ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬

”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. TRAI এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Telecom Regulatory Authority of India .

2. বর্তমানে ভারতে ডাকঘরের সংখ্যা কত ?
উঃ 1,55,300 (প্রায়)।

3. ভারতে বর্তমানে ‘নবরত্ন’ সম্মান প্রাপ্ত কোম্পানির সংখ্যা কত ?
উঃ 17 টি।

4. 17 তম নবরত্ন সংস্থার নাম কি ?
উঃ Indian Shipping Corporation.

5. রেল মন্ত্রকের অধীনে অধিগৃহীত সংস্থার সংখ্যা কত ?
উঃ 10 টি।

6. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক কবে প্রকাশিত হয় ?
উঃ 2002 সালের 23 এপ্রিল।

7. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক প্রকাশ কালে প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ অটলবিহারী বাজপেয়ী।

8. Agricultural Insurance Company of India Ltd. কবে গঠিত হয় ?
উঃ 2002 সালে।

9. জাতীয় কৃষি বীমা প্রকল্প ঘোষিত হয় ?
উঃ 1999-2000 রবি মরসুমে।

10. ভারতে সবুজ জ্বালানীর সূচনা হয় কবে ?
উঃ 2000 সালের 1লা ফেব্রুয়ারীতে।

11. ভারতের প্রথম স্থায়ী সিমেন্ট শিল্প কোম্পানির নাম কি ?
উঃ Indian Cement Company Ltd. (1914)।

12. ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি ?
উঃ চিনি শিল্প।

13. ভারতের বৃহত্তম সংগঠিত শিল্প কোনটি ?
উঃ কার্পাস বয়ন শিল্প।

14. National Jute Policy of India কবে গৃহীত হয় ?
উঃ 2005 সালে।

15. কখন ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয় ?
উঃ 1966 সালে।

16. 1948 সালের শিল্পনীতিতে ভারতীয় শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ?
উঃ চারভাগে।

17. ভারতে দ্বিতীয় শিল্পনীতি গৃহীত হয় কবে ?
উঃ 1956 সালে।

18. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয় ?
উঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

19. পশ্চিমবঙ্গের কোন জেলা 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পের অন্তর্গত হয় ?
উঃ বর্ধমান।

20. 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পে ভারতের কটি জেলাকে অন্তর্গত করা হয় ?
উঃ 7 টি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”

Mission Indian Railway 2018
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ ।

Buy Now

‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে।  তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত