RRB Railway Group-D: 18th September 2018, Shift-I (GK & Current Affairs)

RRB Railway Group-D: 18th September 2018, Shift-I (GK & Current Affairs)

আপনারা জানেন যে, 17ই সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে RRB Railway Group-D এর পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পর্বের পরীক্ষা চলবে 16ই অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই গতকাল ও আজকে বিভিন্ন শহরে RRB Railway Group-D এর পরীক্ষা হলো। RRB Railway Group-D Exam 2018 এর 18th September 2018, Shift-I -এ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলোর প্রশ্নসহ উত্তর নীচে দেওয়া হলো এবং সঙ্গে PDF ও দেওয়া হলো। সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা আজকে RRB Group-D এর পরীক্ষা দিয়েছে ।

Coming Soon….
RRB Railway Group-D: 18th September 2018, Shift-II (GK & Current Affairs)

1.মিনামাটা রোগ কিসের জন্য হয়?
উঃ পারদ।

2. ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ Raghubar Das.

3. Hussain Lake কোথায় অবস্থিত?
উঃ হায়দ্রাবাদ।

4. Nainital Lake কোথায় অবস্থিত?
উঃ Uttarakhand

5. মুরাদাবাদ Smart City কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশ।

6. Tim Southee কোন দেশের Cricketer?
উঃ নিউজিল্যান্ড।

7. দাস বংশের প্রতিষ্ঠা কে?
উঃ কুতুবউদ্দিন আইবক।

8. আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী কে?
উঃ নির্মালা সীতারামান।

9. বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেনের নাম কি?
উঃ Haramain (সৌদি আরব)।

10. ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উঃ Emmanuel Macron

আরও পড়ুন “RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs)”

11. সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম কি?
উঃ হামিং বার্ড।

12. On the Black Hill বইয়ের লেখক কে?
উঃ Bruce Chatwin (1982)।

13. শান্তিতে নোবেল পেল কে?
উঃ ICAN

14. বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়?
উঃ ৮ই মার্চ।

15. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?
উঃ ২৫শে জানুয়ারি।

16. আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রীর নাম কি?
উঃ জগত প্রকাশ নাড্ডা।

17. ICC Under-19 Cricket World Cup 2018 কোন দেশ জিতেছে?
উঃ ভারত ।

18. অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উঃ ক্যানবেরা।

19. Femina Miss India 2018 কে হয়েছেন?
উঃ Anukreethy Vas

20. AMUL India CEO কে?
উঃ Shri Rupinder Singh Sodhi

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া
বিদ্রঃ সমস্ত প্রশ্ন দেশের বিভিন্ন শহরে থাকা আমাদের প্রতিনিধি ও মেম্বারদের দ্বারা সংগ্রহ করা হয়েছে যারা আজকে RRB Group-D এর পরীক্ষা দিয়েছে ।

  • RRB Railway Group-D: 18th September 2018, Shift-I (GK & Current Affairs): Download PDF
  • RRB Railway Group-D: 17th September 2018, Shift-I (GK & Current Affairs): Download PDF

Coming Soon….
RRB Railway Group-D: 18th September 2018, Shift-II (GK & Current Affairs)

 

MGI E-BOOKS STORE

রেলওয়ে পরীক্ষাতে বাজিমাত করতে চান? তাহলে “মিশন ইন্ডিয়ান রেলওয়ে ২০১৮” ইবুকটি একবার দেখুন। আশাকরি সফলতা আসবেই।

দাম মাত্র ৩৫ টাকা।।

BUY NOW

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত