RRB Railway Group-D All Shift Questions and Answers on 18th September 2018

RRB Railway Group-D: All Shift Questions and Answers on 18th September 2018

আপনারা জানেন যে, 17ই সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে RRB Railway Group-D এর পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পর্বের পরীক্ষা চলবে 16ই অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই 17th and 18th September বিভিন্ন শহরে RRB Railway Group-D এর পরীক্ষা হলো। RRB Railway Group-D 18th September 2018 -এর পরীক্ষায় 1st Shift, 2nd Shift and 3rd Shift -এ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলোর প্রশ্নসহ উত্তর নীচে দেওয়া হলো এবং সঙ্গে PDF ও দেওয়া হলো। সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা 17th September ও 18th September RRB Group-D এর পরীক্ষা দিয়েছে ।

আরও পড়ুন “RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs)”

1. মিনামাটা রোগ কিসের জন্য হয়?
উঃ পারদ।

2. ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ Raghubar Das.

3. Hussain Lake কোথায় অবস্থিত?
উঃ হায়দ্রাবাদ।

4. Nainital Lake কোথায় অবস্থিত?
উঃ Uttarakhand

5. মুরাদাবাদ Smart City কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশ।

6. Tim Southee কোন দেশের Cricketer?
উঃ নিউজিল্যান্ড।

7. দাস বংশের প্রতিষ্ঠা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।

8. আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী কে?
উঃ নির্মালা সীতারামান।

9. বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেনের নাম কি?
উঃ Haramain (সৌদি আরব)।

10. ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উঃ Emmanuel Macron

রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইন মকটেস্ট দিন এখানে ক্লিক করে

11. সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কি?
উঃ হামিং বার্ড।

12. On the Black Hill বইয়ের লেখক কে?
উঃ Bruce Chatwin (1982)।

13. শান্তিতে নোবেল পেল কে?
উঃ ICAN

14. বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়?
উঃ ৮ই মার্চ।

15. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?
উঃ ২৫শে জানুয়ারি।

16. আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রীর নাম কি?
উঃ জগত প্রকাশ নাড্ডা।

17. ICC Under-19 Cricket World Cup 2018 কোন দেশ জিতেছে?
উঃ ভারত ।

18. অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উঃ ক্যানবেরা।

19. Femina Miss India 2018 কে হয়েছেন?
উঃ Anukreethy Vas

20. AMUL India CEO কে?
উঃ Shri Rupinder Singh Sodhi

21. Paytm এর CEO কে?
উঃ বিজয় শেখর শর্মা।

22. ভারতের সবচেয়ে নোংরা রেল স্টেশন কোনটি?
উঃ মথুরা।

23. PNB এর অ্যাম্বাসেডর কে?
উঃ বিরাট কোহলি।

24. ‘I do what I do’ বইটি কার লেখা?
উঃ রঘুরাম রাজন।

25. হরিদ্দার কোন নদীর তীরে অবস্থিত?
উঃ গঙ্গা।

26. Big Boss Season 11 কে হোস্ট করেন?
উঃ সালমান খান।

27. British Parliament Global Diversity Award কে পান?
উঃ সালমান খান।

28. Road Safety এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
উঃ অক্ষয় কুমার।

29. 2018 সালে এশিয়ান গেমস -এ ভারত থেকে কে সোনার মেডেল পেয়েছেন?
উঃ B. Purnia.

30. World Hindi Day কবে পালিত হয়?
উঃ ১০ই জানুয়ারি।

31. Morisis এর রাজধানীর নাম কি?
উঃ Port Louis

32. Association of Southeast Asian Nations এর মোট সদস্য কতজন?
উঃ ১০ জন।

33. গোয়ার বর্তমান গভর্নর কে?
উঃ Mridula Sinha

34. মৈত্রী দ্রুত আবাস কোন দুটি দেশের মধ্যে হয়?
উঃ ভারত ও থাইল্যান্ড ।

35. Sadhguru Jaggi Vasudev কে পদ্মবিভূষন অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়?
উঃ Spirituality

36. Nomadic Elephant 2018 কোন দুটি দেশের মধ্যে হয়?
উঃ ভারত ও মঙ্গোলিয়া।

37. Atal Express নাম রেখেছে কোনটির পরিবর্তে?
উঃ Bundelh Express

38. AU Small Finance Bank এর CEO কে?
উঃ Sanjay Agarwal

39. Under-17 FIFA World Cup এর বিজেতা কোন দেশ?
উঃ ইংল্যান্ড।

40. World Food Prize কে পেয়েছেন?
উঃ Dr. Lawrence Haddad and Dr. David Nabarro

আরও পড়ুন “RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs)”

41. গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ।

42. Wood Fossil Park কোন শহরে অবস্থিত?
উঃ জয়সলমার (রাজস্থান)।

43. 45th Chief Justice of India কে হলেন?
উঃ দীপক মিশ্র।

44. IIFA 2017 Best Actress Award কে পেয়েছেন?
উঃ Alia Bhatt (2018 সালে Sridevi)।

45. তামিলনাড়ুতে বর্তমানে কোন দলের সরকার রয়েছে?
উঃ DMK

46. Free Cycle Yojana কে চালু করেন?
উঃ নরেন্দ্র মোদী।

47. NALCO এর চেয়ারম্যান কে?
উঃ Tapan Kumar Chand

48. মনিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ Nongthombam Biren Singh

49. ভারতের প্রথম WiFi রেল স্টেশন কোনটি?
উঃ মুম্বাই সেন্ট্রাল।

50. DMRC এর ডিরেক্টর কে?
উঃ Mangu Singh

রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইন মকটেস্ট দিন এখানে ক্লিক করে

51. ইউরোপের সবচেয়ে বড়ো নদীর নাম কি?
উঃ Volga River (3692km)।

52. World Hockey Championship 2017 কোথায় হয়েছে?
উঃ ফ্রান্স।

53. পর্বতের রাণী কাকে বলা হয়?
উঃ মুসৌরি।

54. Palgadia Dam কোথায় রয়েছে?
উঃ অসম।

55. 2018 সালে সেরা মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
উঃ Vasundhara Raje

56. নীতি আয়োগ এর চেয়ারম্যান কে?
উঃ নরেন্দ্র মোদী।

57. ONGC এর পুরো নাম কি?
উঃ Oil and Natural Gas Corporation

58. ভুটানের রাজধানীর নাম কি?
উঃ থিম্পু।

59. পঙ্কজ আদবনি কোন খেলার সাথে যুক্ত?
উঃ বিলায়ার্ড।

60. 2017 সালে সদভাবনা অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
উঃ গোপালকৃষ্ণ গান্ধী।

61. পর্তুগিজরা কবে গোয়া জয় করে?
উঃ ১৫১০ সালে।

62. “The Flying Sikh” কাকে বলা হয়?
উঃ Milkha Singh

63. DRDO এর বর্তমান চেয়ারম্যান কে?
উঃ G. Satheesh Reddy

64. বাহুবলী সিনেমায় বল্লভ দেবের চরিত্রে কে ছিলেন?
উঃ Ramanaidu Rana Daggubati

65. গোবর গ্যাসের প্রধান উপাদান কি?
উঃ মিথেন।

66. “My Journey from Marxism-Leninism to Nehruvian Socialism” বইটির লেখক কে?
উঃ C H Hanumantha Rao

67. 2018 সালে ফুটবল বিশ্বকাপে সোনার বল পেয়েছে কোন ফুটবলার?
উঃ ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেন।

68. কোন ভারতীয় খেলোয়াড় ২০১৭ সালের ভারতীয় জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন?
উঃ অনিল কুম্বলে।

69. Human Development Index (HDI) -এ ভারতের Rank কতো?
উঃ 130 তম।

70. PC Chandra Award পেয়েছেন কে?
উঃ আশা ভোঁশলে।

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া
বিদ্রঃ সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা RRB Group-D 2018 এর পরীক্ষা দিয়েছে ।

  • RRB Railway Group-D: 18th September 2018, All Shift (GK & Current Affairs): Download PDF
  • RRB Railway Group-D: 18th September 2018, Shift-I (GK & Current Affairs): Download PDF
  • RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs): Download PDF

রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইন মকটেস্ট দিন এখানে ক্লিক করে

Coming Soon….
RRB Railway Group-D Current Affairs Special E-Book

MGI E-BOOKS STORE

রেলওয়ে পরীক্ষাতে বাজিমাত করতে চান? তাহলে “মিশন ইন্ডিয়ান রেলওয়ে ২০১৮” ইবুকটি একবার দেখুন। আশাকরি সফলতা আসবেই।

দাম মাত্র ৩৫ টাকা।।

BUY NOW

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত