পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

01. ত্রাসের নদী হিসাবে কোন নদী পরিচিত ?
উঃ) তিস্তা ।

02. কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী ।
উঃ) দিচু ও লীচু নদীর ।

03. বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ?
উঃ) অজয় ।

04. শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি ?
উঃ) রূপনারায়ণ ।

05. হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ ?
উঃ) কেলেঘাই ও কংসাবতী ।

06. জলঙ্গী ও ভৈরবী নদীর মিলিত প্রবাহের নাম কি ?
উঃ) জলঙ্গী ।

07. মহানন্দা নদীর উৎস স্থল কি ?
উঃ) দার্জিলিংয়ের পাগলাঝোরা প্রস্রবণ ।

08. পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে ?
উঃ) সুবর্ণরেখা নদী ।

09. পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা কত ?
উঃ) 25 টি ।

10. ভাগীরথী-হুগলির বাম তীরের প্রধান কয়েকটি উপনদীর নাম লিখ ।
উঃ) জলঙ্গী, মাথাভাঙ্গা, চূর্ণী ইত্যাদি ।

11. কালজানি কোন নদীর উপনদী ?
উঃ) তোর্সা ।

12. মহানন্দা নদীর দৈর্ঘ কত ?
উঃ) 360 কিঃমিঃ ।

13. তোর্সা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত ?
উঃ) মাচু ।

14. কুমারী কোন নদীর উপনদী ?
উঃ) কংসাবতী ।

15. কুন্তী কার উপনদী ?
উঃ) দামোদরের ।

16. জলপাইগুড়ি জেলার নদী সমূহ কটি গোষ্ঠীতে বিভক্ত ?
উঃ) দুটি, ব্রহ্মপুত্র নদীগোষ্ঠী ও গঙ্গা নদীগোষ্ঠী ।

17. সুন্দরবন অঞ্চলের নদ-নদী গুলির মূল উত্স কি ?
উঃ) হুগলি নদী ।

18. কোন নদীকে বাংলার দুঃক্ষ বলা হয় ?
উঃ) দামোদর কে ।

19. তোর্সা নদী পশ্চিমবঙ্গে কত কিঃমিঃ প্রবাহিত ?
উঃ) 145 কিঃমিঃ ।

20. মেচি, বালাসন, রত্না, কংকাই কার উপনদী ?
উঃ) মহানন্দার ।

21. পশ্চিমবঙ্গে গঙ্গার মূল অংশ কোন কোন জেলায় অবস্থিত ?
উঃ) মালদহ ও মুর্শিদাবাদ ।

22. গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত ?
উঃ) আট টি জেলার ।

23. কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত ?
উঃ) মুর্শিদাবাদ ।

24. গঙ্গার কোন অংশের জল লবণাক্ত ?
উঃ) মোহনা অংশের ।

25. তিস্তা, তোর্সা ও মহানন্দার পলি সঞ্চিত হয়ে গঠিত সমভূমির নাম কি ?
উঃ) উত্তরের সমভূমি অঞ্চল ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

One thought on “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯

  • July 11, 2018 at 10:20 pm
    Permalink

    পশ্চিমবঙ্গের ভূগোল এর পর্ব 10 নেই??

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত