‘প্লাস্টিক মুক্ত সুন্দরবন’ গড়তে পথে নামল পড়ুয়ারা

‘প্লাস্টিক মুক্ত সুন্দরবন’ গড়তে পথে নামল পড়ুয়ারা

প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞচ ঋতু ভকত হাই স্কুলের কচিকাঁচারা ‘প্লাস্টিক মুক্ত সুন্দরবন’ গড়তে পথে নামল। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশকে দূষণ মুক্ত করতে উদ্যোগী তারা। ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান’ কে সামনে রেখে 26শে আগষ্ট থেকে শুরু হয় তাদের প্রচার ও সাফাই অভিযান। চলবে 31 আগষ্ট পর্যন্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বরিশ কুমার দও বলেন সুন্দর বনের বিভিন্ন বিদ্যালয়ের সাথে সারাবছর ধরে ‘প্লাস্টিক মুক্ত সুন্দরবন’ গড়তে উদ্যোগী হবেন। একাদশ শ্রেণীর এক ছাত্রী মমতা সিং জানায় ‘প্রকৃতি বাঁচাও মানব সভ্যতা বাঁচবে’ এই উদ্যোগে বিদ্যালয় ও স্হানীয় এলাকার রাস্তার পাশে বহু গাছের চারা রোপণ করা হয়।

প্লাস্টিক মুক্ত সুন্দরবন

এই বিশেষ সপ্তাহেই সুন্দর বনের 19 টি ব্লকের আরও বহু স্কুলের হাজার হাজার ছাত্র-ছাত্রী বিদ্যালয় ও পরিবেশকে দূষণ মুক্ত করতে অঙ্গীকার বদ্ধ হয়ে প্রচার চালায়।

প্লাস্টিক মুক্ত সুন্দরবন

নিজেদের বিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় এলাকায় পথশোভার মাধ্যমে চলে প্রচারাভিযান। বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ, আনাচে কানাচে দীর্ঘদিন জল জমছে কিনা ? রাতে ঘুমানোর সময় মশারি টাঙানো হয় কিনা ? পলিথিন ব্যবহার করা হয় কিনা? সাপ কামড়ালে ওঝা গুণীন না করে সরাসরি হাসপাতালে পাঠানো হয় কিনা ? সমস্ত বিষয়ে সচেতন মূলক আলোচনা করে এবং পরামর্শ দেয় তারা। তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে সামিল হন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্হানীয় মানুষ জন।

– ভারতীয় বিনয়, বাসন্তী, সুন্দরবন। 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত