RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs)

RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs)

আপনারা জানেন যে, আজ থেকে অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে RRB Railway Group-D এর পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পর্বের পরীক্ষা চলবে 16ই অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই আজকে বিভিন্ন শহরে RRB Railway Group-D এর পরীক্ষা হলো। RRB Railway Group-D Exam 2018 এর 17th September 2018, Shift-I -এ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলোর প্রশ্নসহ উত্তর নীচে দেওয়া হলো এবং সঙ্গে PDF ও দেওয়া হলো। সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা আজকে RRB Group-D এর পরীক্ষা দিয়েছে ।

Coming Soon….
RRB Railway Group-D: 17th September 2018, Shift-II (GK & Current Affairs)

1.2017 সালে Literature এ নোবেল পেয়েছেন কে?
উঃ Kazuo Ishiguro

2. National Film Award 2018 তে Best Feature Film কোন সিনেমা পেয়েছে?
উঃ Village Rockstars (Assamese)।

3. Women Entrepreneurship Platform কীসের দ্বারা লঞ্চ করা হলো?
উঃ নীতি আয়োগ।

4. জাপানের প্রধানমন্ত্রী কে?
উঃ Shinzo Abe

5. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উঃ আমেদাবাদ।

6. সবথেকে ভারী গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।

7. সাগরমালা প্রজেক্ট কীসের জন্য করা হয়?
উঃ বন্দরের উন্নতির জন্য।

8. হিমায়ত প্রজেক্ট কোথায় শুরু হয়?
উঃ জম্মু-কাশ্মীর।

9. বিশ্বের মধ্যে বসবাসের জন্য সবথেকে ভালো শহর কোনটি?
উঃ ভিয়েনা। (*ভারতের মধ্যে পুনে)।

10. ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়?
উঃ মিথাইল আইসোসায়ানেট।

11. Apple এর CEO কে?
উঃ Tim Cook.

12. ভারতের সবচেয়ে স্বচ্ছ স্টেশন কোনটি?
উঃ রাজস্থানের যোধপুর।

13. 100 তম Smart City হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে?
উঃ শিলং।

14. পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উঃ আরিফ আলভি।

15. পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খলজির অভিনয় কে করেছেন?
উঃ রণবীর সিং।

16. বিহারের বর্তমান রাজ্যপালের নাম কি?
উঃ Lalji Tandon.

17. ভারতের বর্তমান খেলমন্ত্রী কে?
উঃ Rajyavardhan Singh Rathore

18. কোন ফুটবল খেলোয়াড়কে “UEFA Player of the Year 2018” করা হলো?
উঃ Luka Modric

19. International Left Handers Day কবে পালিত হয়?
উঃ 13th August

20. ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ Naveen Patnayak

21. Human Rights Day কবে পালন করা হয়?
উঃ 10th December

22. Oscar Award কোন দেশ থেকে দেওয়া হয়?
উঃ USA

23. National Voter Day কবে পালন করা হয়?
উঃ 25th January

24. World Computer Day কবে পালন করা হয়?
উঃ 2nd December

25. World Workers Day কবে পালন করা হয়?
উঃ 1st May

26. World Teachers’ Day কবে পালন করা হয়?
উঃ 5th October

27. World Bird Day কবে পালন করা হয়?
উঃ 13th October

28. জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হলেন?
উঃ Gita Mittal

29. বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত?
উঃ অন্ধ্রপ্রদেশ।

30. Samsung এর CEO কে?
উঃ Kinam Kim

31. 2018 সালে Miss World কে হয়েছেন?
উঃ Manushi Chhillar (হরিয়ানা)।

32. Father of Economics কাকে বলা হয়?
উঃ Adam Smith

33. FIFA World Cup 2018 কোথায় হয়েছে?
উঃ রাশিয়া।

34. জম্মু-কাশ্মীরের নতুন রাজ্যপালের নাম কি?
উঃ সত্যপাল মালিক।

35. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উঃ Canberra

36. পরবর্তী এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ চিন।

37. HDI কে জারি করে?
উঃ UNDP

38. নেদারল্যান্ডের রাজধানীর নাম কি?
উঃ Amsterdam

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া
বিদ্রঃ সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা আজকে RRB Group-D এর পরীক্ষা দিয়েছে ।

  • RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs): Download PDF

Coming Soon….
RRB Railway Group-D: 17th September 2018, Shift-II (GK & Current Affairs)

MGI E-BOOKS STORE

রেলওয়ে পরীক্ষাতে বাজিমাত করতে চান? তাহলে “মিশন ইন্ডিয়ান রেলওয়ে ২০১৮” ইবুকটি একবার দেখুন। আশাকরি সফলতা আসবেই।

দাম মাত্র ৩৫ টাকা।।

BUY NOW

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত