প্রকাশিত হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তৃতীয় বর্ষের রেজাল্ট ।। একনজরে দেখে নিন ভূগোল অর্নাসে প্রাপ্ত নম্বরের Rank
কল্যাণী বিশ্ববিদ্যালয়
29/05/2018 মঙ্গলবার বিকালে প্রকাশিত হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তৃতীয় বর্ষের রেজাল্ট। গত বছরের থেকে এই বছর ভূগোলের রেজাল্ট ভালো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে এই বছর ভূগোল অর্নাসে 242 জন 60% বা তার অধিক নম্বর পেয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজগুলির মধ্যে ভূগোল অর্নাসে প্রথম স্থানাধিকারী MD Rehan Hussan, তার প্রাপ্ত নম্বর 569 (71.125%)। দ্বিতীয় স্থানাধিকারী Sudeb Pal, তার প্রাপ্ত নম্বর 561 (70.125%)। যুগ্ম ভাবে তৃতীয় অধিকার করেছে Tanushri Mandal (মেয়েদের মধ্যে প্রথম) ও Debolina Dutta Chowdhury (মেয়ে মধ্যে প্রথম), তাদের প্রাপ্ত নম্বর 558 (69.75%)।
KU GEOGRAPHY HONS RANK 2018
নীচে ভূগোল অর্নাসে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে তাদের Rank কতো তা পিডিএফ ফাইলে দেওয়া হলো। Download করে দেখে নিতে পারেন।
বিভিন্ন কলেজে ভূগোল অর্নাসে প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের তালিকা দেওয়া হলো (পরবর্তী সময়ে আরও যুক্ত হতে পারে) :
1. Karimpur Pannadevi College: Safikul Mandal= 538(67.25)
2. Domkal College: Aytal Hossen Mandal= 537 (67.125%)
3. Kanchrapara College: Neha Paul= 514 (64.25%)
যদি আপনার কেউ পরিচিত থাকে যে প্রথম হয়েছে তাহলে তার নাম, কলেজের নাম ও প্রাপ্ত নম্বর আমাদের কমেন্ট করুন। আমরা এই লিস্টে তা যুক্ত করে দিবো।
RESULT OF UG PART-III ( HONS.,MAJOR,GENERAL) EXAMINATION 2018
- B.A Part-III (3 Years Degree) General Examination 2018: Click here
- B.A Part-III (3 Years Degree) Honours Examination 2018: Click here
- B.Com. Part-III (3 Years Degree) General Examination 2018: Click here
- B.Com. Part-III (3 Years Degree) Honours Examination 2018: Click here
- B.Sc. Part-III (3 Years Degree) General Examination 2018: Click here
- B.Sc. Part-III (3 Years Degree) Honours Examination 2018: Click here
Ummey Salma 4th rank university
From lalbag scbc college