“Statistical and Cartographic Techniques” SAQ

প্রথম পর্ব

১) অ্যাটলাস শব্দটির অর্থ কি?
উঃ মানচিত্রের বই।
২) ভারতের কোন সংস্থা বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করে?
উঃ NATMO
৩) ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচকমানচিত্র প্রস্তুত করে?
উঃ সার্ভে অফ ইন্ডিয়া।
৪) ক্যাডাস্ট্রাল মানচিত্রের অপর নাম কি?
উঃ মৌজা মানচিত্র।
৫) মৌজা/ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল কত?
উঃ ১:৩৯৬০
৬) কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন?
উঃ অ্যানাক্সিমিন্ডার।
৭) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানচিত্র বিশারদ কাকে বলা হয়?
উঃ আলইদ্রিসি।
৮) মানচিত্রে দূরত্ব নির্নয় করার জন্য কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়?
উঃ রোটামিটার।
৯) কোন যন্ত্রের সাহায্যে মানচিত্র ছোটো বড়ো করা হয়?
উঃ প্যান্টোগ্রাফ।
১০) মানচিত্র কোন এলাকার আয়তন নির্ধারনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উঃ প্লানিমিটার।
১১) মানচিত্রে বড়ো স্কেলের R.F. কত?
উঃ ১:৩৯৬০ (মৌজা মানচিত্র)
১২) মানচিত্রে মাঝারি স্কেলের R.F. কত?
উঃ ১:৫০,০০০
১৩) মানচিত্রে ছোটো স্কেলের R.F. কত?
উঃ ১:১০০০০০০
১৪) কে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন?
উঃ রবার্ট পিয়েরি ভার্নিয়ার।
১৫) R.F.এর পুরো নাম কি?
উঃ Representative Fraction
১৬) স্বাক্ষরতা বন্টনের মানচিত্র কোন প্রকার ম্যাপ?
উঃ বিষয়ভিত্তিক বা থিমেটিক ম্যাপ।
১৭) বিভিন্ন রং এর ব্যবহারে তৈরি মানচিত্র কে বি বলে?
উঃ কোরোক্রোমাটিক মানচিত্র।
১৮) কোন যন্ত্রের সাহায্যে ত্রিমাত্রিক কোনো দৃশ্যকে দ্বিমাত্রিক করে মানচিত্র অঙ্কন করা হয়?
উঃ স্টিরিওস্কোপ।
১৯) মানচিত্র অঙ্কনে সর্বাধিক প্রয়োজনীয় কি?
উঃ স্কেল।
২০) টোপোগ্রাফিক মানচিত্রের R.F. কত হয়?
উঃ ১:৫০,০০০
২১) এইডোগ্রাফ কি?
উঃ মানচিত্র ছোটো-বড়ো করার যন্ত্র।
২২) বেঞ্চমার্ক কি?
উঃ ভূপৃষ্ঠ থেকে কোন বিন্দুর সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা প্রকৃত উচ্চতা।
২৩) স্পট হাইট কি?
উঃ মানচিত্র কোন স্থান বিন্দুর সমুদ্রপৃষ্ঠ থেকে দেখানো উচ্চতা।
২৪) সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন।
২৫) কত সালে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়?
উঃ 1767
২৬) আন্তর্জাতিক টোপোগ্রাফিক মানচিত্র সিরিজে, সমগ্র পৃথিবীকে কয়টি টোপোশিটে ভাগ করা হয়েছে?
উঃ ২২২২ টি।
২৭) মিলিয়ন শিট টোপোম্যাপের R.F. কত?
উঃ ১:১০০০০০০
২৮) ডিগ্রি শিট টোপোম্যাপের R.F. কত?
উঃ ১:১০০০০০
২৯) ১৫ মিনিট শিট টোপোম্যাপের R.F. কত?
উঃ ১:৫০০০০
৩০) মিলিয়ন শিট টোপোম্যাপের অক্ষাংশ & দ্রাঘিমা গত বিস্তার কত?
উঃ ৪ ডিগ্রি × ৪ ডিগ্রি।
৩১) ডিগ্রি শিট টোপোম্যাপের অক্ষাংশ & দ্রাঘিমাগত বিস্তার কত?
উঃ ১ ডিগ্রি × ১ ডিগ্রি।
৩২) ভারতের রাশিবিজ্ঞানের জনক কে?
উঃ প্রশান্তচন্দ্র মহালানবিশ।
৩৩) তথ্যের শ্রেনি কয় প্রকার & কিকি?
উঃ ২ প্রকার — গুনগত & সংখ্যামূলক।
৩৪) একটি গুনগত তথ্যের উদাহরন দাও।
উঃ নাম, ঠিকানা, বর্ন, জাতি।
৩৫) একটি সংখ্যামূলক তথ্যের উদাহরন দাও।
উঃ ব্যক্তির বয়স, উচ্চতা।
৩৬) কোনো রাশিতথ্যের সংক্ষিপ্তকরনের জন্য নির্দিষ্ট পার্থক্য অনুসারে ভাগ করা কে কি বলে?
উঃ শ্রেনি।
৩৭) যখন রাশিতথ্যের কোনো শ্রেনীর উর্দ্ধসীমানা ও তার পরবর্তী নিম্নসীমানার মধ্যে পার্থক্য থাকে, তাকে কি বলে?
উঃ শ্রেণী সীমা বা Class Limit
৩৮) একটি শ্রেণীসীমার উদাহরন দাও।
উঃ ৭০০-৮০০, ৮০১-৯০০, ৯০১-১০০০
৩৯) যখন রাশিতথ্যের কোনো শ্রেনীর উর্দ্ধসীমানা & তার পরবর্তী নিম্নসীমানার মধ্যে পার্থক্য থাকে না, তাকে কি বলে?
উঃ শ্রেনী সীমানা বা Class Boundary
৪০) একটি শ্রেণী সীমানার উদাহরন দাও।
উঃ ৭০০-৮০০, ৮০০-৯০০, ৯০০-১০০০
৪১) একটি শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার পার্থক্যকে কি বলে?
উঃ শ্রেণী ব্যবধান বা Class Interval
৪২) ৭০০-৮০০ এর শ্রেণী ব্যবধান কত?
উঃ ১০০
৪৩) Statistics শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ ব্যারন বাইলফেল্ড।
৪৪) যে চলকের মানকে ভগ্নাংশে নয়, শুধুমাত্র পূর্নসংখ্যায় দেখানো যায়, তাকে কি বলে?
উঃ বিচ্ছিন্ন চলক।
৪৫) যে চলকের মানকে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় দেখানো যায়, তাকে কি বলে?
উঃ অবিচ্ছিন্ন চলক।
৪৬) যেসব উপাদান বা রাশির মান পরিবর্তন হয় না, তাকে কি বলে?
উঃ ধ্রুবক।
৪৭) একটি ধ্রুবকের উদাহরন দাও।
উঃ সপ্তাহের দিনসংখ্যা ৭ টি।
৪৮) একটি বিচ্ছিন্ন চলকের উদাহরন দাও।
উঃ পরিবারের লোকসংখ্যা।
৪৯) একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরন দাও।
উঃ বৃষ্টিপাত।
৫০) PIXEL কথাটির অর্থ কি?
উঃ Picture (PIX) Element.

দ্বিতীয় পর্ব

1. একটি মানচিত্রের RF 1:50000 হলে এবং আয়তনকে 1/9 ভাগ ছোট করা হলে, তার RF হবে = 1:150000

2. জমির মালিকানা জানা যায় – মৌজা মানচিত্র দ্বারা ।

3. ভূমির ঢাল জানা যায় – সমোন্নতি মানচিত্রের দ্বারা ।
4. ডাম্পিলেভেল যন্ত্রের দ্বারা – ভূমির উচ্চতা জানা যায় ।
5. আঞ্চলিক সীমানা জানা যায় – রাজনৈতিক মানচিত্র দ্বারা ।
6. কোনো অঞ্চলের কৌণিক মান মান জানা যায় – Prismatic Compass -এর দ্বারা ।
7. Transit Theodolite -এ ব্যবহৃত হয় – ভার্নিয়ার স্কেল ।
8. মানচিত্র অঙ্কন বিদ্যার কলাকৌশলকে বলে – কার্টোগ্রাফি ।
9. ভারতে ভূবৈচিত্র্যসূচকমানচিত্রের সূচক সংখ্যা = 39 থেকে 91 পর্যন্ত ।
10. ভূবৈচিত্র্যসূচকমানচিত্র আঁকা হয় – ইন্টারন্যাশনাল মডিফায়েড Projection -এ ।
11. গ্রিক শব্দ Topos -এর অর্থ হল – স্থান এবং Grapho -এর অর্থ হল – আমি আঁকি ।
12. কলকাতায় থিমেটিক ম্যাপ তৈরির দায়িত্বে আছে – NATMO ।
13. যে মানচিত্রে এক বা একাধিক রঙের সাহায্যে ভৌগোলিক উপাদানের বণ্টন দেখানো হয়, তাকে – কোরোক্রোমেটিক ম্যাপ বলে ।
14. যে মানচিত্রে বিভিন্ন চিহ্ন বা অক্ষর সংকেতের সাহায্যে ভৌগোলিক উপাদানের বণ্টন দেখানো হয়, তাকে কোরোস্কিমেটিক মানচিত্র বলে ।
15. নক্ষত্র চিত্রকে – উইন্ড রোজ বলে ।
16. সমহারে মানের হ্রাসবৃদ্ধি অনুযায়ী দুটি বিন্দুর অন্তর্বর্তী স্থানের মাননির্ণয়কে – ইন্টারপোলেশন বলে ।
17. একটি মাত্রাহীন মানচিত্রের নাম হল – Dot Map.
18. একটি দ্বিপাক্ষিক মানচিত্রের উদাহরণ হল – Flow Map বা প্রবাহচিত্র ।
19. একটি ত্রিমাত্রিক মানচিত্রের নাম হল – ঘনক চিত্র ।
20. রোমানদের 12 খণ্ডে অঙ্কিত মানচিত্রগুলিকে বলে – Tabula ট্যাবুলা ।
21. কোনো মানচিত্রে অভিক্ষেপের সবচেয়ে মধ্যবর্তী দ্রাঘিমা রেখাকে বলে – Central Meridian .
22. NATMO এর পুরো নাম হল – National Atlas and Thematic Map Organisation .
23. ঢালের নতি মাপার যন্ত্রের নাম – ক্লাইনোমিটার ।
24. উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হল – Pixel .
25. GIS কথাটির পুরো নাম হল – Geographical Information System .
26. Survey of India 1767 সালে স্থাপিত হয় । এই সংস্থার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত ।
27. ভারতীয় সিরিজের মানচিত্রগুলির R.F. = 1 : 10,00,000 ।
28. আন্তর্জাতিক সিরিজের মানচিত্রগুলিকে মিলিয়ন শিট বলে ।
29. পৃথিবীর দুটি গোলার্ধের মোট মিলিয়ন শিটের সংখ্যা হল 2222 টি ।
30. টপোশিটে সমোন্নতি রেখাগুলি 20 মিটার বা 10 মিটার ব্যবধানে টানা থাকে ।

-সৌরভ সরকার।। 

©Mission Geography India.

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত