দেশের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রথম হাইস্পিড ইলেকট্রিক লোকোমোটিভ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিহারের মাধেপুরা রেল ইঞ্জিন নির্মাণ কারখানায় সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন তিনি। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোজেক্ট-এর অঙ্গ হিসাবে ফ্রান্সের অ্যালস্টম কোম্পানি এই ইঞ্জিন তৈরি করেছে। ২০০৭ সালে প্রকল্পটি অনুমোদন পেয়েছিল। তারপর ৮ বছর ধরে কোনো কাজ হয়নি। ৩ বছর আগে কাজ শুরু করে বর্তমান সরকার। প্রকল্পের প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে।
আরও দেখুন “কেরালায় কাঁঠালকে রাজ্য ফলের স্বীকৃতি”
প্রতিঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ৬ হাজার টন ওজন টানতে সক্ষম ১২ হাজার অশ্বশক্তির এই ইঞ্জিন। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে ফরাসী সংস্থা অলস্টমের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি হচ্ছে বিহারের মাধেপুর রেল কারখানায়। রাশিয়া, চিন, জার্মানি ও সুইডেনে ১২ হাজার বা তার বেশি অশ্বশক্তির ইঞ্জিন চালানো হয়। সেই তালিকায় যোগ দিল ভারত। এর ফলে গতি ও বহন ক্ষমতা বাড়বে। গোটা প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১,৩০০ কোটি টাকা।
মাধেপুর রেল কারখানার ম্যানেজিং ডিরেকটর সচিন গোয়েলের বলেন, ”ভারতীয় আবহাওয়ার সঙ্গে তাল রেখে ইঞ্জিনটি তৈরি করা হয়েছে।”
তথ্যসূত্রঃ জি ২৪ ঘন্টা।।
আরও “বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্য সমাধান”