ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর ।। 100+ SAQ Indian Geography PDF
01. ভারতে ক্ষেত্র বিশেষে বর্ষাকালের স্থায়ীত্ব কাল কত ?
উঃ) 1-5 মাস I
02. ‘মৌসুমী’ শব্দের উৎপত্তি কোন মালয়ান শব্দ থেকে ?
উঃ) মনসিন (monsin) I
03. মৌসুমী বায়ুর উৎপত্তিতে ‘Aerological Concept’ এর প্রবক্তা কে ?
উঃ) জার্মান আবহাওয়াবিদ R.Scherhag (1948) I
04. Monex কর্মসূচিতে (1973) ভারতের সঙ্গে যৌথ ভাবে কোন দেশ কাজ করে ?
উঃ) রাশিয়া I
05. ‘The Monsoons of the World’ নামক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ) 1958 সালে I
06. El-Nino কোন সামুদ্রিক স্রোতের অবলুপ্তি ঘটায় ?
উঃ) শীতল পেরু বা হামবোল্ড স্রোতের I
07. Southern Oscillation কে আবিষ্কার করেন ?
উঃ) স্যার গিলবার্ট ওয়ালকার (1924) I
08. Indian Meteorological Service এর প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন ?
উঃ) স্যার গিলবার্ট ওয়ালকার I
09. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে কত শতাংশ বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উঃ) 79 শতাংশ I
10. : জলসেচ কমিশন অনুযায়ী ভারতে কয় প্রকার খরা অঞ্চল দেখা যায় ?
উঃ) দুই প্রকার; ক্ষরা প্রবণ অঞ্চল ও দীর্ঘকালীন ক্ষরা প্রভাবিত অঞ্চল I
11. ভারতীয় বনভূমির কত শতাংশ উদ্ভিদ প্রজাতি বহির্গত ?
উঃ) প্রায় 40 শতাংশ I
12. ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক চারিত্রিক বৈশিষ্ট সর্বপ্রথম কে উল্লেখ করেন ?
উঃ) Hooker ও Thomson (1855) I
13. পাতার প্রকারের ভিত্তিতে ভারতীয় অরণ্যকে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ?
উঃ) দুটি I
14. অবিভক্ত ভারতে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল প্রথম কে চিহ্নিত করেন ?
উঃ) প্রেইন (Prain,1874) I
15. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?
উঃ) 5000 প্রজাতির I
16. স্টেপ, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?
উঃ) কোনটিই নয় I
17. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?
উঃ) 1952 সালে I
18. The Forest Survey of India কবে স্থাপিত হয় ?
উঃ) 1981 সালে I
19. ICFRE এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Indian Council of Forestry Research and Education .
20. Center of Social Forestry and Eco-rehabilation কোথায় অবস্থিত ?
উঃ) এলাহাবাদে I
আরও দেখুন পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
21. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?
উঃ) 13 টি I
22. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উঃ) পারাদ্বীপ I
23. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?
উঃ) মহারাষ্ট্রে (48টি ) I
24. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?
উঃ) জওহরলাল নেহেরু বন্দর I
25. নিউম্যাঙগালোর বন্দর কোন উপকূলে অবস্থিত ?
উঃ) পশ্চিম উপকূলে I
26. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?
উঃ) বিশাখাপত্তনম বন্দর I
26. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?
উঃ) পেট্রোলিয়াম I
27. National Shipping Board কবে গঠিত হয় ?
উঃ) 1958 সালে I
28. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?
উঃ) কোচিন I
29. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?
উঃ) পোর্টব্লেয়ার I
30. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?
উঃ) 200 এর অধিক I
31. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?
উঃ) ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I
32. গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ?
উঃ) বিহার ও উত্তর প্রদেশ I
33. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ?
উঃ) 5 টি I
34. কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত ?
উঃ) হাজারীবাগ জেলায় I
35. দামোদর পরিকল্পনা কোন বৈদেশিক নদী পরিকল্পনার আদলে নির্মিত ?
উঃ) টেনেসি পরিকল্পনা I
36. নর্মদা সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) মধ্যপ্রদেশ রাজ্যে I
37. মাচকুঁদ পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উঃ) অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার I
38. পারম্বিকুলাম পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উঃ) তামিলনাড়ু ও কেরালার I
39. THDC এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Tehri Hydro-Dam Corporation.
40. Tehri Hydro-Dam Corporation কবে গঠিত হয় ?
উঃ) 1989 সালে I
আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”
41. উদ্ভিদকুলের গঠনের ভিত্তিতে ভারতকে কি নামে অভিহিত করা হয় ?
উঃ) ‘মিনি-পৃথিবী’ I
42. জে.ডি. হুকার (1907) ভারতকে কয়টি উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেন ?
উঃ) নয়টি I
43. ‘রাখ’ (Rakh) কি ?
উঃ) ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম I
44. ‘থর'(Thar) কি ?
উঃ) ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত বালিয়াড়ি গুল্ম রাজপুতনায় থর নামে পরিচিত I
45. পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল কটি উপঅঞ্চলে বিভক্ত ?
উঃ) তিনটি I
46. তরাই অঞ্চলে কোন উপ উদ্ভিদ অঞ্চল বিকশিত হয়েছে ?
উঃ) ক্রান্তীয় উষ্ণ উদ্ভিদ অঞ্চল I
47. ভারতে কয়টি পরিবারের দ্বিবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উঃ) 140 টি I
48. ভারতে কয়টি পরিবারের একবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উঃ) 35 টি I
49. কুমায়ুন থেকে পাকিস্তানের চিত্রল পর্যন্ত অংশে কোন উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল বিস্তৃত ?
উঃ) পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল I
50. পূর্বঘাট পর্বতমালার প্রধান বৃক্ষ কি ?
উঃ) চন্দন I
51. ভারতের কোন অংশ ‘Oldest Landmass’ নামে পরিচিত ?
উঃ) দক্ষিণ ভারত I
52. ভারতের গ্রেট প্লেন রিজিয়ন কয়টি মেসো লেভেল রিজিয়ন এ বিভক্ত ?
উঃ) 6 টি I
53. রাজস্থান সমভূমির প্রধান দুটি বিভাগ কিকি ?
উঃ) মরুস্থলী ও রাজস্থান বাগার I
54. হিমালয় পার্বত্যাঞ্চল প্রধান কয়টি অংশে গঠিত ?
উঃ) 5 টি I
55. মালনাদ (মধ্য সৈহাদ্রি) কোন মালভূমির অন্তর্গত ?
উঃ) কর্ণাটক মালভূমির I
56. রিমল্যান্ড কোন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত ?
উঃ) ছত্তিশগড় অঞ্চল I
57. এস.পি. চ্যাটার্জি 1965 সালে ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে কয়টি প্রধান অঞ্চলে বিভক্ত করেন ?
উঃ) 7 টি I
58. ঝিলাম নদী কোন অংশে নৌপরিবহন যোগ্য ?
উঃ) খানাবল ও সোপোর এর মধ্যবর্তী অংশে I
59. বৃহৎ হিমালয়ে 6000 মিটারের উচ্চশৃঙ্গের সংখ্যা কত ?
উঃ) 13 টি I
60. ‘No man’s land’ নামে ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল পরিচিত ছিল ?
উঃ) ছোটনাগপুর মালভূমি অঞ্চল I
আরও দেখুন ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর
61. সুন্দরবনের উত্তর সীমানা-রেখার নাম কি ?
উঃ) ড্যাম্পিয়ার হজেস লাইন I
62. ভারতের দীর্ঘতম হিমবাহ কি ?
উঃ) সিয়াচেন I
63. ভারতের প্রথম ‘Magneto Hydro Dynamics Power Plant’ স্থাপিত হয় ?
উঃ) তিরুচিরাপল্লী তে I
64. ভারতের কোথায় সর্বাধিক রাবার চাষ হয় ?
উঃ) কেরালাতে I
65. এশিয়ার প্রথম ‘OTEC Power Plant ‘ কোথায় স্থাপিত হয় ?
উঃ) কাভারাত্তি তে I
66. দার্জিলিং জেলার কোথায় সিঙ্কোনা চাষ হয় ?
উঃ) মংপু তে I
67. ভারতের সবথেকে প্রাচীণ পর্বত কোনটি ?
উঃ) আরাবল্লী I
68. কোন অঞ্চলে লোধি উপজাতি বসবাস করে ?
উঃ) তরাই অঞ্চলে I
69. ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি ?
উঃ) লাদাখ I
70. সুন্দরবন উন্নয়ন পর্ষদ কবে গড়ে উঠে ?
উঃ) 1953 সালে I
71. ভারতে খনি ও খনিজ আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1947 সালে
72. ভারতে রিভার্স বোর্ডস আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1956 সালে I
73. ভারতে শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1951 সালে I
74. ভারতে ফ্যাক্টরিজ আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1948 সালে I
75. ভারতে এটমিক এনার্জি আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1962 সালে I
76. ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প আরম্ভ হয় ?
উঃ) 1973 সালে I
77. ভারতে কবে হস্তী প্রকল্প আরম্ভ হয় ?
উঃ) 1992 সালে I
78. ভারতে কবে কুমির প্রকল্প আরম্ভ হয় ?
উঃ) 1975 সালে I
79. ভারতে কবে সিংহ প্রকল্প আরম্ভ হয় ?
উঃ) 1972 সালে I
80. ভারতে কবে চিপকো আন্দোলনের সূচনা হয় ?
উঃ) 1973 সালে I
আরও “বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্য সমাধান”
81. TISCO শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Tata Iron and Steel Company .
82. IISCO শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Indiana Iron and Steel Company .
83. HSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Hindusthan Steel Limited.
84. VISL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Visveswaraya Iron and Steel Limited .
85. BSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Bhilai Steel Plant .
86. BSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Bokaro Steel Limited .
87. SSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Salem Steel Plant .
88. VSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Valacharabhu Steel Plant .
89. JVSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উঃ) Jindal Vijaynagar Steel Limited .
90. দ্বৈতরী স্টিল প্ল্যান্টের সহায়ককারী ভারতীয় শিল্প গোষ্ঠীর নাম কি ?
উঃ) টাটা গ্রুপ I
91. ভারতের কোন যন্ত্র শিল্প বিশ্বের প্রাচীনতম ?
উঃ) কর্পাস বয়ন শিল্প I
92. ভারতের কোথায় প্রথম কর্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ?
উঃ) কোলকাতার নিকট ফোর্ট গ্লষ্টারে I (1818)
93. ভারতের প্রথম সফল কাগজ শিল্প কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উঃ) বেলী তে (1867) I
94. ভারতের প্রথম কোথায় মোটরগাড়ি নির্মাণের কাজ শুরু হয় ?
উঃ) 1928 সালে মুম্বইতে I
95. নিশান ট্রাক কারখানা কোথায় অবস্থিত ?
উঃ) জব্বলপুরে I
96. ভারতে সড়কপথ কয় ভাগে বিভক্ত ?
উঃ) চার ভাগে I
97. এলাহাবাদ- হলদিয়া জাতীয় জলপথ কয়টি অংশে বিভক্ত ?
উঃ) তিনটি অংশে I
98. ভারতে জেলা সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষনের প্রধান দ্বায়িত্ব থাকে কোন সংস্থার ?
উঃ) PWD এর I
99. বর্তমানে ভারতীয় রেলের জোন সংখ্যা কত ?
উঃ) 16 টি I
100. কোন বছর ভারতীয় রেলের সর্বাধিক সংখ্যক রেল জোন গঠিত হয় ?
উঃ) 2003 সালে, 5 টি I
-গোপাল মন্ডল।।
- “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর” FREE PDF (100+ SAQ Indian Geography in Bengali): Download PDF