণাত্যর তৃণভূমি :- দক্ষিণ ভারতের বিভিন্ন পার্বত্য ঢালের অনুর্বর মাটিতে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । উত্তরের পার্বত্য তৃণভূমিকে তিনটি মুখ্য উপ বিভাগে ভাগ করা যায় যথাঃ i. পার্বত্য সাভানা তৃণভূমি :- হিমালয় পার্বত্যাঞ্চলে 1500 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । মেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমি এই প্রকৃতির । ii. নাতিশীতোষ্ণ তৃণভূমি :- পার্বত্যাঞ্চলসমূহে 2000 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি বিকশিত হয়েছে । এবং iii. অল্পীয় ও উপ-অল্পীয় তৃণভূমি :- হিমালয় পার্বত্যাঞ্চলে 2000-3000 মিটার উচ্চতায় এরূপ তৃণভূমি অবস্থিত ।
Incorrect
Note :- ভারতে প্রধানতঃ তিন ধরনের তৃণভূমি রয়েছে যথাঃ A) উত্তরের পার্বত্য তৃণভূমি, B) সাভানা তৃণভূমি :- উপদ্বীপিয় ভারত ও উত্তর ভারতীয় সমভূমির শুষ্কতর অংশে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । এবং C) দাক্ষিণাত্যর তৃণভূমি :- দক্ষিণ ভারতের বিভিন্ন পার্বত্য ঢালের অনুর্বর মাটিতে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । উত্তরের পার্বত্য তৃণভূমিকে তিনটি মুখ্য উপ বিভাগে ভাগ করা যায় যথাঃ i. পার্বত্য সাভানা তৃণভূমি :- হিমালয় পার্বত্যাঞ্চলে 1500 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি গড়ে উঠেছে । মেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমি এই প্রকৃতির । ii. নাতিশীতোষ্ণ তৃণভূমি :- পার্বত্যাঞ্চলসমূহে 2000 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি বিকশিত হয়েছে । এবং iii. অল্পীয় ও উপ-অল্পীয় তৃণভূমি :- হিমালয় পার্বত্যাঞ্চলে 2000-3000 মিটার উচ্চতায় এরূপ তৃণভূমি অবস্থিত ।
-
Question 15 of 30
15. Question
1 pointsনিম্নের কোন অঞ্চল গন্ডোয়ানা যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত নয় ?
Correct
Note :- তামিলনাড়ুর নেভেলি অঞ্চল টার্সিয়ারী যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চল এবং ভারতের বৃহত্তম লিগনাইট খনি ।
Incorrect
Note :- তামিলনাড়ুর নেভেলি অঞ্চল টার্সিয়ারী যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চল এবং ভারতের বৃহত্তম লিগনাইট খনি ।
-
Question 16 of 30
16. Question
1 pointsনিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
Correct
Note :- ছত্তীসগঢ়ের বস্তার ও ওড়িশার কোরাপুট অঞ্চলের বিভিন্ন স্থানে টিনের প্রধান উপাদান ক্যাসিরাইটের সন্ধান পাওয়া গেছে । রাজস্থানের জয়পুর, উদয়পুর, আজমীর, ভিলওয়ালা প্রভৃতি স্থানে অভ্রবলয়গুলি অবস্থিত ।
Incorrect
Note :- ছত্তীসগঢ়ের বস্তার ও ওড়িশার কোরাপুট অঞ্চলের বিভিন্ন স্থানে টিনের প্রধান উপাদান ক্যাসিরাইটের সন্ধান পাওয়া গেছে । রাজস্থানের জয়পুর, উদয়পুর, আজমীর, ভিলওয়ালা প্রভৃতি স্থানে অভ্রবলয়গুলি অবস্থিত ।
-
Question 17 of 30
17. Question
1 pointsগান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত নিম্নের কোন তৈল অঞ্চলটি পরিচিত ?
Correct
Note :- আঙ্কেলেশ্বর তেল অঞ্চলে ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় তেলের খনি অবস্থিত । কাম্বে-লুনেজ অঞ্চল গান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত । বোম্বে হাই অঞ্চল থেকে ভারতের সর্বাধিক তেল উৎপাদিত হয় । ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল ভারতের সর্বাপেক্ষা প্রাচীন তেল উত্তোলক অঞ্চল ।
Incorrect
Note :- আঙ্কেলেশ্বর তেল অঞ্চলে ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় তেলের খনি অবস্থিত । কাম্বে-লুনেজ অঞ্চল গান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত । বোম্বে হাই অঞ্চল থেকে ভারতের সর্বাধিক তেল উৎপাদিত হয় । ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল ভারতের সর্বাপেক্ষা প্রাচীন তেল উত্তোলক অঞ্চল ।
-
Question 18 of 30
18. Question
1 pointsচম্বল প্রকল্পের কোন পর্যায়ে রানা প্রতাপ সাগর জলাধার নির্মিত হয় ?
Correct
Note :- প্রথম পঞ্চবার্ষিকীপরিকল্পনায় ভারতের বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে চম্বল নদীতে চম্বল প্রকল্পআরম্ভ হয় । সমগ্র প্রকল্পটি তিনটি পর্যায়ে বিভক্ত । এর প্রথম পর্যায়ে গাঁধীসাগর জলাধার এবং কোটা সেচবাঁধ তৈরি হয় । দ্বিতীয় পর্যায়ে রানা প্রতাপ সাগর জলাধার নির্মিত হয় এবং তৃতীয় পর্যায়ে জহর সাগর জলাধার নির্মিত হয় ।
Incorrect
Note :- প্রথম পঞ্চবার্ষিকীপরিকল্পনায় ভারতের বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে চম্বল নদীতে চম্বল প্রকল্পআরম্ভ হয় । সমগ্র প্রকল্পটি তিনটি পর্যায়ে বিভক্ত । এর প্রথম পর্যায়ে গাঁধীসাগর জলাধার এবং কোটা সেচবাঁধ তৈরি হয় । দ্বিতীয় পর্যায়ে রানা প্রতাপ সাগর জলাধার নির্মিত হয় এবং তৃতীয় পর্যায়ে জহর সাগর জলাধার নির্মিত হয় ।
-
Question 19 of 30
19. Question
1 pointsভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান কত তম ?
Correct
ভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান প্রথম । ভারত প্রতি বছর প্রায় 39 Million Hectares (মোট সেচসেবিত এলাকার 67%) জমিতে ভৌমজল উত্তোলনের মাধ্যমে সেচ করে থাকে । এক্ষেত্রে ভৌমজল দ্বারা বছরে 19 Million Hectares এবং 17 Million Hectares জমি সেচ করে চিন ও আমেরিকা যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ।
Incorrect
ভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান প্রথম । ভারত প্রতি বছর প্রায় 39 Million Hectares (মোট সেচসেবিত এলাকার 67%) জমিতে ভৌমজল উত্তোলনের মাধ্যমে সেচ করে থাকে । এক্ষেত্রে ভৌমজল দ্বারা বছরে 19 Million Hectares এবং 17 Million Hectares জমি সেচ করে চিন ও আমেরিকা যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ।
-
Question 20 of 30
20. Question
1 pointsIndian Council of Agricultural Research ভারতকে কয়টি ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে ?
Correct
Note :- Indian Council of Agricultural Research ভারতকে আটটি ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে যথাঃ A) পশ্চিম হিমালয়ের আর্দ্র অঞ্চল, B) পশ্চিম ভারতের মরুপ্রায় অঞ্চল, C) গঙ্গা-শতদ্রুর শুষ্ক সমভূমি অঞ্চল, D) পশ্চিবঙ্গ-অসমের নদী গঠিত সমভূমি অঞ্চল, E) পূর্ব হিমালয়ের আর্দ্র অঞ্চল, F) মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, G) দাক্ষিনাত্যের মালভূমি অঞ্চল এবং H) পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল ।
Incorrect
Note :- Indian Council of Agricultural Research ভারতকে আটটি ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে যথাঃ A) পশ্চিম হিমালয়ের আর্দ্র অঞ্চল, B) পশ্চিম ভারতের মরুপ্রায় অঞ্চল, C) গঙ্গা-শতদ্রুর শুষ্ক সমভূমি অঞ্চল, D) পশ্চিবঙ্গ-অসমের নদী গঠিত সমভূমি অঞ্চল, E) পূর্ব হিমালয়ের আর্দ্র অঞ্চল, F) মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, G) দাক্ষিনাত্যের মালভূমি অঞ্চল এবং H) পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল ।
-
Question 21 of 30
21. Question
1 pointsদেশের ইস্পাত বলয়ের বাইরে গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হল –
Correct
Note :- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে দেশের ইস্পাত বলয়ের বাইরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে তামিলনাড়ুর সালেমে সালেম স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে । কেন্দ্রটি 1982 এর মার্চ থেকে উৎপাদন আরম্ভ করে ।
Incorrect
Note :- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে দেশের ইস্পাত বলয়ের বাইরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে তামিলনাড়ুর সালেমে সালেম স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে । কেন্দ্রটি 1982 এর মার্চ থেকে উৎপাদন আরম্ভ করে ।
-
Question 22 of 30
22. Question
1 pointsভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিশান ট্রাক কারখানা রয়েছে –
Correct
Note :- ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিশান ট্রাক কারখানা রয়েছে জব্বলপুরে । জার্মানির MAN কোম্পানির সহযোগিতায় শক্তিমান ট্রাক নির্মাণ কারখানা গড়ে উঠেছে সম্বলপুরে । উত্তর প্রদেশের সুরজপুরে দেও মোটরস ইন্ডিয়া লিমিটেড এর পণ্যবাহী গাড়ি কারখানা এবং জমসেদপুরে টাটা মোটরস লিমিটেডের যাত্রী ও পণ্যবাহী গাড়ি কারখানা গড়ে উঠেছে ।
Incorrect
Note :- ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিশান ট্রাক কারখানা রয়েছে জব্বলপুরে । জার্মানির MAN কোম্পানির সহযোগিতায় শক্তিমান ট্রাক নির্মাণ কারখানা গড়ে উঠেছে সম্বলপুরে । উত্তর প্রদেশের সুরজপুরে দেও মোটরস ইন্ডিয়া লিমিটেড এর পণ্যবাহী গাড়ি কারখানা এবং জমসেদপুরে টাটা মোটরস লিমিটেডের যাত্রী ও পণ্যবাহী গাড়ি কারখানা গড়ে উঠেছে ।
-
Question 23 of 30
23. Question
1 pointsভারতের প্রধান কয়টি চা নিলামকেন্দ্র রয়েছে ?
Correct
Note :- ভারতের প্রধান ছয়টি চা নিলামকেন্দ্র রয়েছে যথাঃ Calcutta, Guwahati, Siliguri, Cochin, Coonoor, Coimbatore ইত্যাদি
Incorrect
Note :- ভারতের প্রধান ছয়টি চা নিলামকেন্দ্র রয়েছে যথাঃ Calcutta, Guwahati, Siliguri, Cochin, Coonoor, Coimbatore ইত্যাদি
-
Question 24 of 30
24. Question
1 pointsমালপাণ্ডরম, ইওরালী, গাদাবা ইত্যাদি কোন রাজ্যের উপজাতি ?
Correct
Note :- বিহারের কয়েকটা উপজাতি হল মুন্ডা, বীরহোর, হো ওঁরাও ইত্যাদি; ওড়িশার কয়েকটা উপজাতি হল খোণ্ড, লাম্বাডি, জাঙ্গ ইত্যাদি; গুজরাটের কয়েকটা উপজাতি হল টোডিয়া, ভিল, ডাফার, ভারলি ইত্যাদি ।
Incorrect
Note :- বিহারের কয়েকটা উপজাতি হল মুন্ডা, বীরহোর, হো ওঁরাও ইত্যাদি; ওড়িশার কয়েকটা উপজাতি হল খোণ্ড, লাম্বাডি, জাঙ্গ ইত্যাদি; গুজরাটের কয়েকটা উপজাতি হল টোডিয়া, ভিল, ডাফার, ভারলি ইত্যাদি ।
-
Question 25 of 30
25. Question
1 pointsজাতি গঠন হিসেবে ভারতীয় জনগোষ্ঠীকে H. Rishle কয়টি ভাগে বিভক্ত করেন ?
Correct
Note :- জাতি গঠন হিসেবে ভারতীয় জনগোষ্ঠীকে H. Rishle মোট সাত ভাগে বিভক্ত করেন যথাঃ তুর্কী-ইরানিয়ান জাতি, ইন্দো-আর্য জাতি, স্কিয়ো দ্রাবিড়, আর্য-দ্রাবিড়, মঙ্গোলীয়-দ্রাবিড়, মঙ্গোলয়েড এবং দ্রাবিড় । A. C. Haddon তিনটি জাতি ও আটটি উপ জাতিতে; B. S. Guha (1944) প্রধান ছয়টি ভাগে এবং J. H. Hutton আট ভাগে ভাগ করেন ।
Incorrect
Note :- জাতি গঠন হিসেবে ভারতীয় জনগোষ্ঠীকে H. Rishle মোট সাত ভাগে বিভক্ত করেন যথাঃ তুর্কী-ইরানিয়ান জাতি, ইন্দো-আর্য জাতি, স্কিয়ো দ্রাবিড়, আর্য-দ্রাবিড়, মঙ্গোলীয়-দ্রাবিড়, মঙ্গোলয়েড এবং দ্রাবিড় । A. C. Haddon তিনটি জাতি ও আটটি উপ জাতিতে; B. S. Guha (1944) প্রধান ছয়টি ভাগে এবং J. H. Hutton আট ভাগে ভাগ করেন ।
-
Question 26 of 30
26. Question
1 pointsPradhan Mantri Gram Sadak Yojana তে পার্বত্য অঞ্চলের কত সংখ্যক জনসংখ্যা যুক্ত এলাকা কে All Weather Road এর সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয় ?
Correct
Note :- 2000 সালের 25 শে ডিসেম্বর Pradhan Mantri Gram Sadak Yojana । এই পরিকল্পনায় সমতল ক্ষেত্রে 500 জন বসতি যুক্ত এবং পাহাড়ি অঞ্চলে 250 জন বসতি যুক্ত অঞ্চলকে All Weather Road এর সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয় ।
Incorrect
Note :- 2000 সালের 25 শে ডিসেম্বর Pradhan Mantri Gram Sadak Yojana । এই পরিকল্পনায় সমতল ক্ষেত্রে 500 জন বসতি যুক্ত এবং পাহাড়ি অঞ্চলে 250 জন বসতি যুক্ত অঞ্চলকে All Weather Road এর সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয় ।
-
Question 27 of 30
27. Question
1 pointsভারতের দীর্ঘতম পাইপ লাইন হল –
Correct
Note :- ভারতের দীর্ঘতম পাইপ লাইন হল হাজিরা – বিজাপুর – জগদীশপুর পাইপ লাইন । প্রধানতঃ গ্যাস পরিবহনের উদ্দেশ্যে এই পাইপ লাইনটি ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্রের হাজিরা থেকে মধ্যপ্রদেশের বিজাপুর হয়ে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার জগদীশপুর পর্যন্ত বিস্তৃত । এর দৈর্ঘ্য 1750 কিঃমিঃ । নাহারকাটিয়া – নুনমাটি পাইপ লাইনটি ভারতের প্রথম পাইপ লাইন ।
Incorrect
Note :- ভারতের দীর্ঘতম পাইপ লাইন হল হাজিরা – বিজাপুর – জগদীশপুর পাইপ লাইন । প্রধানতঃ গ্যাস পরিবহনের উদ্দেশ্যে এই পাইপ লাইনটি ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্রের হাজিরা থেকে মধ্যপ্রদেশের বিজাপুর হয়ে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার জগদীশপুর পর্যন্ত বিস্তৃত । এর দৈর্ঘ্য 1750 কিঃমিঃ । নাহারকাটিয়া – নুনমাটি পাইপ লাইনটি ভারতের প্রথম পাইপ লাইন ।
-
Question 28 of 30
28. Question
1 pointsএখনো পর্যন্ত ভারতে কয়টি BRICS সম্মেলন হয়েছে ?
Correct
Note :- এখনো পর্যন্ত ভারতে BRICS সম্মেলন হয়েছে দুটি, প্রথমটি চতুর্থ BRICS সম্মেলন নামে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এর পৌরোহিত্যে 2012 সালের 29 শে মার্চ এবং দ্বিতীয় বার অষ্টম BRICS সম্মেলন হিসাবে 2016 সালের 15-16 ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে ।
Incorrect
Note :- এখনো পর্যন্ত ভারতে BRICS সম্মেলন হয়েছে দুটি, প্রথমটি চতুর্থ BRICS সম্মেলন নামে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এর পৌরোহিত্যে 2012 সালের 29 শে মার্চ এবং দ্বিতীয় বার অষ্টম BRICS সম্মেলন হিসাবে 2016 সালের 15-16 ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে ।
-
Question 29 of 30
29. Question
1 points1965 সালে S. P. Chatterjee ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে কয়টি মুখ্য অঞ্চলে বিভক্ত করেন ?
Correct
Note :- 1965 সালে S. P. Chatterjee ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে সাতটি মুখ্য অঞ্চল, 21 টি গৌণ অঞ্চল এবং বেশকিছু উপ অঞ্চলে বিভক্ত করেন । R. L. Singh তাঁর “India, A Regional Geography” নামক গ্রন্থে ভারতকে 28 টি বৃহৎ অঞ্চলে বিভক্ত করেন এবং ভৌগোলিক Spate 35 টি প্রধান ভাগে ভারতকে বিভক্ত করেন ।
Incorrect
Note :- 1965 সালে S. P. Chatterjee ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে সাতটি মুখ্য অঞ্চল, 21 টি গৌণ অঞ্চল এবং বেশকিছু উপ অঞ্চলে বিভক্ত করেন । R. L. Singh তাঁর “India, A Regional Geography” নামক গ্রন্থে ভারতকে 28 টি বৃহৎ অঞ্চলে বিভক্ত করেন এবং ভৌগোলিক Spate 35 টি প্রধান ভাগে ভারতকে বিভক্ত করেন ।
-
Question 30 of 30
30. Question
1 pointsনিম্নের কোন কৃষি অঞ্চলের জোড় টি ঠিক নেই ?
Correct
Note :- ভারতীয় কৃষি বিশারদ ডঃ যশবীর সিং শষ্যের উপর ভিত্তি করে কৃষি অঞ্চলকে 12 টি প্রধান এবং 60 টি উপপ্রধান অঞ্চলে ভাগ করেছেন । প্রধান অঞ্চলগুলি হল i. ধান অঞ্চল :- পশ্চিমবঙ্গ, ওড়িশা, পূর্ব ও পশ্চিম উপকূল; ii. জোয়ার অঞ্চল দঃ-পূর্ব মহারাষ্ট্র, পঃ অন্ধ্র, কর্নাটক, পঃ মধ্যপ্রদেশ; iii. বাজরা অঞ্চল :- রাজস্থান, কচ্ছ উপদ্বীপ, মহারাষ্ট্র; iv. গম অঞ্চল :- পঞ্জাব, হরিয়ানা, বিন্ধ্যচল; v. কার্পাশ অঞ্চল :- মহারাষ্ট্র, গুজরাট, মালব; vi. তৈলবীজ অঞ্চল :- কাথিয়াবাড় অঞ্চল, দঃ অন্ধ্র, তামিলনাড়ু; vii. ডাল অঞ্চল :-বুন্দেল খণ্ড; viii. ভুট্টা অঞ্চল :- কাশ্মীর, পূর্ব রাজস্থান; ix. রাগি অঞ্চল :- দক্ষিণ কর্নাটক, x. বার্লি অঞ্চল :- উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, xi. ফল অঞ্চল :- দঃ কেরালা, কাশ্মীর এবং xii.:- চা অঞ্চল :- উঃ-পূর্ব ভারত, নিলিগিরি ।
Incorrect
Note :- ভারতীয় কৃষি বিশারদ ডঃ যশবীর সিং শষ্যের উপর ভিত্তি করে কৃষি অঞ্চলকে 12 টি প্রধান এবং 60 টি উপপ্রধান অঞ্চলে ভাগ করেছেন । প্রধান অঞ্চলগুলি হল i. ধান অঞ্চল :- পশ্চিমবঙ্গ, ওড়িশা, পূর্ব ও পশ্চিম উপকূল; ii. জোয়ার অঞ্চল দঃ-পূর্ব মহারাষ্ট্র, পঃ অন্ধ্র, কর্নাটক, পঃ মধ্যপ্রদেশ; iii. বাজরা অঞ্চল :- রাজস্থান, কচ্ছ উপদ্বীপ, মহারাষ্ট্র; iv. গম অঞ্চল :- পঞ্জাব, হরিয়ানা, বিন্ধ্যচল; v. কার্পাশ অঞ্চল :- মহারাষ্ট্র, গুজরাট, মালব; vi. তৈলবীজ অঞ্চল :- কাথিয়াবাড় অঞ্চল, দঃ অন্ধ্র, তামিলনাড়ু; vii. ডাল অঞ্চল :-বুন্দেল খণ্ড; viii. ভুট্টা অঞ্চল :- কাশ্মীর, পূর্ব রাজস্থান; ix. রাগি অঞ্চল :- দক্ষিণ কর্নাটক, x. বার্লি অঞ্চল :- উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, xi. ফল অঞ্চল :- দঃ কেরালা, কাশ্মীর এবং xii.:- চা অঞ্চল :- উঃ-পূর্ব ভারত, নিলিগিরি ।

বইটি কেবলমাত্র প্রাইম মেম্বারদের জন্য। যারা প্রাইম মেম্বারশীপ নিয়েছেন বা নিবেন তাদের Postal Address বইটি parcel করে দেওয়া হবে। প্রাইম মেম্বার মাত্র 500 টাকার বিনিময়ে হ্যান্ড বুকটি সংগ্রহ করতে পারবেন ।
SLST GEOGRAPHY STUDY MATERIAL
- “SLST GEOGRAPHY SYLLABUS & EXAM PATTERN”
- “SLST GEOGRAPHY MCQ”
- “SLST GEOGRAPHY SAQ”
- ভূ-গাঠনিক বিদ্যার ৩১৫টি প্রশ্ন ও উত্তর
- ভূমিরূপ বিদ্যার ৫০০টি প্রশ্ন ও উত্তর
- জলবায়ু বিদ্যার ২০০টি প্রশ্ন ও উত্তর
- মহীসঞ্চালন তত্ত্ব ও সমস্থিতির ১০০টি প্রশ্ন ও উত্তর
- Remote Sensing ও GIS -এর ১০০টি প্রশ্ন ও উত্তর