বন্যপ্রাণ ও বাণিজ্যিক মৎস্যচাষ সংরক্ষণে ১৬ মিলিয়ন ডলার সাহায্য মিসিসিপিকে
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রক মিসিসিপি রাজ্যকে বন্যপ্রাণ ও বাণিজ্যিক মৎস্যচাষ সংরক্ষণে ১৬ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করতে চলেছে। সংরক্ষণ এবং আউটডোর আমোদপ্রমোদ ব্যবস্থা গড়ে তুলতে, ‘ম্যাগনোলিয়া রাজ্য’ হিসেবে পরিচিত মিসিসিপি রাজ্য ১,৬১,৫৩,৯৬৬ ডলার পেতে চলেছে। পিটম্যান-রবার্টসন বন্যপ্রাণ পুনর্স্থাপন এবং ডিঙ্গেল-জনসন স্পোর্টস ফিশ রিস্টোরেশন আইনে আদায়কৃত রাজস্ব থেকে এই আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে।
মিসিসিপির বন্যপ্রাণ, ফিশারিজ ও পার্ক দপ্তরের প্রযুক্তিগত কর্মসূচীর ডিরেক্টর ল্যারি ক্যাসল এই আর্থিক সাহায্যকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও জানান, এই বিপুল পরিমাণ টাকা মিসিসিপি রাজ্যের বন্যপ্রাণ ব্যবস্থাপনা ও হ্রদগুলির উন্নয়নে ব্যয় করা হবে।
উল্লেখ্য, মিসিসিপি রাজ্যের প্রায় অর্ধেকেরও বেশি অঞ্চল অরণ্য আবৃত। এই রাজ্যে জীববৈচিত্র্যের বিপুল সম্ভার রয়েছে। মিসিসিপি রাজ্য হল আমেরিকা যুক্তরাষ্ট্রের মৎস্য প্রজাতির বৈচিত্র্যে অন্যতম শ্রেষ্ঠ। এই রাজ্যে ২০৪ টি স্থানীয় মৎস্য প্রজাতি রয়েছে।
তথ্যসূত্রঃ- The Clarion-Ledger
-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।