ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর

01. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?
উঃ) অ্যাস্থেনোস্ফিয়ারে I

02. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
উঃ) 8000 ডিগ্রি সেন্টিগ্রেড I

03. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?
উঃ) 34 টি I

04. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
উঃ) লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক) I

05. একটি থোলয়েডের উদাহরণ দাও I
উঃ) ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি I

06. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
উঃ) 40-50 মিটার/সেকেন্ড I

07. ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশিয় পাতের সুচার লাইন কাকে ধরা হয় ?
উঃ) সিন্ধু উপত্যকাকে I

08. ‘কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ’- কার উক্তি ?
উঃ) ভূবিজ্ঞানী এম.এফ.থমাস I

09. ওপেল কীরূপ পাললিক শিলা ?
উঃ) অসংহাত জাত I

10. ইউরোপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
উঃ) অভিসারী I

11. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?
উঃ) পাঁচ প্রকারের I

12. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
উঃ) পাঁচ ভাগে I

13. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
উঃ) 70 শতাংশ I

14. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?
উঃ) সমুদ্র তরঙ্গ I

15. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
উঃ) In-Situ প্রক্রিয়া I

16. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?
উঃ) 40 ডিগ্রি বা তার অধিক I

17. নদী মঞ্চ কয় প্রকার ?
উঃ) দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ I

18. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?
উঃ) তিনবার, 1960,65 ও 66 সালে I

19. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী I
উঃ) সোন I

20. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
উঃ) আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে I

21. প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করলেও তার মূলে রয়েছে ঐশ্বরিক ইচ্ছা- এরূপ মতবাদ ভৌগোলিক চিন্তায় কি নামে পরিচিত ?
উঃ) থিওক্র্যাটিক মতবাদ I

22. কোন পটভূমিতে মূলক ভূগোলের সূচনা হয় ?
উঃ) মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে I

23. কোন দশক থেকে ভূগোলে ব্যাপক ভাবে ‘Statistic’ এর ব্যবহার আরম্ভ হয় ?
উঃ) 1950-60 এর দশকে I

24. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
উঃ) কার্ল মার্ক্স I

25. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগোলে কি বলা হয় ?
উঃ) অঞ্চল I

26.দূরত্ব কয় প্রকার ?
উঃ) তিন প্রকার I

26. ভূগোলে ‘দেশ’ এর ধারণার দিক দুটি কিকি ?
উঃ) নিরপেক্ষ দেশ ও আপেক্ষিক দেশ I

28. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের সূচনা হয় কোথায় ?
উঃ) জার্মানীতে I

29. ভূগোলে ভাবলেখি চিন্তাধারা বলতে কি বোঝায় ?
উঃ) ভূপৃষ্ঠের বিবরণমূলক আলোচনা I

30. টেলর কোন গ্রন্থে ‘Stop and Go Determinism’ এর ধারণা দেন ?
উঃ) ‘Australia’ (1950) I

31. Van-Alen Radiation Belt এর অস্তিত্ব কবে প্রমাণিত হয় ?
উঃ) 1958 সালে I

32. হেটেরোস্ফীয়ার কয় ভাগে বিভক্ত ?
উঃ) চার ভাগে I

33. বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত ?
উঃ) 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড I

34. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?
উঃ) 19%

35. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?
উঃ) তিনটি I

36. আর্দ্রতার ভিত্তিতে থর্ণথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?
উঃ) নয় টি I

37. মার্কিন ভূসমীক্ষন উপগ্রহ Geos কোন কর্মসূচীর অধীনে সমীক্ষারত ?
উঃ) মোনেক্স (MONEX) I

38. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি ?
উঃ) শতকরা I

39. কোপেনের জলবায়ু বিভাজনে Aw এর অর্থ কি ?
উঃ) উষ্ণমন্ডলীয় আর্দ্র-শুষ্ক জলবায়ু I

40. বজ্র ঝঞ্ঝা কয় প্রকার
উঃ) তিন প্রকার I

41. ক্যাটেনা ধারণার উদ্ভাবক কে ?
উঃ) G. Milne (1935) I

42. মাটির গ্রথন অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ) 12 ভাগে I

43. রেগোলিথ কোন অঞ্চলে অধিক গঠিত হয় ?
উঃ) ক্রান্তীয় অঞ্চলে I

44. কোন স্তরে প্যান গঠিত হয় ?
উঃ) সঞ্চয়ন বা B স্তরে I

45. মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে ?
উঃ) কৌশিক জল I

46. ভারতে কয়টি জৈব বৈচিত্র তপ্তবিন্দু রয়েছে ?
উঃ) 4 টি I

47. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও I
উঃ) সুন্দরবন অঞ্চলের জোয়ার ভাটার জল সিক্ত অংশের মৃত্তিকা I

48. গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত ?
উঃ) সামাজিক বনসৃজন I

49. Belt of No Erosion ধারণার প্রবক্তা কে ?
উঃ) আর.ই.হার্টন I

50. ইউফোটিক অঞ্চলের গড় গভীরতা কত ?
উঃ) 50 মিটার I

-Edited by Gopal Mondal.

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

One thought on “ভূগোলের ৫০ টি প্রশ্ন ও উত্তর

  • April 11, 2018 at 11:34 am
    Permalink

    Khub valo ….কিন্তু দুই নম্বর প্রশ্নের উত্তর টা 4000 degree জায়গায় 6000 degree sentigrade hoto……

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত