দেশের দ্বিতীয় সেরা শহর কোলকাতা, বলছে সমীক্ষা রিপোর্ট

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আরবান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কোলকাতার নাম।
এই সমীক্ষাতে ১০ এর মধ্যে ৪.৬ পয়েন্ট পেয়ে তিরুবনন্তপুরম ও ভুবনেশ্বনের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে কোলকাতা। ৫.১ পয়েন্ট পেয়ে কোলকাতার আগে রয়েছে পুণে। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কোলকাতা।
বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কোলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে বাংলার রাজধানী শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আরবান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।
সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কোলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (Per Capita Capital Expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কোলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কোলকাতাতে।
ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কোলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে কোলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।
তথ্যসূত্রঃ- Janaagraha : Annual Survey of India’s City-Systems (ASICS)
-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

One thought on “দেশের দ্বিতীয় সেরা শহর কোলকাতা, বলছে সমীক্ষা রিপোর্ট

  • May 23, 2018 at 9:17 pm
    Permalink

    অসাধারণ

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত