পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১
“পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
♦পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর♦
(পর্ব-১১)
(১) পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি ?
উঃ কলকাতা।
(২) পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি ?
উঃ মেছোবাঘ (মেছো বেড়াল)।
(৩) পশ্চিমবঙ্গের জাতীয় পাখী কি ?
উঃ শ্বেতকণ্ঠ মাছরাঙা।
(৪) পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি ?
উঃ ছাতিম।
(৫) পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ?
উঃ শিউলি।
(৬) ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ তিনভাগে।
(৭) উত্তরের পার্বত্যাঞ্চল মূলতঃ কোন কোন জেলায় বিস্তৃত ?
উঃ দার্জিলিং,জলপাইগুড়ি এবং কালিম্পং।
(৮) উত্তরের পার্বত্যাঞ্চলের উচ্চতা কীরূপ ?
উঃ ৬০০-৪,০০০ মিটারের মধ্যে।
(৯) কোন নদী উত্তরের পার্বত্যাঞ্চলকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে ?
উঃ তিস্তা নদী।
(১০) উত্তরের পার্বত্যাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উঃ সান্দাকফু (৩,৬৩০ মিঃ)।
(১১) দার্জিলিং হিমালয় কটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত ?
উঃ) দুটি, সিঙ্গালীলা এবং দার্জিলিং।
(১২) সান্দাকফু শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত ?
উঃ) সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে।
(১৩) দার্জিলিং পর্বত শ্রেণীর দক্ষিণে কোন ভূমিরূপ অবস্থিত ?
উঃ তরাই অঞ্চল।
(১৪) দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম কি ?
উঃ ঘুম পর্বত শ্রেণী।
(১৫) ঘুম বিখ্যাত কেনো ?
উঃ পৃথিবীর উচ্চতম (২,২৪৭ মিঃ) রেল স্টেশন এর জন্য।
(১৬) দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গের নাম কি ?
উঃ টাইগারহিল (২,৫৬৭ মিঃ)।
(১৭) তিস্তা নদীর কোন দিকে কালিম্পং জেলা অবস্থিত ?
উঃ পূর্ব দিকে।
(১৮) কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ ঋষিলা (৩,১২১ মিঃ)।
(১৯) জলপাইগুড়ি তিস্তার কোন দিকে অবস্থিত ?
উঃ পশ্চিমদিকে।
(২০) উত্তরের পার্বত্যাঞ্চলের পশ্চিম বিভাগের প্রধান পর্বতের নাম কি ?
উঃ সিঞ্চুলা (১,৮০০ মিঃ)।
(২১) বক্সা গিরিপথ উত্তরের পার্বত্যাঞ্চলের কোন অংশে অবস্থিত ?
উঃ পশ্চিম অংশে, জলপাইগুড়ি বিভাগে।
(২২) সিঞ্চুলা পর্বতের পর্বত শৃঙ্গ দুটির নাম কি ?
উঃ রেনিগাঙ্গো (১,৮০০ মিঃ) ও ছোট সিঞ্চুলা (১,৭২৬ মিঃ)।
(২৩) ঋষিলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ দুরবিনদারা (১,৩৭২ মিঃ)।
(২৪) দার্জিলিং কোন শিলা দ্বারা গঠিত ?
উঃ নিস শিলা দ্বারা।
(২৫) দার্জিলিং হিমালয় হিমালয়ের কোন অংশের অন্তর্গত ?
উঃ হিমাচল হিমালয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।
তথ্যসূত্রঃ- পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস – মন্ডল, মন্ডল, মুখার্জী – মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।
©Mission Geography India
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”