আকাশে দেখা গেল সৌরবলয়!

আকাশে দেখা গেল সৌরবলয়

আকাশে এক অসাধারন দৃশ্য। মুর্শিদাবাদ জেলার গোদাগাড়ী অঞ্চলে। আজ সকাল ১১:৩৫ এর সময়। সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়। ঠিক যেন গোলাকার রামধনু, যাকে বলা হয় সৌরবলয় (Sun Halo / Solar Halo)

সৌরবলয়
চিত্রঃ সৌরবলয়। সময়ঃ সকাল ১১.৩৫, স্থানঃ গোদাগাড়ী, মুর্শিদাবাদ। সৌরভ সরকার।

জ্যোতি-র্বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে বাতাসের গতি খুব কম থাকলে বরফের কণা একটি নির্দিষ্ট রূপে সজ্জিত হয়। এর ওপর সূর্যের আলো পড়লে প্রতিসরণ ঘটে। তখন সূর্যের আলো সাতটি রঙে ভেঙে যায়। চারপাশে রামধনুর মতো বলয় তৈরি হয়। বরফের ক্রিস্টালের ওপর সূর্যের আলো পড়ে সাতটি রঙে ভেঙে গিয়ে এই বলয় তৈরি হয়। আলোকিত এই বলয়ই সৌরবলয় বা সোলার হ্যালো

সৌরবলয়
চিত্রঃ আকাশে দেখা গেলো সৌরবলয় (গোদাগাড়ী, মুর্শিদাবাদ)

চিত্রে মুর্শিদাবাদের গোদাগাড়ীতে যে ‘Sun Halo’ টি দেখা যাচ্ছে, তা হল বৃত্তাকার হ্যালো বা ২২ ডিগ্রি হ্যালো। সাধারনত কোনো স্থানে বছরে গড়ে প্রায় ১০০ দিন এই হ্যালো দেখা যেতে পারে।

সৌরবলয়

সৌরবলয়

সৌরবলয়

-মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত