সেন্ট্রাল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, পরীক্ষা হবে ১৬ই সেপ্টেম্বর ২০১৮

সেন্ট্রাল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

D.El.Ed & B.Ed Candidates দের জন্য খুবই সুখবর। প্রায় দেড় বছর পর আবার হতে চলেছে সেন্ট্রাল টেট। পরীক্ষা হবে ১৬ই সেপ্টেম্বর, ২০১৮ তে।

এই TET পাশ করলে CBSE বোর্ড এর স্কুলের (NVS /KVS/সৈনিক School etc.) শিক্ষক হওয়ার দরজা কিছুটা খুলে যাবে বলা যায়।

CTET NOTIFICATION 2018

CTET হবে দুটি পার্ট এ।
1. ক্লাস 1-5 এর শিক্ষক নিয়োগের জন্য Paper-1
2. ক্লাস 6-8 এর জন্য Paper-2

এই CTET কারা দিতে পারবেন ?

1. Paper-1 অর্থাৎ ক্লাস 1-5 এর শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিতে গেলে HS Pass (50%) + D.El.Ed Complete or D.El.Ed 2nd year এ যারা পড়েন তারাও দিতে পারবেন।

2. Paper-2 অর্থাৎ ক্লাস 6-8 এর শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিতে গেলে:
A. Graduation + D.El.Ed Complete or d. Ed. El 2nd Year Running.
B. Graduation (50 %) + B.Ed Complete or B.Ed 2nd Year Running.

সুতরাং D.El.Ed থাকলে Graduation এ 50 % না থাকলেও apply করা যাবে Paper-2 তে।

কবে থেকে apply করতে পারবেন?

ফর্ম ফিলাপ শুরু হবে 01/08/2018 থেকে, চলবে 27/08/2018 পর্যন্ত।

Application ফি কতো?

জেনারেল এবং ওবিসি এর ক্ষেত্রে 600 টাকা করে লাগবে। কেউ Paper-1 এবং Paper-2 দুটোই দিতে চাইলে 1000 টাকা লাগবে।

SC /ST দের ক্ষেত্রে 300 টাকা লাগবে। কেউ দুটো পেপারই দিতে চাইলে 500 টাকা লাগবে।

পরীক্ষা কবে হবে?

১৬ই সেপ্টেম্বর ২০১৮ তে।

NIOS থেকে D.El.Ed করা Candidates কি এই CTET দিতে পারবেন?

Application এর আগে যদি উনারা 2nd Year এ উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে দিতে পারবেন।

পরীক্ষার ধরন কেমন হবে?

MCQ টাইপ প্রশ্ন থাকবে এবং প্রতি প্রশ্নে এক নম্বর করে থাকবে। পাশ মার্কস, Exam syllabus, ওয়েস্ট বেঙ্গল টেটের মতোই যদিও এবারের CTET এ কিছুটা পরিবর্তন আসতে চলেছে। আসা করছি পরবর্তী বিজ্ঞপ্তি ১২ই জুনের পর আরো ক্লিয়ার বলতে পারা যাবে।

Click Here For CTET Official Website

-মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

One thought on “সেন্ট্রাল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, পরীক্ষা হবে ১৬ই সেপ্টেম্বর ২০১৮

  • June 5, 2018 at 11:08 am
    Permalink

    plz can you give me any information or before CTET question paper

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত