ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-২ || ২০০টি প্রশ্ন ও উত্তর

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

ভূগোলের জিকে ভাণ্ডার

1. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ লিওপারগেল।

2. পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ নাঙ্গা পর্বত।

3. মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ মাউন্ট এভারেস্ট।

4. পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ কাঞ্চনজঙ্ঘা।

5. পশ্চিম হিমালয় কয় ভাগে বিভক্ত ও কিকি?
উঃ ৩ ভাগে– কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়।

6. পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ বানিহাল, জোজিলা, পীরপঞ্জাল, কারাকোরাম।

7. কোন দুই পর্বতশ্রেণির মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
উঃ জাস্কর ও পীরপঞ্জাল।

8. কাশ্মীর হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ জাস্কর ও পীরপঞ্জাল।

9. পাঞ্জাব ও হিমাচল হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ ধৌলাধর।

10. কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়?
উঃ ডাল লেক।

11. পূর্ব হিমালয় কয় ভাগে বিভক্ত ও কিকি?
উঃ তিন ভাগে — সিকিম-দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুনাচল হিমালয়।

12. সিকিম-দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ কাঞ্চনজঙ্ঘা।

13. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ সন্দাকফু (সিকিম-দার্জিলিং হিমালয় পর্বত)।

14. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ কাঞ্চনজঙ্ঘা (বর্তমানে K2 পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত)।

15. সিকিম-দার্জিলিং হিমালয়ের প্রধান হিমবাহ কোনটি?
উঃ জেমু।

16. সিকিম-দার্জিলিং হিমবাহের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ নাথুলা, বুমলা।

17. ভুটান হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
উঃ মাসাংকিংডু।

18. ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ চমোলারী।

19. ভুটান হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কিকি?
উঃ লিংসিলা, ইউলিলা।

20. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ নামচারবাওয়া।

21. মাসাই কাদের বলা হয়?
উঃ কেনিয়ার যাযাবর উপজাতি কে।

22. পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয়?
উঃ মস্কো।

23. বাতাসের শহর (Windy City) কাকে বলা হয়?
উঃ শিকাগো।

24. ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কি?
উঃ কান্দালা।

25. কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য আছে?
উঃ মধ্যপ্রদেশ।

26. ‘প্রয়াগ রাজ’ কোন শহরের পরিবর্তিত নামকরণ?
উঃ এলাহাবাদ।

27. ভারতের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উঃ কটক।

28. Hobby Farming কোন কৃষিকে বলে?
উঃ বাজারভিত্তিক বাগান কৃষিকে।

29. ভারতের আধুনিক জনগণনার জনক হিসাবে কে পরিচিত?
উঃ হান্টার।

30. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের ছোট নগর হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন শহর?
উঃ হালি শহর।

31. পৌর জনসংখ্যা বেশি ভারতের কোন রাজ্যে?
উঃ মহারাষ্ট্র।

32. ছত্তিশগড় রাজ্য কোন শিল্পে উন্নত?
উঃ পর্যটন শিল্পে।

33. কত সালে ভারতে প্রথম রেলপথ পরিবহন শুরু হয়?
উঃ 1853 সালে।

34. কত সালে Air India গঠিত হয়?
উঃ 1950 সালে।

35. বাণিজ্যিক ভাবে ফল ও বীজের উৎপাদনের কৃষিকে কি বলে?
উঃ অরচার্ড কৃষি (Orchard Farming) ।

36. মোচা কফি কাকে বলা হয়?
উঃ আরবীয় কফিকে।

37. ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃ ড. অরূপ কৃষ্ণণ।

38. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থানের ভরতপুরে।

39. পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উঃ আমেরিকার ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক।

40. কোন মাটিতে Honey Comb দেখা যায়?
উঃ ল্যাটেরাইট।

41. ভারতের জীবনরেখা কাকে বলা হয়?
উঃ রেলপথকে (Indian Railways) ।

42. উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়?
উঃ জলপথকে।

43. ‘জলপাই এর দেশ’ কাকে বলা হয়?
উঃ স্পেন।

44. দেশের বৃহত্তম কাগজকল রয়েছে কোথায়?
উঃ বল্লালপুর (মহারাষ্ট্র)।

45. OPEC এর সদর দপ্তর কোথায়?
উঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে।

46. পৃথিবীর কোন দেশে কোনো রেলপথ নেই?
উঃ ভুটান ও আফগানিস্তান।

47. ভারতের গভীরতম বন্দর কোনটি?
উঃ ওড়িশার পারাদ্বীপ।

48. ভারতের হাইটেক বন্দর বলা হয় কাকে?
উঃ মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু বন্দর।

49. ভারতের একটি নদী বন্দরের নাম কী?
উঃ কলকাতা বন্দর।

50. ভারতের দীর্ঘতম খালপথ কোনটি?
উঃ তামিলনাড়ুর বাকিংহাম।

51. বিশ্বের দীর্ঘতম খালপথ কোনটি?
উঃ সুয়েজ খাল।

52. বিশ্বের সর্ববৃহৎ উপগ্রহহীন দূরদর্শন কোনটি?
উঃ ভারতের জাতীয় দূরদর্শন।

53. ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা কোনটি?
উঃ Press Trust of India (PTI) ।

54. বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উঃ চিকাগো।

55. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
উঃ নিউইয়র্ক।

56. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি?
উঃ বাংগাড।

57. পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব হয় কোথায়?
উঃ মেক্সিকো।

58. ভারতের মক্কা কাকে বলা হয়?
উঃ সুরাট।

59. চির বসন্তের শহর কাকে বলা হয়?
উঃ ব্যাঙ্গালুরু।

60. ব্যাঙ্গালুরু শহরের জনক কে?
উঃ রামাকৃষ্ণ বালিগা।

61. ভারতে ইন-সিটু পদ্ধতিতে বাঘ সংরক্ষণের একটি স্থানের নাম লিখ।
উঃ) দুধওয়া।

62. ভারতের সমুদ্রপথের আবিষ্কারক কারা ?
উঃ) পূর্তগিজরা।

63. কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত ?
উঃ) তামিলনাড়ুতে।

64. পূর্বঘাট পর্বতের ভেলিকাণ্ডা পাহাড় কোথায় অবস্থিত ?
উঃ) অন্ধ্রপ্রদেশে।

65. ITPO এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Indian Trade Promotion Organisation।

66. বক্সাইট কোন ধাতুর আকরিক ?
উঃ) অ্যালুমিনিয়াম।

67. তামিলনাড়ু উপকূলের দৈর্ঘ্য কত ?
উঃ) 720 কিঃমিঃ।

68. কোন কোন নদী খোলা পয়ঃপ্রণালী নামে পরিচিত ?
উঃ) গঙ্গা ও যমুনা।

69. পালঘাট কোন দুটি রাজ্যের সংযোগ কারী গিরিপথ ?
উঃ) কেরালা ও তামিলনাড়ু।

70. মুম্বাই হাই ওয়েলফিল্ড কোথায় অবস্থিত ?
উঃ) আরব সাগরের শৈলপার্সস্থ মহাদেশীয় ধাপে।

71. এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কি
উঃ) কুঞ্চিকূল।

72. স্বাধীনতার পর ভারতে কোন বন্দর প্রথম তৈরী হয় ?
উঃ) কাণ্ডালা।

73. হিমালয়ের কোন অংশ হিমাদ্রি নামে পরিচিত ?
উঃ) বৃহত্তর হিমালয়।

74. ভারতের কোন রাজ্যের উত্তরে পার্বত্যাঞ্চল ও দক্ষিণে সমুদ্র অবস্থিত ?
উঃ) পশ্চিমবঙ্গ।

75. পশ্চিমবঙ্গের সাথে কটি আন্তর্জাতিক সীমানা যুক্ত ?
উঃ) তিনটি।

76. ভারতের ইকোলজিক্যাল হটস্পট কাকে বলে ?
উঃ) পশ্চিমঘাট পর্বতমালা কে।

77. ইন্দিরাপয়েন্ট ভারতের কোন ভূখণ্ডে অবস্থিত ?
উঃ) গ্রেটনিকোবরে।

78. কাঞ্চনজঙ্ঘার কয়টি শৃঙ্গ ভারতে অবস্থিত ?
উঃ) তিনটি।

79. বিশ্বের নবীনতম দেশের নাম কি ?
উঃ) দক্ষিণ সুদান।

80. আরাবল্লি পর্বত কয়টি রাজ্যে অবস্থিত ?
উঃ) চারটি।

81. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ আয়নো স্তর থেকে।

82. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও।
উঃ ধানের খড়।

83. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ 1:2,50,000

84. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লেখ।
উঃ পেরাম্বুর।

85. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ হিমরেখা।

86. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ।
উঃ হিমাচল প্রদেশ।

87. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ লোয়েস।

88. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ নাইট্রোজেন।

89. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ সিয়াচেন।

90. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে।

91. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ স্তূপ পর্বত।

92. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ মরু মাটিতে।

93. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ গম।

94. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ দক্ষিণ ভারতে।

95. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ পশ্চিমবঙ্গে।

96. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ পর্যায়ন।

97. ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ ঘন লাল (Dark Red)।

98. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ পলিমৃত্তিকা।

99. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ আনাইমুদি।

100. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ মন্থকূপ।

101. ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ দিল্লির পুষাতে।

102. “পৃথিবীর কফি পাত্র” বলা হয় কাকে?
উঃ ব্রাজিলকে।

103. ভিটিকালচার কাকে বলে?
উঃ আঙুর চাষকে।

104. আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ বাংলাদেশের ঢাকাতে।

105. কল্পতরু বৃক্ষ বা জীবন বৃক্ষ কাকে বলে?
উঃ নারকেলকে।

106. “রাশিয়ার ম্যাঞ্চেস্টার” কাকে বলা হয়?
উঃ ইভানোভাকে।

107. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ দেরাদুনে।

108. চিপকো আন্দোলন কোন গ্রামে শুরু হয়?
উঃ দশালী।

109. ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম কি?
উঃ মোরাম।

110. বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের নাম কি?
উঃ যমুনা ।

111. ভারতে জল সংরক্ষণে প্রথম রাজ্য কোনটি?
উঃ তামিলনাড়ু।

112. “হিমালয়” কথার অর্থ কি?
উঃ বরফের গৃহ।

113. ভারতের বৃহত্তম কয়াল কোনটি?
উঃ ভেমবানাদ।

114. কারেওয়া কিসের জন্য বিখ্যাত?
উঃ জাফরান চাষের জন্য।

115. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলে?
উঃ ধান্দ।

116. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ কেরলের মাহে।

117. ভারতের শুষ্কতম স্থান কোনটি?
উঃ রাজস্থানের জয়সলমির।

118. ভারতের উষ্ণতম স্থান কোনটি?
উঃ শ্রীগঙ্গানগর।

119. ভারতের শীতলতম স্থান কোনটি?
উঃ লাদাখের দ্রাস।

120. ভারতের কোন উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে?
উঃ মালাবার উপকূলে।

121.বিশ্বের বৃহত্তম গুহা কোনটি?
উঃ হোলাক গুহা।

122. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
উঃ আর্যভট্ট ।

123. বিশ্বে প্রথম ডাক ব্যবস্থার সূচনা হয় কোথায়?
উঃ ৯০০ খ্রিস্টাব্দে চীনে।

124. ‘Y’ আকৃতির শক্তিপ্রবাহ মডেলটির প্রবর্তন করেন কে?
উঃ ওডাম।

125. কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উঃ প্রেইরি অঞ্চল ।

126. কোন স্কেলের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়?
উঃ ব্যুফেট।

127. টর্নেডোর তীব্রতামাপক স্কেলের নাম কি?
উঃ F. Scale

128. টর্নেডোর রাজধানী কাকে বলা হয়?
উঃ USA কে।

129. নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে?
উঃ খাদার।

130. নদী তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলে?
উঃ ভাঙ্গর।

131. ভারতের বননীতি কত সালে গৃহীত হয়?
উঃ ১৮৯৪ সালে।

132. কে প্রথম পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলেছিলেন?
উঃ জেমস হ্যনসেন।

133. সূর্যকিরণে উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয়?
উঃ পেলাজিক।

134. রাজস্থানের হ্রদের শহর কোনটি?
উঃ উদয়পুর।

135. গমের সাথে আমাদের দেশে কোন বিষাক্ত গাছ ছড়িয়ে পড়েছে?
উঃ পার্থেনিয়াম হিস্টেরোফোরাস।

136. ভূতাপ শক্তি উৎপাদনে সর্বাপেক্ষা অগ্রণী দেশ কোনটি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

137. কর্ণাটকে যে চিপকো আন্দোলন হয় তার অপর নাম কি?
উঃ আপিক্কো।

138. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ NH-2

139. পর্বতগাত্র ও হিমাবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে?
উঃ বার্গস্রুন্ড।

140. ‘তুষার ভক্ষক’ বলা হয় কোন স্থানীয় বায়ুকে?
উঃ চিনুক।

141. সর্বোচ্চ স্তরের মেঘের নাম কি ?
উঃ সিরাস।

142. পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ মরুভূমি অধ্যুষিত ?
উঃ 16 শতাংশ।

143. চারণ (Charon) কি ?
উঃ প্লুটোর উপগ্রহ।

144. মোরেন কি ?
উঃ হিমবাহ বাহিত বস্তুপুঞ্জ।

145. সূর্যের উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সর্বাধিক ?
উঃ হাইড্রোজেন।

146. মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করেন ?
উঃ 1969 সালের 21 সে জুলাই।

147. বাদা কি ?
উঃ সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি।

148. ম্যাসানজোড় বাঁধের অপর নাম কি ?
উঃ কানাডা বাঁধ।

149. IST ও GMT এর মধ্যে সময়ের পার্থক্য কত ?
উঃহ5 ঘন্টা 30 মিনিট।

150. দাহনা কি ?
উঃ বালিয়াড়ি।

151. হিভিয়া কি ?
উঃ রাবার গাছের প্রজাতি।

152. ব্ল্যাক ফরেস্ট কি ?
উঃ স্তূপ পর্বত।

153. চিরহরিৎ বনের অপর নাম কি ?
উঃ ট্রপিক্যাল ফরেস্ট।

154. ভারতের কোন উপকূল কোঙ্কন উপকূল নামে পরিচিত ?
উঃ পশ্চিম উপকূল।

155. ভারতের সর্বপ্রাচীন তৈল শোধনাগার কোনটি ?
উঃ ডিগবয়।

156. বিশ্বে মোট টাইমজোনের সংখ্যা কত ?
উঃ 36 টি।

157. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি ?
উঃ অস্ট্রেলিয়ার মালভূমি।

158. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদয়ন এর নাম কি ?
উঃ কেইবুল লামজো।

159. কোন স্রোত তিনটি মহাসাগরেই বিদ্যমান ?
উঃ নিরক্ষীয় প্রতিস্রোত।

160. ভাগীরথী ও অলকানন্দার মিলন স্থল কি নামে পরিচিত ?
উঃ দেব প্রয়াগ।

161. বরেন্দ্র ভূমি কোন নদীর সাথে যুক্ত ?
উঃ মহানন্দা।

162. শিবালিক নদী বিন্যাস তত্বের প্রবক্তা কে
উঃ পিলগ্রিম।

163. কারেওয়া কোন নদীর সাথে যুক্ত ?
উঃ ঝিলাম।

164. কবে ভারতে বহুমুখী নদী পরিকল্পনার সূচনা হয় ?
উঃ 1948 সালে।

165. West Bengal Industrial Development Corporation Ltd. কবে গঠিত হয় ?
উঃ 1967 সালে।

166. ভারতের কোথায় প্রথম পেট্রো-ক্যামিকেল শিল্প গড়ে উঠে ?
উঃ ট্রম্বেতে (1966)।

167. তুন্ডুলা জলাধার কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশে।

168. কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে কটি সংস্থা যুক্ত ?
উঃ 18 টি।

169. Fertilizer Corporation of India কোথায় অবস্থিত ?
উঃ সিন্ধ্রী তে।

170. ডিজিটাল ইন্ডিয়ার কটি স্তম্ভ ঘোষিত হয়েছে ?
উঃ 9 টি।

171. Indian Lac Research Institute কোথায় অবস্থিত ?
উঃ রাঁচি তে।

172. টাইগার হিল কোন জেলায় অবস্থিত ?
উঃ দার্জিলিং।

173. দার্জিলিং হিমালয়ান রেলপথে সূচনা হয় কবে ?
উঃ 1881 সালে।

174. রাম্মাম জলবিদ্যুত্ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।

175. উত্তরা খণ্ডের কোন নদীতে হড়পা বানের প্রকোপ রয়েছে ?
উঃ মন্দাকিনী।

176. কর্ণাটক রাজ্যের প্রধান শষ্য কি ?
উঃ কফি।

177. কেরল রাজ্যের প্রধান বন্দর কোনটি ?
উঃ কোচিন।

178. গুজরাট রাজ্যে বিস্তৃত জাতীয় সড়কের সংখ্যা কত ?
উঃ 17 টি।

179. ওয়াঘা বর্ডার কোন রাজ্যের সাথে সংশ্লিষ্ট ?
উঃ পাঞ্জাব।

180. ত্রিপুরার প্রধান নদীর নাম কি ?
উঃ মনু।

181. পূর্ব হিমালয় জৈব বৈচিত্র হটস্পট এর একটি গুরুত্বপূর্ণ বিপন্ন প্রজাতির নাম লিখ I
উঃ রেড পান্ডা।

182. কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে ?
উঃ IUCN

183. উত্তর বঙ্গের জাতীয় উদ্যানে সংরক্ষিত বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীটির নাম কি ?
উঃ এক শৃঙ্গ গন্ডার।

184. বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ আয়ন স্তরে।

185. ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ কোথায় অবস্থিত ?
উঃ গাড়ওয়াল হিমালয়ে।

186. দাক্ষিণাত্যের মালভূমি প্রাথমিক ভাবে কোন শিলা দ্বারা গঠিত ?
উঃ ব্যাসল্ট।

187. ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি সর্ভিস কোথায় চালু হয় ?
উঃ বেঙ্গালুরুতে।

188. চাপরামারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।

189. ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উঃ উত্তর প্রদেশের কানপুরে।

190. তিরুপতি কোন উপত্যকায় অবস্থিত ?
উঃ সেষাচালম পাহাড়ী উপত্যকা।

191. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ ঝিলাম।

192. বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ কৃষ্ণা।

193. 2002 সালে রেলওয়ে জোন পুনর্গঠনের পূর্বে ভারতে কয়টি জোন ছিল ?
উঃ 9 টি।

194. রুদ্রসাগর ও লাকওয়া তৈল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উঃ অসমে।

195. ‘Nature Conservation Foundation’ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক।

196. পেরিহিলিয়ন কি ?
উঃ নিজ নিজ কক্ষপথে পৃথিবী ও অন্য কোন গ্রহের সূর্যের সবথেকে কাছে অবস্থানের অবস্থা।

197. মদুমালাই অভয়ারণ্য কি জন্য বিখ্যাত ?
উঃ বাঘ।

198. কচ্ছ রণ বিখ্যাত কেন ?
উঃ বন্য গাধার জন্য।

199. সম্ভর হ্রদ গুরুত্বপূর্ণ কেন ?
উঃ লবণ উত্তোলনের জন্য।

200. ভারতের কোন ব্যক্তি মালিকানাধীন কোম্পানি প্রথম কেন্দ্রীয় শিল্প নিরপত্তা কোর্সের সংরক্ষণ লাভ করে ?
উঃ টাটা মোটরস।

-সৌরভ সরকার (সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

কপিরাইট: আমাদের সমস্ত পোস্ট সংরক্ষিত। আমাদের পোস্ট Copy-Paste করা আইনত দন্ডনীয় অপরাধ ।

  • “ভূগোলের জিকে ভাণ্ডার” FREE PDF (200+ Geography GK in Bengali): Download PDF
Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

2 thoughts on “ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-২ || ২০০টি প্রশ্ন ও উত্তর

  • December 26, 2019 at 10:30 pm
    Permalink

    Longest canal hobe Indira Gandhi Canal, Buckingham noi

    Reply
  • June 27, 2021 at 3:18 pm
    Permalink

    ছোট ভারত কোন দেশকে বলা হয়

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত