কুমেরুতে ৪০৩ দিন কাটিয়ে রেকর্ড গড়লেন মঙ্গলা মানি
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: দক্ষিণ মেরুতে ৪০৩ দিন। হিমাঙ্কের চেয়েও ৯০ ডিগ্রি কম তাপমাত্রায় মানিয়ে নেওয়া। গবেষণার কারনেই কুমেরুতে ৪০৩ দিন কাটিয়ে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র বিজ্ঞানী মঙ্গলা মানি। ‘ইসরো’র প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে এই নজির গড়লেন তিনি।
পরিবেশ সংক্রান্ত গবেষণার জন্য এক বছরের বেশি সময় কাটালেন আন্টার্কটিকায়। ২০১৬ সালের নভেম্বর মাসে ২৩ সদস্যের একটি দল ইসরো থেকে রওনা হয়েছিল দক্ষিণ মেরুর উদ্দেশে। সেই দলে একমাত্র মহিলা সদস্য ছিলেন ৫৬ বছরের মঙ্গলা মানি। গতবছর ডিসেম্বর মাসে দেশে ফেরে দলটি।
রেকর্ড গড়ে মঙ্গলা মানি জানিয়েছেন, এই অভিযান অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। মহিলা হওয়ায় তাঁর চ্যালেঞ্জটা ছিল আরও বেশি। কারন মহিলাদের থেকে পুরুষদের শারীরিক সক্ষমতা খানিকটা বেশি। শুধুমাত্র প্যাকেটজাত খাবার খেয়েই দিন কাটিয়েছেন মঙ্গলা সহ দলের সকল সদস্যরা। উল্লেখ্য, কুমেরু যাত্রার আগে উত্তরাখন্ডের অউলি ও বদ্রীনাথে ট্রেনিং দেওয়া হয়েছিল তাঁকে।
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।