ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. মাসাই কাদের বলা হয়?
উঃ কেনিয়ার যাযাবর উপজাতি কে।

2. পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয়?
উঃ মস্কো।

3. বাতাসের শহর (Windy City) কাকে বলা হয়?
উঃ শিকাগো।

4. ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কি?
উঃ কান্দালা।

5. কোন রাজ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে অরণ্য আছে?
উঃ মধ্যপ্রদেশ।

6. ‘প্রয়াগ রাজ’ কোন শহরের পরিবর্তিত নামকরণ?
উঃ এলাহাবাদ।

7. ভারতের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উঃ কটক।

8. Hobby Farming কোন কৃষিকে বলে?
উঃ বাজারভিত্তিক বাগান কৃষিকে।

9. ভারতের আধুনিক জনগণনার জনক হিসাবে কে পরিচিত?
উঃ হান্টার।

10. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের ছোট নগর হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন শহর?
উঃ হালি শহর।

11. পৌর জনসংখ্যা বেশি ভারতের কোন রাজ্যে?
উঃ মহারাষ্ট্র।

12. ছত্তিশগড় রাজ্য কোন শিল্পে উন্নত?
উঃ পর্যটন শিল্পে।

13. কত সালে ভারতে প্রথম রেলপথ পরিবহন শুরু হয়?
উঃ 1853 সালে।

14. কত সালে Air India গঠিত হয়?
উঃ 1950 সালে।

15. বাণিজ্যিক ভাবে ফল ও বীজের উৎপাদনের কৃষিকে কি বলে?
উঃ অরচার্ড কৃষি (Orchard Farming) ।

16. মোচা কফি কাকে বলা হয়?
উঃ আরবীয় কফিকে।

17. ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃ ড. অরূপ কৃষ্ণণ।

18. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উঃ রাজস্থানের ভরতপুরে।

19. পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উঃ আমেরিকার ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক।

20. কোন মাটিতে Honey Comb দেখা যায়?
উঃ ল্যাটেরাইট।

ধন্যবাদ জানাই সকলকে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া-র সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত