এবার দার্জিলিং জেলার মিরিকে তৈরী হবে ভাসমান বাজার
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: পাটুলির পর এবার মিরিকেও ভাসমান বাজার তৈরী করবে রাজ্য সরকার। পাটুলিতে যে ভাসমান বাজার আছে সেই আদলেই তৈরী হবে এই বাজারটি। ডিপিআর চূড়ান্ত হলে নির্মাণের কাজ শুরু হবে।
মিরিকের বিখ্যাত লেকে এই ভাসমান বাজার তৈরী করা হবে। এই লেকটি এমনিতেই খুবই জনপ্রিয়। এই ভাসমান বাজার তৈরী হলে আরও বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। লেকের পাড় সাজানো হবে, আলো দিয়ে সাজানো হবে পুরো অঞ্চলটিকে। একটি পার্কও তৈরী করা হবে, যেখানে পর্যটকদের জন্য থাকবে বসার বেঞ্চ।
মিরিকের এই বাজারে সবজি ছাড়াও দার্জিলিঙের বিখ্যাত চা ও কমলালেবুও পাওয়া যাবে। স্থানীয় হস্তশিল্পেরও প্রসার ঘটবে এই ভাবে।
পাটুলির ভাসমান বাজার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার ও রবিবার শুধু পাটুলি অঞ্চল নয়, আশেপাশের অঞ্চল থেকেও মানুষ আসেন বাজার করতে। সবজি বিক্রেতারা তাদের পসরা নৌকায় তুলে এই বাজারে দোকান সাজান। পুরো অঞ্চলটি আলো দিয়ে সাজানো হয়েছে। বাজারের চারপাশের পথঘাটেরও উন্নয়ন করা হয়েছে।
তথ্যসূত্রঃ- পঃবঃ সরকার
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।