মহাকাশে হারিয়ে গেল ইসরোর GSAT স্যাটেলাইট

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: তিন দিন পার হয়ে গেলেও কোনও আপডেট দেওয়া হল না ইসরোর নতুন কমিউনিকেশন স্যাটেলাইট নিয়ে। ৩০ মার্চ সকাল ৯টা ২২ মিনিটে শেষ আপডেট দেওয়া হয়েছিল। এরপর ৪৮ ঘণ্টা কেটে গেলেও একেবারে নিশ্চুপ ইসরো।

GSAT-6A(GSAT-6A, Image Credit ISRO) 

২৯ মার্চ বিকেল ৪টে ৫৬ মিনিটে GSAT 6 A স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এরপর প্রথম অরবিট পার করতে আপডেট দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে একেবারে চুপ রয়েছে ইসরো। আর সেইজন্যই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে স্যাটেলাইটের অবস্থা নিয়ে।

GSAT-6Aসূত্রের খবর, মহাকাশে সমস্যায় পড়েছে ইসরোর এই কমিউনিকেশন স্যাটেলাইট। তবে ওই স্যাটেলাইট শনিবার দ্বিতীয় অরবিট সাফল্যের সঙ্গেই পার করেছে বলে শোনা যাচ্ছে। সমস্যা দেখা দিয়েছে তারপরই। আর সবরকমভাবে চেষ্টা করে সেই সমস্যা সমাধানের পথ খুঁজছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। স্যাটেলাইটের পাওয়ার সিস্টেমেই গণ্ডগোল আছে বলে শোনা যাচ্ছে।

তবে সমস্যাটা ঠিক কোথায়, তা নিয়ে মুখ খোলেননি ইসরোর উচ্চপদস্থ আধিকারিকেরা। আদৌ কোনও সমাধানে পৌঁছনো যাবে কিনা, সেটাও স্পষ্ট নয়।

প্রায় ৪০০ জন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই স্যাটেলাইটের জন্য কাজ করেছেন৷ রকেটের ক্রাইয়োজনিক ইঞ্জিন ৬ বার পরীক্ষা করা হয়েছে৷ এটি বিকাশ ইঞ্জিনের রকেট ও এটি কাজ করে লিকুইড প্রোপেল্যান্টসে৷ রকেটকে বড় কোনও ধাক্কা থেকে এটি রক্ষা করবে৷ ভবিষ্যতে বিকাশ ইঞ্জিন ভারতীয় রকেটগুলির প্রধান অবলম্বন হতে চলেছে৷ ভারত যখন চন্দ্রায়ন-২ মিশনের জন্য রকেট পাঠাবে তখন এই ইঞ্জিনই সেখানে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছিল৷

GSAT-6AGSAT-6A স্যাটেলাইটটি একটি বিশেষ কমিউনিকেশন স্যাটেলাইট৷ এর ওজন প্রায় ২ হাজার ৬৬ কেজি৷ এটি তৈরি করতে খরচ পড়েছে ২৭০ কোটি টাকা৷ ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, GSAT-6A ইসরোর সবচেয়ে বড় অ্যান্টেনাগুলোর মধ্যে একটি নিয়ে যাবে৷ এর ব্যাস ৬ মিটার৷ একবার কক্ষপথে প্রবেশ করার পর এটি ছাতার মতো খুলে যাবে৷ এর বড় আকারের জন্য ক্ষমতা বেশি৷ সমস্ত সিগন্যাল- তা সে ডেটা, ভিডিও বা ভয়েস, যাই হোক, তা সহজেই পাওয়া যাবে৷
GSAT-6 ও GSAT-6A স্যাটেলাইট দুটি দুদিক থেকেই ডেটা বিনিময় করতে পারবে৷ যেখানে মোবাইল কানেকটিভিটি সেই, তেমন কোনও প্রত্যন্ত জায়গা থেকেও ডেটা বিনিময় সম্ভব হবে৷ এর ফলে সেনা অনেক ক্ষেত্রে সুবিধা পাবে৷ তবে যোগাযোগ যাতে আরও সহজ হয় তার জন্য কাজ করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন৷

-অরিজিৎ সিংহ মহাপাত্র।।
©Mission Geography India. 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত