প্রতি বছরই সরে যাচ্ছে কর্কটক্রান্তি রেখা
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: পৃথিবীর উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। কিন্তু এই কর্কটক্রান্তি রেখাটি প্রতি বছর সরে যাচ্ছে। আমরা জানি যে, কর্কটক্রান্তি রেখা বাংলার নদীয়া, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উপর দিয়ে গিয়েছে । আমরা কৃষ্ণনগরের কাছে বাহাদুরপুর গেলে দেখতে পাব যে, এক জায়গায় খুঁটিটে লেখা আছে – “YOU ARE NOW CROSSING TROPIC OF CANCER”
তোমরা কি জানো, সেই খুঁটিটির অবস্থান প্রতিবছর পরিবর্তন ঘটছে । আমরা যদি আজ সেই খুঁটি দেখে আসি তাহলে আমরা যে স্থানে দেখব, পরের বছর দেখব সেই স্থানে আর নেই, একটু সরে গেছে । অনেক সময় কোনো ভূগোলের students সেখানে গিয়ে GPS গ্রাহক যন্ত্রের সাহায্যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেপে আবার সঠিক জায়গায় পুঁতে দিচ্ছে । কিন্তু প্রশ্ন হল – কেন খুঁটিটির অবস্থান পরিবর্তন ঘটছে ?
আসলে প্রতিবছর কর্কটক্রান্তি রেখা একটু একটু করে সরে যাচ্ছে । পৃথিবী তার উল্লম্বরেখা অর্থাৎ অক্ষের সাথে সাড়ে তেইশ ডিগ্রী কোণে অবস্থান করে । আসলে এটি গড় অবস্থান । একচল্লিশ হাজার বছর অন্তর এটি 22.1 – 24.5 ডিগ্রী ব্যবধানে থাকে । পৃথিবীর উল্লম্বরেখার পরিবর্তন হয় বলেই কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত রেখা একটু একটু করে সরে যায় ।
-সৌরভ সরকার ।।
karon ta jana incomplete thaklo, eitukui jothesto noy je prithibi ajjo poribortonshil tai earth-er vetore poriborton cholche and shape change hoye jete pare by long time. and now earth goring as a child, earth – er pet mota hochhe!!! :)