ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৯
ভূগোলের জিকে ভাণ্ডার পর্ব-১৯
”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. কোন স্থান ছত্তিশগড়ের চেরাপুঞ্জি নামে পরিচিত ?
উঃ) অম্বিকাপুর ।
2. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালা উপকূলে কবে প্রবেশ করে ?
উঃ) পয়লা জুন ।
3. ভারতে মৌসুমী বৃষ্টিপাতের প্রধান কারণ কি ?
উঃ) তাপীয় পরিচলন ।
4. চেরাপুঞ্জির পর অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?
উঃ) সৈহাদ্রি অঞ্চল ।
5. কোন উচ্চতায় ভারতে চিরসবুজ ওক অরণ্য দেখা যায় ?
উঃ) 1330 থেকে 2700 মিটার উচ্চতায় ।
6. চ্যাম্পিয়ন ভারতের বনভূমিকে মোট কয় ভাগে ভাগ করেন ?
উঃ) 116 ভাগে ।
7. ভারতের কোন অংশে পাইন অরণ্য অধিক বিকশিত ?
উঃ) মধ্য হিমালয়ে ।
8. ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত ?
উঃ) সুরাটগড়ে ।
9. কোন রাজ্য সালফার উত্পাদনে প্রথম ?
উঃ) তামিলনাড়ু ।
10. National Mineral Corporation of India কবে স্থাপিত হয় ?
উঃ) 1938 সালে ।
11. লাক্ষা দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপের নাম কি ?
উঃ) মিনিকয় দ্বীপ (4.50 বর্গ কিঃমিঃ) ।
12. গোদাবরী বদ্বীপের দক্ষিণে পূর্ব উপকূলের কোন বিভাগ অবস্থিত ?
উঃ) করমণ্ডল উপকূল ।
13. ভারতের মরুভূমি অঞ্চলের একমাত্র বড়ো নদীর নাম কি ?
উঃ) লুনী ।
14. ভারতের মরুভূমি অঞ্চলের সর্ববৃহৎ হ্রদের নাম কি ?
উঃ) সম্বর হ্রদ ।
15. ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি কর্ণাটকে কি নামে পরিচিত ?
উঃ) কানাড়া উপকূল ।
16. কাথিয়াবাড় উপদ্বীপ বা সৌরাষ্ট্রের সর্বোচ্চ পাহাড়ের নাম কি ?
উঃ) গিরণর (1,117 মিঃ) ।
17. হিমালয়ের যে অংশ নেপালে অবস্থিত তা (পূর্ব-পশ্চিম বিস্তার অনুযায়ী) কি নামে পরিচিত ?
উঃ) মধ্য হিমালয় ।
18. ভারততিব্বত সংযোগকারী মানা পাস ও নিতি পাস হিমালয়ের কোন অংশে অবস্থিত ?
উঃ) কুমায়ুন হিমালয়ে ।
19. সবরমতী নদীর উত্পত্তিস্থলের নাম কি ?
উঃ) আরাবল্লী পর্বতশ্রেণী ।
20. কটক কোন বদ্বীপে অবস্থিত ?
উঃ) মহানদী বদ্বীপে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৮”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন