ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮
বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. সর্বোচ্চ স্তরের মেঘের নাম কি ?
উঃ সিরাস।
2. পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ মরুভূমি অধ্যুষিত ?
উঃ 16 শতাংশ।
3. চারণ (Charon) কি ?
উঃ প্লুটোর উপগ্রহ।
4. মোরেন কি ?
উঃ হিমবাহ বাহিত বস্তুপুঞ্জ।
5. সূর্যের উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সর্বাধিক ?
উঃ হাইড্রোজেন।
6. মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করেন ?
উঃ 1969 সালের 21 সে জুলাই।
7. বাদা কি ?
উঃ সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি।
8. ম্যাসানজোড় বাঁধের অপর নাম কি ?
উঃ কানাডা বাঁধ।
9. IST ও GMT এর মধ্যে সময়ের পার্থক্য কত ?
উঃহ5 ঘন্টা 30 মিনিট।
10. দাহনা কি ?
উঃ বালিয়াড়ি।
11. হিভিয়া কি ?
উঃ রাবার গাছের প্রজাতি।
12. ব্ল্যাক ফরেস্ট কি ?
উঃ স্তূপ পর্বত।
13. চিরহরিৎ বনের অপর নাম কি ?
উঃ ট্রপিক্যাল ফরেস্ট।
14. ভারতের কোন উপকূল কোঙ্কন উপকূল নামে পরিচিত ?
উঃ পশ্চিম উপকূল।
15. ভারতের সর্বপ্রাচীন তৈল শোধনাগার কোনটি ?
উঃ ডিগবয়।
16. বিশ্বে মোট টাইমজোনের সংখ্যা কত ?
উঃ 36 টি।
17. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি ?
উঃ অস্ট্রেলিয়ার মালভূমি।
18. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদয়ন এর নাম কি ?
উঃ কেইবুল লামজো।
19. কোন স্রোত তিনটি মহাসাগরেই বিদ্যমান ?
উঃ নিরক্ষীয় প্রতিস্রোত।
20. ভাগীরথী ও অলকানন্দার মিলন স্থল কি নামে পরিচিত ?
উঃ দেব প্রয়াগ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”
আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”