সাগরপাড়াতে EVOLUTION -এর উদ্যোগে মহা উৎসব রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, সাগরপাড়াঃ গত ১ লা জুলাই, বুধবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মূখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন তথা জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে জলঙ্গী ব্লক প্রশাসনের সহযোগিতায় ও EVOLUTION -এর উদ্যোগে মহা উৎসব রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই দিনে জলঙ্গী ব্লকের ৬৭ জন সুপারহিরো তাদের মূল্যবান রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে ছেলেদের সাথে সাথে প্রচুর স্থানীয় মেয়েরাও রক্তদান করেন।

প্রত্যেক সুপারহিরো রক্তদাতার সম্মানে EVOLUTION -এর পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়- N-95 মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, একটি করে সেগুন গাছের চারা, চিকেন বিরিয়ানি, স্পেশাল টিফিন ও এক গ্লাস দুধ।

গত বুধবার EVOLUTION -এর উদ্যোগে মহা উৎসব রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লকের BDO, Joint BDO, Deputy Magistrate, নার্স ও ব্লাডব্যাংকের সদস্যগণ।