মাধ্যমিক ভূগোল প্রস্তুতি || বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ || সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

★ মাধ্যমিক ভূগোল প্রস্তুতি ★
অধ্যায়ভিত্তিক নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ

আমাদের নতুন সিরিজ “মাধ্যমিক ভূগোল প্রস্তুতি”। এই নতুন সিরিজে মাধ্যমিক ভূগোলের অধ্যায়ভিত্তিক নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে। আজকের আলোচিত অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ”

১. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবৰ্তন ঘটায়, তাকে কি বলে?
উঃ- বহির্জাত প্রক্রিয়া।

২. বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎসের নাম কি?
উঃ- সূর্য।

৩. ‘পর্যায়ন’ বা ‘Gradation’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ- জি. কে. গিলবার্ট (১৮৭৬)।

৪. যে প্রক্রিয়ার মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায়, সেই প্রক্রিয়াকে কি বলে?
উঃ- অবরোহন প্রক্রিয়া।

৫. যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, সেই প্রক্রিয়াকে কি বলে?
উঃ- আরোহন প্রক্রিয়া।

৬. কোন প্রক্রিয়ার অপর নাম নগ্নীভবন?
উঃ- অবরোহন।

৬. নদীর জলপ্রবাহ পরিমাপের একক কি?
উঃ- এফ পি এস পদ্ধতিতে কিউসেক ও সি জি এস পদ্ধতিতে কিউমেক।

৭. শুষ্ক অঞ্চলের গিরিখাত কি নামে পরিচিত?
উঃ- ক্যানিয়ন।

৮. যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে?
উঃ- জলবিভাজিকা।

৯. কোন নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক ‘মিয়েন্ডার’ নামে পরিচিত?
উঃ- তুরস্কের আঁকাবাঁকা নদী ‘মিয়েন্ড্রস’।

১০. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি?
উঃ- ভারাহি নদীর ‘কুঞ্চিকল জলপ্রপাত’।

১১. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো কি নামে পরিচিত?
উঃ- মন্থকূপ।

১২. ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি?
উঃ- মাজুলি।

১৩. ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উঃ- গঙ্গা অববাহিকা (৯.৫২ লক্ষ বর্গ কিমি)।

১৪. পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি?
উঃ- গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ।

১৫. বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত?
উঃ- শিলাবতী নদীতে।

১৬. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন।

১৭. অনেকগুলি পটহোল একসাথে গড়ে উঠলে, তখন তাকে কি বলে?
উঃ- পটহোল কলোনি।

১৮. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?
উঃ- সিয়াচেন।

১৯. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি?
উঃ- আলাস্কার হুবার্ড।

২০. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উঃ- আন্টার্কটিকার ল্যাম্বার্ট।

২১. সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলে?
উঃ- হিমশৈল।

২২. মেরু বা পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উপর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে কি বলে?
উঃ- হিমরেখা।

২৩. হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলি কি নামে পরিচিত?
উঃ- ক্রেভাস।

২৪. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলি কি নামে পরিচিত?
উঃ- বার্গস্রুন্ড।

২৫. র‍্যান্ডক্লাফট কি?
উঃ- হিমবাহ উপত্যকার পেছনে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে ফাঁককে র‍্যান্ডক্লাফট বলে।

২৬. মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে?
উঃ- নুনাটক।

২৭. ‘ফিয়র্ডের দেশ’ কাকে বলা হয়?
উঃ- নরওয়েকে।

২৮. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ- এঞ্জেল জলপ্রপাত।

২৯. হিমবাহের ‘U’ আকৃতির উপত্যকাকে কি বলে?
উঃ- হিমদ্রোণী।

৩০. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি?
উঃ- গ্র্যান্ড ব্যাংক।

৩১. সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?
উঃ- আৰ্গ।

৩২. হামাদা কি?
উঃ- সাহারায় শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত।

৩৩. নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়?
উঃ- সমুদ্রপৃষ্ঠ।

৩৪. ফানেল আকৃতির নদী মোহানা কি নামে পরিচিত?
উঃ- খাড়ি।

৩৫. ধ্রিয়ান কি?
উঃ- চলমান বালিয়াড়িকে ভারতের থর মরুভূমিতে ধ্রিয়ান বলে।

৩৬. প্লায়া কি?
উঃ- মরু অঞ্চলে লবনাক্ত জলের হ্রদকে প্লায়া বলে।

৩৭. ডিমের ঝুড়ি ভূমিরূপ/’Basket of Egg Topography’ কোন ভূমিরূপকে বলা হয়?
উঃ- ড্রামলিনকে।

৩৮. Mashroom Rock কোন ভূমিরূপকে বলা হয়?
উঃ- গৌরকে।

৩৯. মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড় কি নামে পরিচিত?
উঃ- ইনসেলবার্জ।

৪০. ষষ্ঠঘাতের সূত্র অনুযায়ী নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
উঃ- ৬৪ গুণ।

৪১. সুন্দরবনের একটি নিমজ্জমান দ্বীপের উদাহরণ দাও।
উঃ- নিউমুর।

৪২. ঝুলন্ত উপত্যকায় কি ভূমিরূপ দেখা যায়?
উঃ- জলপ্রপাত।

৪৩. গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিরূপ কি নামে পরিচিত?
উঃ- কেম।

৪৪. জমাটবদ্ধ তুষারকণা কি নামে পরিচিত?
উঃ- ফার্ন।

৪৫. ভারতের নীলকন্ঠ শৃঙ্গ কোনপ্রকার ভূমিরূপের উদাহরণ?
উঃ- পিরামিড চূড়া।

৪৬. পৃথিবীর বৃহত্তম মরুখাত কোনটি?
উঃ- কাতারা (মিশর)।

৪৭. লোয়েস শব্দের অর্থ কি?
উঃ- বায়ুবাহিত সূক্ষ্ম পদার্থ।

৪৮. ধান্দ কি?
উঃ- থর মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট গর্ত।

৪৯. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কি নামে পরিচিত?
উঃ- বার্খান।

৫০. কোনপ্রকার বালিয়াড়ির অপর নাম সিফ বালিয়াড়ি?
উঃ- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।


সংকলনেঃ- বিদিশা মুখার্জী (ঘাটাল, পশ্চিম মেদিনীপুর)
তথ্যসূত্রঃ- ভূগোলিকা-Bhugolika
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত