দেশের নয়া সিলিকন ভ্যালি হওয়ার পথে বাংলা
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: পশ্চিমবঙ্গই হতে চলেছে দেশের আগামী সিলিকন ভ্যালি। খুব শীঘ্রই রাজ্য পেতে চলেছে চারটি তথ্যপ্রযুক্তি পার্ক। তার মধ্যে দু’টি হবে পাহাড়ে। সল্টলেকে আইটি হাব ইমাজিন পার্কের শিলান্যাসে একথা জানালেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু।
আরও দেখুন “মৃত্যু লালগড়ের রয়্যাল বেঙ্গল টাইগারের, ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের বাস্তুতন্ত্র”
দার্জিলিং, কালিম্পং, রাজারহাট ও সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ছে রাজ্য। সব কিছু ঠিক থাকলে, কয়েক বছরের মধ্যে রাজ্যবাসী ওই পার্ক দেখতে পাবে। রাজ্যের বহু যুবক-যুবতীর কর্মসংস্থানও হবে বলে জানালেন ব্রাত্য বসু। সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ ইমাজিন টেক পার্ক। এই পার্কের শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন।
ইমাজিন টেক পার্ক তৈরি করছে তথ্যপ্রযুক্তি সংস্থা জেনপ্যাক্ট ও সিমপ্লেক্স ইনফ্রা গোষ্ঠী যৌথ ভাবে। ইতিমধ্যেই এই অফিস পার্কের জন্য জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার।
আরও দেখুন “পানীয়জল ও পশ্চিমবঙ্গ”
সুবিশাল এই পার্কে তথ্যপ্রযুক্তির অফিস ছাড়াও থাকবে রিটেল স্পেস, রেস্তোরাঁ, ক্লাব, ওপেন এয়ার থিয়েটার, রুফ-টপ স্কাই বার, পাঁচশো গাড়ি রাখার মাল্টি-লেভেল কার পার্কিং স্পেস।
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।