আজ বিশ্ব জল দিবস
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: আজ ২২ শে মার্চ বিশ্ব জল দিবস (World Water Day)। জল আমাদের জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারেনা। পৃথিবীতে মোট জলের পরিমান প্রায় ১৩৮.৬ কোটি ঘন কিমি। এর মধ্যে মোট লবণাক্ত জল ১৩৫.১ কোটি ঘন কিমি এবং মিষ্টি জল মাত্র ৩.৫ কোটি ঘন কিমি। United Nations এর সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীর ৭৬০ কোটি মানুষের ব্যবহারের উপযোগী জলের পরিমাণ এই সময় মাত্র ২ লক্ষ ঘন কিমি। সুতরাং, জল সংকটের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে জলকে সংরক্ষণ করা খুব প্রয়োজন।
পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রতিটি মানুষ প্রতি দিন গড়ে ৩ থেকে ৫ লিটার জল পান করেন। তবে আমরা প্রতি দিন যে পরিমাণ জল পান করি তার বেশির ভাগ অংশই খাদ্যের সঙ্গে সম্পৃক্ত।
১৯৯২ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস (World Day for Water বা World Water Day) হিসেবে ঘোষণা করে। অর্থাৎ এছর ২৫ বছরে পদার্পণ করলো। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (UNCED) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
বিশ্ব জল দিবস ২০১৮ সালের থিম হল – ‘Nature for Water’। ২০০৫ সাল থেকে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জল দশক ছিল ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত, যার থিম ছিল — “Water For Life”।
WHO এর মতে, প্রতিবছর দূষিত ও অস্বাস্থ্যকর পানীয় জল ব্যবহার করে ৮.৫ লক্ষ মানুষ প্রাণ হারান। সুতরাং বিশ্বের নাগরিক হিসেবে আজ জলদিবসে আসুন সবাই জল সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ হই।
-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।