৫০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা।। ভারতীয় রেলওয়ে পরীক্ষা প্রস্তুতি ২০১৮

আপনারা সকলেই জানেন সামনেই ভারতীয় রেলওয়ের বৃহৎ পরীক্ষা এবং সেখানে হাজার হাজার প্রার্থীকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। তাই এই অধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রেলের চাকরী পেতে গেলে দরকার একনিষ্ঠ মনোযোগ ও নিরলস অনুশীলন।

নীচে ৫০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা আলোচনা করা হল। আশাকরি সকলের কাজে লাগবে। 

1. 2018 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে – রাশিয়ায় I
2. 2020 তে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে – জাপানের টোকিও তে I
3. ভারতে প্রথম মানি অর্ডার চালু হয় – 1880 সালে I
4. স্বচ্ছ ভারত প্রকল্প চালু হয় – 2014 এর 2রা অক্টোবর I
5. কিষাণ চ্যানেল চালু হয় – 2015 সালের 26 মে I
6. 2017 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত চালচিত্র – দঙ্গল I
7. 2017 সালের জাতীয় যুব উৎসবের মূল বিষয় – Youth for Digital India.
8. 2017 এ আন্তর্জাতিক মাইকেল পুরস্কার পায় – শাহাবুদ্দিন গাইন I
9. 2016 সালে ভারতীয় শিশু চালচিত্র উত্সব অনুষ্ঠিত হয়েছে – জয়পুরে I
10. 2016 ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম সম্মান পান – সংবাদিক মালিনী সূব্রমন্যম I
11. পরিবেশ রক্ষার সাফল্যের জন্য 2016 এ শিশু শান্তি পুরস্কার পায় – কেকsসন বসু I
12. 2016 মরণোত্তর সেনা সম্মান অশোকচক্র পেলেন – হনপণ দাদা I
13. 2016 এ সাহিত্যে নোবেল পান – গীতিকার বব ডিলান I
14. 2016 তে লাইফটাইম অ্যাচিবমেন্ট অস্কার পায় – জ্যাকি চেন I
15. 2016 তে দাদা সাহেব ফালকে পেয়েছেন -মনোজ কুমার I
16. 2016 তে রিও অলিম্পিকের ম্যাসকট ছিল -ভিনিকাশ I
17. PNB এর বর্তমান প্রচার দূত – বিরাট কোহলি I
18. 2016 তে ব্যাস সম্মান পেয়েছেন – হিন্দি সাহিত্যিক সুনীতা জৈন I
19. 2016 তে জাতীয় পরিবার পরিকল্পনা অনুষ্ঠিত হয় – দিল্লিতে I
20. স্ট্যান্ডআপ ইন্ডিয়া প্রকল্পটি – তপসিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য I

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

21. 2016 তে G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে – চীনের হ্যাঁ ঝি শহরে I
22. 2016 তে সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট জিতেছে -অস্ট্রেলিয়া I
23. জননী সেবা প্রকল্প চালু করেছে – রেল মন্ত্রক I
24. 2011 সালের জনগননায় ভারতে স্বাক্ষরতার হার – 74.4%
25. 2011 সালের জনগননায় ভারতে পুরুষ স্বাক্ষরতার হার – 82.14%
26. 2011 সালের জনগননায় ভারতে স্ত্রী স্বাক্ষরতার হার – 65.46%
27. 2017-18 বাজেটে কেন্দ্রীয় সরকার – 2018 সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলের সিদ্ধান্ত নেয় I
28. 2017-18 বাজেটে কেন্দ্রীয় সরকার – 2020 সালের মধ্যে হাম রোগ নির্মূলের সিদ্ধান্ত নেয় I
29. 2017-18 বাজেটে কেন্দ্রীয় সরকার – 2025 সালের মধ্যে যক্ষা রোগ নির্মূলের সিদ্ধান্ত নেয় I
30. 2017-18 রেল বাজেটে 131 হাজার কোটি টাকা খরচ করা হবে I
31. ভারত বর্তমানে সার উৎপাদনে- বিশ্বের তৃতীয় স্থানে I
32. ভারত বর্তমানে চিনি উৎপাদনে- বিশ্বের দ্বিতীয় স্থানে I
33. 2016 সালে 31তম অলিম্পিক হয় ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে I
34. 2016 সালে 31তম অলিম্পিকে 270 টি দেশের 11303 জন অ্যাথলেট অংশগ্রহণ করেন I
35. 2016 সালে 31তম অলিম্পিকে 28 টি খেলায় মোট 306 টি ইভেন্ট ছিল I
36. 2016 সালে 31তম অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থানীয় দেশ – আমেরিকা 121 টি পদক জয় করে I
37. 2016 সালে 31তম অলিম্পিকে পদক তালিকায় ভারতের স্থান – 67 তম (1টি রুপো ও 1 টি ব্রোঞ্জ) I
38. মাইকেল ফেলেপস্ 5 টি সোনা, 1টি রুপো সহ মোট 6টি পদক নিয়ে 2016 সালে 31তম অলিম্পিকে পদক তালিকার শীর্ষ স্থানে রয়েছে I
39. 2016 সালে 31তম অলিম্পিকে ভারতের পি.ভি.সিন্ধু ব্যাডমিন্টনে রুপো এবং সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জেতেন I
40. পি.ভি.সিন্ধু ব্যাডমিন্টনে ফাইনালে ক্যারোলিন মারিনের কাছে হেরে যান I

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

41. 2017 এ চিকিৎসাতে নোবেল পান – জেফ্রিসি হল, মাইকেল রোসবস এবং মাইকেল ডব্লিউ I
42. 2017 সালে সাহিত্যে নোবেল পান – কাজু ও ইসিগুরো (বৃটিশ) I
43. 2017 অর্থনীতিতে নোবেল পান – রিচার্ড এইচ. থেলার I
44. 2017 পদার্থবিদ্যায় নোবেল পান – মার্কিন বিজ্ঞানী রাইনার ওয়েস, ক্যারি ব্যরিস্ এবং কিপ থর্ণ (আইনস্টাইনের মহাকাশ তরঙ্গ কে নির্ভুল প্রমাণ করে)I
45. 2017 সালে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় – চীনের জিয়ামেনে I
46. 2017 সিঙ্গাপুরে প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রথম মহিলা নিযুক্ত হলেন – হালিমা ইয়াকুর I
47. 2017 মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন টেনিসে বিজয়ী – রাফায়েল নাদাল এবং বিজিত – ক্যাভিন অ্যান্ডারসন I
48. 2017 কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতেছেন – পি.ভি.সিন্ধু I
49. রাশিয়ার টেনিস তারকা মারিয়ানা শারাপোভা রচিত বই – ‘Unstopable : My life so far’.(2017)
50. 2017 World Economic Foram অনুষ্ঠিত হল – সুইজারল্যান্ডের ভাদোসে I

ধন্যবাদ জানাই সকলকে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া-র সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত