ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১
বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. সাসথামকোটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা।
2. বালিয়াপাল আন্দোলন কোন রাজ্যের সাথে যুক্ত ?
উঃ ওড়িশা।
3. PWDS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Public Works Department of State
4. Freight Corridor Project কবে চালু হয় ?
উঃ 2006 সালে।
5. Food Corporation of India কবে প্রতিষ্টিত হয় ?
উঃ 1965 সালে।
6. জুই খাল কোন রাজ্যের সাথে সংশ্লিষ্ট ?
উঃ হরিয়ানা।
7. ‘জাতীয় বননীতি’ অনুযায়ী ভারতে প্রস্তাবিত অরণ্যের পরিমাণ কত ?
উঃ মোট আয়তনের 33.3%
8. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?
উঃ জয়সলমির।
9. নর্মদা নদী উপত্যকা কীরূপ জলনির্গম প্রণালীর উদাহরণ ?
উঃ পিনেট।
10. মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালের নাম কি ?
উঃ ভেম্বনাদ কয়াল।
11. ‘তরাই’ শব্দের অর্থ কি ?
উঃ স্যাঁতসেঁতে।
12. ঝোরা কোন রাজ্যের নৃত্য ?
উঃ উত্তর প্রদেশের।
13. উত্তর-পূর্বাঞ্চল পরিষদ কবে গঠিত হয় ?
উঃ 1971 সালে।
14. চণ্ডীগড় শহরের নকশা কে তৈরি করেন ?
উঃ ফরাসী স্থপতি Le Corbusier
15. ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি ?
উঃ অন্ধ্রপ্রদেশ।
16. এশিয়ার কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশের নাম কি ?
উঃ নেপাল।
17. কবে নাগাল্যান্ড কেন্দ্র শাসিত অঞ্চলের স্বীকৃতি পায় ?
উঃ 1957 সালে।
18. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উঃ বক্সা দুয়ার্স এ।
19. পশ্চিমবঙ্গের ফলতার অর্থনৈতিক গুরুত্ব কি ?
উঃ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)।
20. ভারতের কোথায় প্রথম SEZ গড়ে ওঠে ?
উঃ গুজরাটের কাণ্ডালায় (1965)।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”
আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”
Will it cost if I take membership?