একনজরে ভারত
একনজরে ভারত (প্রথম পর্ব)
১) ভৌগোলিক অবস্থানঃ– এশিয়া মহাদেশ (দক্ষিন এশিয়া)।
২) অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থানঃ- ০৮ ডিগ্রি ০৪ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ৩৭ ডিগ্রি ০৬ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৬৮ ডিগ্রি ০৭ মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমা (সম্পূর্ন রূপে উত্তর গোলার্ধে অবস্থিত)।
৩) আয়তনঃ- ৩২,৮৭,২৬৩ বর্গ কিমি (আয়তন অনুসারে, পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ)।
৪) জনসংখ্যাঃ- ১২১,০১,৯৩,৪২২ জন (২০১১ জনগননা অনুসারে) (জনসংখ্যা অনুসারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ)।
৫) জনঘনত্বঃ- ৩৮২ জন প্রতি বর্গ কিমি (২০১১ জনগননা অনুসারে)।
৬)নারী পুরুষ অনুপাতঃ- ৯৪০ জন নারী প্রতি হাজার পুরুষ পিছু (২০১১ জনগননা অনুসারে)।
৭) স্বাক্ষরতা হারঃ- ৭৪.০৪% (২০১১ জনগননা অনুসারে)।
৮) প্রতিবেশী দেশঃ – স্হলভাগে — ৭ টি (চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার) এবং জলভাগে — ২ টি (শ্রীলঙ্কা ও মালদ্বীপ)।
৯) বৃহত্তম প্রতিবেশী দেশঃ- চীন।
১০) ক্ষুদ্রতম প্রতিবেশী দেশঃ- মালদ্বীপ।
১১) উপকূলরেখার দৈর্ঘ্যঃ- ৭৫১৭ কিমি (মূল ভূখন্ডের উপকূল রেখার দৈর্ঘ্য ৫৪২৩ কিমি এবং দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহের উপকূলরেখার দৈর্ঘ্য ২০৯৪ কিমি)।
১২) জলবায়ুঃ- উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
১৩) সময় অঞ্চলঃ- GMT + ৫:৩০
১৪) সরকারি নামঃ- ভারত গণরাজ্য (Republic of India)।
১৫) স্বাধীনতা লাভঃ- ১৫ ই আগস্ট, ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
১৬) জাতীয় সঙ্গীত ( Anthem):- জনগনমন (রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১১ ; জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় ২৪ শে জানুয়ারি, ১৯৫০)
১৭) জাতীয় গান (Song):- বন্দেমাতরম ( রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাস, ১৮৮২ ; জাতীয় গান হিসেবে গৃহীত হয় ২৪ শে জানুয়ারি, ১৯৫০)
১৮) জাতীয় প্রতীকঃ- অশোক স্তম্ভ।
১৯) জাতীয় বাণীঃ- সত্যমেব জয়তে।
২০) রাজধানীঃ- নতুন দিল্লি।
২১) বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানীঃ- মুম্বই।
২২) সরকারি ভাষাঃ- হিন্দি & ইংরেজি (ভারতের সংবিধানে ২২ টি দেশীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে — অসমীয়া, বাংলা, বোড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলী, মালয়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবী, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু)।
২৩) বর্তমান রাষ্ট্রপতিঃ- রামনাথ কোবিন্দ।
২৪) বর্তমান প্রধানমন্ত্রীঃ-নরেন্দ্র মোদী।
২৫) প্রশাসনিক বিভাগঃ- রাজ্য — ২৯ টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৭ টি।
২৬) সর্বোচ্চ পর্বতশৃঙ্গঃ- গডউইন অস্টিন বা K2 (উচ্চতা – ৮৬১১ মিটার ; জম্মু ও কাশ্মীর) ।
২৭) বৃহত্তম ও দীর্ঘতম নদীঃ- গঙ্গা (দৈর্ঘ্য ২৫২৫ কিমি)।
২৮) প্রাচীনতম পর্বতঃ- আরাবল্লী পর্বত (২৫০ কোটি বছর পূর্বে সৃষ্টি)।
২৯) বৃহত্তম স্বাদু জলের হ্রদঃ- উলার (জম্মু ও কাশ্মীর ; আয়তন – ৩০-২৬০ বর্গ কিমি)।
৩০) বৃহত্তম লবনাক্ত জলের হ্রদঃ- সম্বর হ্রদ (রাজস্থান ; আয়তন ১৯০-২৩০ বর্গ কিমি)।
৩১) বৃহত্তম উপহ্রদঃ- চিল্কা হ্রদ (ওড়িশা ; আয়তন – ৯০০-১১৬৫ বর্গ কিমি)।
৩২) দীর্ঘতম হ্রদঃ- ভেম্বানাদ কয়াল (কেরালা ; দৈর্ঘ্য ৯৬.৫ কিমি)।
৩৩) জাতীয় নদীঃ- গঙ্গা।
৩৪) আয়তন অনুসারে, বৃহত্তম রাজ্যঃ- রাজস্থান (আয়তন – ৩,৪২,২৩৯ বর্গ কিমি)।
৩৫) আয়তন অনুসারে, ক্ষুদ্রতম রাজ্যঃ- গোয়া (আয়তন – ৩৭০২ বর্গ কিমি)।
৩৬) আয়তন অনুসারে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (আয়তন – ৮২৪৯ বর্গ কিমি)।
৩৭) আয়তন অনুসারে, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলঃ- লাক্ষাদ্বীপ (আয়তন – ৩২ বর্গ কিমি)।
৩৮) জাতীয় ফুল – পদ্ম।
৩৯) জাতীয় পাখি – ময়ূর।
৪০) জাতীয় পশু – রয়েল বেঙ্গল টাইগার।
৪১) দীর্ঘতম রেলপথঃ- ডিব্রুগড় – কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (রেলপথটির দৈর্ঘ্য – ৪২৩৩ কিমি)।
৪২) দীর্ঘতম সড়কপথ / জাতীয় সড়কপথঃ- NH ৪৪/৭ (শ্রীনগর থেকে কন্যাকুমারী ; সড়কপথটির দৈর্ঘ্য – ৩৭৪৫ কিমি)।
৪৩) প্রাচীনতম সড়কপথঃ- গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (NH ২)।
৪৪) উষ্ণতম স্থানঃ- ফালোদি (যোধপুর জেলা, রাজস্থান ; উষ্ণতা ৫১ ডিগ্রি C)।
৪৫) শীতলতম স্থানঃ- দ্রাস (কার্গিল জেলা, জম্মু ও কাশ্মীর ; উষ্ণতা -৩৩.৯ ডিগ্রি C।
৪৬) সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানঃ- মৌসিনরাম ( পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয় ; বার্ষিক গড় বৃষ্টিপাত ১১৮৭২ মিমি)।
৪৭) জনসংখ্যা অনুসারে, বৃহত্তম রাজ্যঃ- উত্তরপ্রদেশ ( জনসংখ্যা – ১৯,৯৫,৮১,৪৭৭ জন ; ২০১১ জনগননা অনুসারে)।
৪৮) জনসংখ্যা অনুসারে, ক্ষুদ্রতম রাজ্যঃ- সিকিম (জনসংখ্যা – ০৬,০৭,৬৮৮ জন ; ২০১১ জনগননা অনুসারে)।
৪৯) সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্যঃ- বিহার (জনঘনত্ব – ১১০২ জন/বর্গ কিমি ; ২০১১ জনগননা অনুসারে)।
৫০) সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যঃ- অরুণাচল প্রদেশ (জনঘনত্ব – ১৭ জন/বর্গ কিমি ; ২০১১ জনগননা অনুসারে)।
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।
©Mission Geography India
Mission Geography India, Very Useful for us and Helpful for every Students and Teachers.
এই পেজটি সকলেরই ভূগোলের সব ধরনের চাহিদা মেটায়।
১) ভারতের ক্ষুদ্রতম সড়কপথ কোনটি?
২) ভারতের দীর্ঘতম সড়কপথ আমরা জানি NH 7