বোগিওকে বাজারে বন্যপ্রাণীজাত ব্যবসা বন্ধে তৎপর ইয়াঙ্গন প্রশাসন

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: মায়ানমারের ইয়াঙ্গনের ঐতিহ্যশালী বোগিওকে বাজারে বন্যপ্রাণীজাত সমস্ত রকম দ্রব্যের ব্যবসা বন্ধে তৎপর হয়েছে ইয়াঙ্গন প্রশাসন।ইয়াঙ্গন শহর উন্নয়ন কমিটি (YCDC) এর বাজার দপ্তরের আধিকারিক ইউ টোয়ে আং জানিয়েছেন, “স্থানীয় ও বিদেশীদের জনপ্রিয় গন্তব্যস্থল বোগিওকে বাজারে বন্যপ্রাণীজাত ব্যবসা বন্ধ করতে তারা বদ্ধ পরিকর। হস্তশিল্প ও চারুকলা রূপে হাতির দাঁতের তৈরি কিছু দ্রব্য এবং মন্ত্রক দ্বারা নিষিদ্ধ কিছু দ্রব্য এই বাজারে বিক্রি বন্ধ করা হবে।”
WWF মায়ানমারের তথ্য অনুসারে বোগিওকে বাজারের ৬৭% দোকানেই বন্যপ্রাণীজাত দ্রব্য বিক্রি করা হয়। বোগিওকে বাজারে হাতির দাঁতের তৈরি দ্রব্য, বিভিন্ন পশুর শিং, হাড় ও চামড়া, শুষ্ককৃত প্যাঙ্গোলিন, সামুদ্রিক প্রাণী প্রভৃতি পাওয়া যায়। আশা করা যায়, প্রশাসনের দ্রুত ও কড়া পদক্ষেপে বোগিওকে বাজারে বন্যপ্রাণীজাত দ্রব্য কেনাবেচা বন্ধ হবে।

-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত