উচ্চ মাধ্যমিক ভূগোল প্রস্তুতি || প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ – কৃষিকাজ || সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

★ উচ্চমাধ্যমিক ভূগোল প্রস্তুতি ★
অধ্যায়ভিত্তিক নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অধ্যায়ঃ প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ – কৃষিকাজ

আমাদের নতুন সিরিজ “উচ্চ মাধ্যমিক ভূগোল প্রস্তুতি”। এই নতুন সিরিজে উচ্চ মাধ্যমিক ভূগোলের অধ্যায়ভিত্তিক নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে। আজকের আলোচিত অধ্যায় “প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ – কৃষিকাজ”

(১) কয়েকটি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ দাও।
উঃ- কৃষিকাজ, পশুপালন, মৎস্যচাষ, ফলমূল সংগ্রহ প্রভৃতি।

(২) কোনপ্রকার অর্থনৈতিক কার্যাবলীতে যুক্ত শ্রমজীবীদের ‘লাল পোশাক শ্রমজীবী’ বলে?
উঃ- প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী।

(৩) কোথায় কোথায় শুষ্ক কৃষি দেখা যায়?
উঃ- ইজরায়েল, মিশর, সিরিয়া, লেবানন প্রভৃতি দেশে।

(৪) শুষ্ক কৃষির প্রধান ফসল গুলি কিকি?
উঃ- মিলেট, ভুট্টা প্রভৃতি।

(৫) কোথায় কোথায় আর্দ্র কৃষি দেখা যায়?
উঃ- ভারত (উঃ-পূঃ), বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম প্রভৃতি দেশে।

(৬) আর্দ্র কৃষির প্রধান ফসল গুলি কিকি?
উঃ- ধান, পাট প্রভৃতি।

(৭) NABARD শব্দটির পুরো অর্থ কি?
উঃ- National Bank for Agriculture and Rural Development (জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক)।

(৮) কত সালে NABARD স্থাপিত হয়?
উঃ- ১৯৮২ সালে।

(৯) শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি?
উঃ- মৃত্তিকার উর্বরতা বজায় রাখা।

(১০) শস্য সমন্বয়ের আদর্শ মডেল কে প্রদান করেন?
উঃ- জে. সি. উইভার (১৯৫৪)।

(১১) শস্য প্রগাঢ়তার সূত্র কি?
উঃ- মোট চাষের জমি/প্রকৃত চাষের জমি x ১০০।

(১২) ভারতের কোন রাজ্যে সর্বাধিক শস্য প্রগাঢ়তা দেখা যায়?
উঃ- পাঞ্জাব।

(১৩) সবুজ বিপ্লবের জনক কে?
উঃ- নরম্যান বোরলগ।

(১৪) ভারতে সবুজ বিপ্লবের জনক কে?
উঃ- এম. এস. স্বামীনাথন।

(১৫) সবুজ বিপ্লব শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ- উইলিয়াম গাউড।

(১৬) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে সবুজ বিপ্লব সংঘটিত হয়?
উঃ- তৃতীয় (১৯৬১-৬৬)।

(১৭) সবুজ বিপ্লবে কোন শস্য সর্বাধিক উৎপাদন হয়?
উঃ- গম।

(১৮) শ্বেত বিপ্লব কি?
উঃ- দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের বিপুল উৎপাদন বৃদ্ধি।

(১৯) ভারতে কত সালে শ্বেত বিপ্লব ঘটে?
উঃ- ১৯৭০।

(২০) ভারতের শ্বেত বিপ্লবের জনক কে?
উঃ- ভার্গিস কুরিয়েন।

(২১) অপারেশন ফ্লাড কি?
উঃ- ভারতে দুগ্ধ উৎপাদনের কর্মসূচী।

(২২) কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলে?
উঃ- হরিয়ানা।

(২৩) নীল বিপ্লব কি?
উঃ- মৎস্য উৎপাদন বৃদ্ধি।

(২৪) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে নীল বিপ্লব সংঘটিত হয়?
উঃ- সপ্তম (১৯৮৫-৯০)।

(২৫) কোন দেশ নীল বিপ্লবে ভারতকে সহায়তা করেছিল?
উঃ- নরওয়ে।

(২৬) ধান উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম?
উঃ- চিন।

(২৭) ‘চিনের ধানের গোলা’ কাকে বলে?
উঃ- হুনান প্রদেশ।

(২৮) ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(২৯) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- কটক।

(৩০) আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- ম্যানিলা (ফিলিপাইনস)।

(৩১) ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ- পশ্চিমবঙ্গ।

(৩২) কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল/মৌসুমি ফসল বলে?
উঃ- ধান।

(৩৩) কোন কৃষিতে সবচেয়ে ভালো শস্যাবর্তন দেখা যায়?
উঃ- মিশ্র কৃষি।

(৩৪) গম উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- চিন।

(৩৫) গম উৎপাদনে বিশ্বে ভারত কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(৩৬) গম উৎপাদনে বিশ্বে কোন দেশ তৃতীয়?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৩৭) গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ- উত্তরপ্রদেশ।

(৩৮) হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ- পাঞ্জাব।

(৩৯) ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- পুসা (নিউদিল্লি)।

(৪০) আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- মেক্সিকো সিটি (মেক্সিকো)।

(৪১) পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার রয়েছে?
উঃ- চুঁচুড়া (হুগলি)।

(৪২) ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?
উঃ- ধান।

(৪৩) ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
উঃ- গম।

(৪৪) ডাল উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- ভারত।

(৪৫) ভারতে কোন ডালশস্য সর্বাধিক জনপ্রিয়?
উঃ- অড়হর।

(৪৬) কোনপ্রকার শস্যকে ‘পয়রা শস্য’ বলে?
উঃ- ডালশস্য।

(৪৭) ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ- মধ্যপ্রদেশ।

(৪৮) মিলেট শব্দটির অর্থ কি?
উঃ- ক্ষুদ্র দানার ফসল।

(৪৯) প্রধান মিলেট জাতীয় শস্য কোনগুলি?
উঃ- জোয়ার, বাজরা, রাগি।

(৫০) ভারতের তৃতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
উঃ- জোয়ার।

(৫১) চোলম কি?
উঃ- দাক্ষিণাত্যে জোয়ার চোলম নামে পরিচিত।

(৫২) কম্বু কি?
উঃ- দাক্ষিণাত্যে বাজরা কম্বু নামে পরিচিত।

(৫৩) ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম?
উঃ- মহারাষ্ট্র।

(৫৪) ভারতের কোন রাজ্য বাজরা উৎপাদনে প্রথম?
উঃ- রাজস্থান।

(৫৫) ভারতের কোন রাজ্য রাগি উৎপাদনে প্রথম?
উঃ- কর্ণাটক।

(৫৬) ভারতের কেন্দ্রীয় মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- রাজেন্দ্রনগর (হায়দ্রাবাদ)।

(৫৭) বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পানীয় কোনটি?
উঃ- চা।

(৫৮) কোন পানীয় ফসলকে ‘সোনালী পানীয়’ বলে?
উঃ- চা।

(৫৯) চা উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- চিন।

(৬০) চা উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(৬১) ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম?
উঃ- আসাম।

(৬২) পশ্চিমবঙ্গের কোথাকার চা পৃথিবী বিখ্যাত?
উঃ- দার্জিলিং।

(৬৩) দক্ষিণ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম?
উঃ- তামিলনাড়ু।

(৬৪) ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- জোড়হাট (আসাম)।

(৬৫) কোন দেশকে পৃথিবীর কফির পাত্র বলে?
উঃ- ব্রাজিল (কফি উৎপাদনে বিশ্বে প্রথম)।

(৬৬) ভারত কফি উৎপাদনে বিশ্বে কোন স্থান অধিকার করে?
উঃ- সপ্তম।

(৬৭) ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম?
উঃ- কর্ণাটক।

(৬৮) ‘ভারতের কফি রাজধানী’ কাকে বলে?
উঃ- কোদাগু (কর্ণাটক)।

(৬৯) ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- চিকমাগালুর (কর্ণাটক)।

(৭০) ফাজেন্ডা কি?
উঃ- ব্রাজিলের কফি বাগিচা।

(৭১) ভারতের প্রধান কফি উৎপাদক রাজ্য কি কি?
উঃ- কর্ণাটক (প্রথম), কেরালা (দ্বিতীয়), তামিলনাড়ু (তৃতীয়)।

(৭২) শ্রীলঙ্কার প্রধান চা উৎপাদক অঞ্চল কোনটি?
উঃ- নুয়ারা এলিয়া অঞ্চল।

(৭৩) কার্পাস উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- চিন।

(৭৪) কার্পাস উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(৭৫) ভারতের কোন রাজ্য কার্পাস উৎপাদনে প্রথম?
উঃ- গুজরাট।

(৭৬) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- নাগপুর।

(৭৭) মিশরের কোন অঞ্চল কার্পাস উৎপাদনে শ্রেষ্ঠ?
উঃ- নীলনদ অববাহিকা।

(৭৮) কোন ফসলকে সাদা সোনা বলে?
উঃ- কার্পাস।

(৭৯) ইক্ষু উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- ব্রাজিল।

(৮০) কোন দেশকে ‘চিনির পাত্র’ বলে?
উঃ- কিউবা।

(৮১) ভারত ইক্ষু উৎপাদনে বিশ্বে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(৮২) ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম?
উঃ- উত্তর প্রদেশ (ভারতের ইক্ষু রাজ্য)।

(৮৩) ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- লখনউ।

(৮৪) রেটুন প্রথা কোন ফসল চাষের সাথে যুক্ত?
উঃ- ইক্ষু।

(৮৫) পাট উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- বাংলাদেশ।

(৮৬) প্রাচ্যের ডান্ডি কোন বন্দরকে বলে?
উঃ- নারায়ণগঞ্জ (বাংলাদেশ)।

(৮৭) পাট উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উঃ- দ্বিতীয়।

(৮৮) ভারতে সর্বাধিক গুরুত্বপূর্ণ তৈলবীজ কোনটি?
উঃ- চিনাবাদাম।

(৮৯) চিনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ- গুজরাট।

(৯০) কোন বৃক্ষকে কল্পতরু বৃক্ষ/Tree of Life বলে?
উঃ- নারিকেল।

(৯১) নারিকেল উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উঃ- ইন্দোনেশিয়া।

(৯২) শ্রীলঙ্কার কোন অঞ্চল নারিকেল উৎপাদনে শ্রেষ্ঠ?
উঃ- দক্ষিণ পশ্চিম উপকূল।

(৯৩) নারিকেল উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উঃ- তৃতীয়।

(৯৪) ট্রাক ফার্মিং কি?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত।

(৯৫) ফ্লোরিকালচার কি?
উঃ- সারাবছর ধরে বর্ষজীবী ও মরশুমি ফুলের চাষ।

(৯৬) পোমামকালচার কি?
উঃ- সারাবছর ধরে বর্ষজীবী ও মরশুমি ফলের চাষ।

(৯৭) ওলেরিকালচার কি?
উঃ- সারাবছর ধরে বর্ষজীবী ও মরশুমি শাকসবজি চাষ।

(৯৮) ভারতের কোন রাজ্যে শুধুমাত্র জৈব কৃষি দেখা যায়?
উঃ- সিকিম।

(৯৯) ভারতের কেন্দ্রীয় ডাল গবেষণাগার কোথায় অবস্থিত?
উঃ- কানপুর (উত্তরপ্রদেশ)।

(১০০) ‘Dew of Heaven’ কি?
উঃ- হাওয়াই দ্বীপপুঞ্জে নারিকেল বৃক্ষ ‘Dew of Heaven’ নামে পরিচিত।


সংকলনেঃ- দেবিকা হালদার (জলঙ্গি, মুর্শিদাবাদ)
[সংকলিকা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভূগোল স্নাতকোত্তর বিভাগের ছাত্রী]
©ভূগোলিকা-Bhugolika
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত