মহাকাশে হারিয়ে গেল ইসরোর GSAT স্যাটেলাইট
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: তিন দিন পার হয়ে গেলেও কোনও আপডেট দেওয়া হল না ইসরোর নতুন কমিউনিকেশন স্যাটেলাইট নিয়ে। ৩০ মার্চ সকাল ৯টা ২২ মিনিটে শেষ আপডেট দেওয়া হয়েছিল। এরপর ৪৮ ঘণ্টা কেটে গেলেও একেবারে নিশ্চুপ ইসরো।
(GSAT-6A, Image Credit ISRO)
২৯ মার্চ বিকেল ৪টে ৫৬ মিনিটে GSAT 6 A স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এরপর প্রথম অরবিট পার করতে আপডেট দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে একেবারে চুপ রয়েছে ইসরো। আর সেইজন্যই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে স্যাটেলাইটের অবস্থা নিয়ে।
তবে সমস্যাটা ঠিক কোথায়, তা নিয়ে মুখ খোলেননি ইসরোর উচ্চপদস্থ আধিকারিকেরা। আদৌ কোনও সমাধানে পৌঁছনো যাবে কিনা, সেটাও স্পষ্ট নয়।
প্রায় ৪০০ জন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই স্যাটেলাইটের জন্য কাজ করেছেন৷ রকেটের ক্রাইয়োজনিক ইঞ্জিন ৬ বার পরীক্ষা করা হয়েছে৷ এটি বিকাশ ইঞ্জিনের রকেট ও এটি কাজ করে লিকুইড প্রোপেল্যান্টসে৷ রকেটকে বড় কোনও ধাক্কা থেকে এটি রক্ষা করবে৷ ভবিষ্যতে বিকাশ ইঞ্জিন ভারতীয় রকেটগুলির প্রধান অবলম্বন হতে চলেছে৷ ভারত যখন চন্দ্রায়ন-২ মিশনের জন্য রকেট পাঠাবে তখন এই ইঞ্জিনই সেখানে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছিল৷
GSAT-6 ও GSAT-6A স্যাটেলাইট দুটি দুদিক থেকেই ডেটা বিনিময় করতে পারবে৷ যেখানে মোবাইল কানেকটিভিটি সেই, তেমন কোনও প্রত্যন্ত জায়গা থেকেও ডেটা বিনিময় সম্ভব হবে৷ এর ফলে সেনা অনেক ক্ষেত্রে সুবিধা পাবে৷ তবে যোগাযোগ যাতে আরও সহজ হয় তার জন্য কাজ করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন৷
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।
©Mission Geography India.
49 - 49Shares