ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর ।। প্রতিদিন ৩০টি প্রশ্ন ও উত্তর ।। প্রথম পর্ব

ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”ভারতের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “ভারতের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন  ভারতের ভূগোলের ৩০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. ’প্রাচ্যের নন্দনকানন’ কাকে বলা হয়?
উঃ কাশ্মীর উপত্যকা।

2. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?
উঃ ভারত ও চিন।

3. কোন প্রণালী কার নিকোবর ও লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে?
উঃ 10 ডিগ্রি চ্যানেল।

4. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত?
উঃ 74.04%।

5. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন?
উঃ হরিয়ানা।

6. পূর্ব ও পশ্চিমঘাটের সংযোগস্থলে কোন পর্বত অবস্থিত?
উঃ নীলগিরি পর্বত।

7. শিলং মালভূমি ‘মেঘালয়’ নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন?
উঃ এস. পি. চ্যাটার্জি।

8. ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত?
উঃ 7000 কিমি।

9. নীলগিরি কী ধরনের পর্বত?
উঃ স্তূপ পর্বত।

10. ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?
উঃ কন্যাকুমারিকা।

11. ভারতের উত্তরতম স্থান কোনটি?
উঃ ইন্দিরা কল।

12. ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কয়টি?
উঃ 22টি।

13. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিলো?
উঃ ভাষা।

14. ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি?
উঃ অন্ধ্রপ্রদেশ।

15. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত?
উঃ 82°30′ পূর্ব।

16. ভারতের কোন রাজ্যের সাথে সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে?
উঃ উত্তরপ্রদেশ।

17. কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উঃ গুজরাট।

18. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?
উঃ ইন্দিরাপয়েন্ট যা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত।

19. ভারতের বৃহত্তম জেলা কোনটি?
উঃ গুজরাটের কচ্ছ।

20. কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে কম?
উঃ আফগানিস্তান।

21. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ কেরলের মাহে।

22. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ কাঞ্চনজঙ্ঘা (8598 মি), মতান্তরে K2 (8611 মি)।

23. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ আনাইমুদি (2695 মি)।

24. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?
উঃ লাদাখ।

25. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি?
উঃ আরাবল্লী।

26. ‘প্যাট’ ভূমিরূপ বলতে কী বোঝায়?
উঃ চ্যাপটা মাথাবিশিষ্ট পাহাড়।

27. পক প্রণালী ভারতকে কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে?
উঃ শ্রীলঙ্কা।

28. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উঃ সিয়াচেন।

29. ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।

30. ভারত তথা পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
উঃ মাজুলি।

  • “ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” প্রথম পর্ব PDF (Indian Geography SAQ Part-1 PDF): Download PDF

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

পশ্চিমবঙ্গের ভূগোল

  • “পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন: Click Here
Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত