ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২০
ভূগোলের জিকে ভাণ্ডার পর্ব-২০
”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
উঃ) তাপবিদ্যুৎ (59% প্রায়) ।
2. ভারতে বর্তমানে কয়টি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ? (2014)
উঃ) 90 টি ।
3. ভারতের মোট বিদ্যুতের কত শতাংশ জলবিদ্যুৎ ? (2014)
উঃ) 17 শতাংশ ।
4. ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ পরমানবিক উৎস থেকে আসে ? (2014)
উঃ) 2 শতাংশ ।
5. বর্তমানে ভারতে পারমানবিক পাওয়ার রিয়্যাক্টরের সংখ্যা কত ? (2014)
উঃ) 21 টি ।
6. ভারতের সর্ব দক্ষিণে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উঃ) তামিলনাড়ুর কুদানকুলাম ।
7. অপ্রচলিত শক্তি থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় ? (2014)
উঃ) 12 শতাংশ ।
8. সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি ?
উঃ) গুজরাট ।
9. ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্কের নাম কি ?
উঃ) চরণকা সোলার পার্ক (গুজরাট) ।
10. বায়ু বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম রাজ্য কোনটি ?
উঃ) তামিলনাড়ু ।
11. ভারতের ভূতাপ বিদ্যুৎ উৎপাদনে কয়টি উষ্ণ প্রস্রবণ ব্যবহার হয় ? (2014)
উঃ) প্রায় 400 টি ।
12. ডিজেল থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় ? (2014)
উঃ) 1 শতাংশ ।
13. প্রাকৃতিক গ্যাস থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ আসে ? (2014)
উঃ) 9 শতাংশ ।
14. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) মেঘালয় ।
15. কুন্তা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) তামিলনাড়ু ।
16. রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি ?
উঃ) রাওয়াত ভাটা ।
17. পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ?
উঃ) জামুরিয়া তে ।
18. তাতাপানি ভূ-তাপ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) ছত্তিশগড় ।
19. পশ্চিমবঙ্গের কোথায় ভূ-তাপ উৎপাদন কেন্দ্র রয়েছে ?
উঃ) বক্রেশ্বরে ।
20. নিউক্লিয়ার আর্ক বা পরমাণু ধনুক কয়টি রাজ্যে বিস্তৃত ?
উঃ) 6 টি রাজ্যে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “ভূগোলের জিকে ভাণ্ডার” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৯”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৮”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন